কলকাতা : আরও একটি পালক যুক্ত হল 'অব্যক্ত'-র মুকুটে । এবার ভারতের সবথেকে প্রগ্রেসিভ ছবি হিসেবে বস্টনে আয়োজিত পঞ্চম ক্যালাইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হল এটি। কিছুদিন আগেই সিঙ্গাপুর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে দেখানো হয় পরিচালক অর্জুন দত্তর 'অব্যক্ত' ছবিটি । ইন্দো জার্মান উইকে সেরা আঞ্চলিক ছবির পুরস্কার পায় এই ছবি ।
ছবিতে অভিনয় করেছেন অর্পিতা চ্যাটার্জি, আদিল হোসেন, অনুভব কাঞ্জিলাল, সামন্তক দ্যুতি মৈত্র, অনির্বাণ ঘোষ, কেয়া চট্টোপাধ্যায়, পিঙ্কি ব্যানার্জি, লিলি চক্রবর্তী, দেবযানী চাটার্জি ।
ইন্দ্র বলে এক ব্যক্তির জীবনকে কেন্দ্র করে এই ছবি । ছবিতে তুলে ধরা হয়েছে তার ছোটোবেলা থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার বিভিন্ন গল্প । বেড়ে ওঠার সময় তার জীবনে ঘটে কিছু ঘটনা । যা তাকে অনেকটা বড় করে দেয় । যা সে কল্পনাও করতে পারেনি । ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অর্পিতা।