ETV Bharat / sitara

বস্টনে পুরস্কৃত 'অব্যক্ত' - abyakto film award win

ভারতের সবথেকে প্রগ্রেসিভ ছবি হিসেবে বস্টনে আয়োজিত পঞ্চম ক্যালাইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হল 'অব্যক্ত' ।

ছবি
author img

By

Published : Oct 27, 2019, 4:23 PM IST

কলকাতা : আরও একটি পালক যুক্ত হল 'অব্যক্ত'-র মুকুটে । এবার ভারতের সবথেকে প্রগ্রেসিভ ছবি হিসেবে বস্টনে আয়োজিত পঞ্চম ক্যালাইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হল এটি। কিছুদিন আগেই সিঙ্গাপুর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে দেখানো হয় পরিচালক অর্জুন দত্তর 'অব্যক্ত' ছবিটি । ইন্দো জার্মান উইকে সেরা আঞ্চলিক ছবির পুরস্কার পায় এই ছবি ।

abyakto
পুরস্কার

ছবিতে অভিনয় করেছেন অর্পিতা চ্যাটার্জি, আদিল হোসেন, অনুভব কাঞ্জিলাল, সামন্তক দ্যুতি মৈত্র, অনির্বাণ ঘোষ, কেয়া চট্টোপাধ্যায়, পিঙ্কি ব্যানার্জি, লিলি চক্রবর্তী, দেবযানী চাটার্জি ।

ইন্দ্র বলে এক ব্যক্তির জীবনকে কেন্দ্র করে এই ছবি । ছবিতে তুলে ধরা হয়েছে তার ছোটোবেলা থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার বিভিন্ন গল্প । বেড়ে ওঠার সময় তার জীবনে ঘটে কিছু ঘটনা । যা তাকে অনেকটা বড় করে দেয় । যা সে কল্পনাও করতে পারেনি । ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অর্পিতা।

কলকাতা : আরও একটি পালক যুক্ত হল 'অব্যক্ত'-র মুকুটে । এবার ভারতের সবথেকে প্রগ্রেসিভ ছবি হিসেবে বস্টনে আয়োজিত পঞ্চম ক্যালাইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হল এটি। কিছুদিন আগেই সিঙ্গাপুর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে দেখানো হয় পরিচালক অর্জুন দত্তর 'অব্যক্ত' ছবিটি । ইন্দো জার্মান উইকে সেরা আঞ্চলিক ছবির পুরস্কার পায় এই ছবি ।

abyakto
পুরস্কার

ছবিতে অভিনয় করেছেন অর্পিতা চ্যাটার্জি, আদিল হোসেন, অনুভব কাঞ্জিলাল, সামন্তক দ্যুতি মৈত্র, অনির্বাণ ঘোষ, কেয়া চট্টোপাধ্যায়, পিঙ্কি ব্যানার্জি, লিলি চক্রবর্তী, দেবযানী চাটার্জি ।

ইন্দ্র বলে এক ব্যক্তির জীবনকে কেন্দ্র করে এই ছবি । ছবিতে তুলে ধরা হয়েছে তার ছোটোবেলা থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার বিভিন্ন গল্প । বেড়ে ওঠার সময় তার জীবনে ঘটে কিছু ঘটনা । যা তাকে অনেকটা বড় করে দেয় । যা সে কল্পনাও করতে পারেনি । ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অর্পিতা।

Intro:ভারতের সবথেকে প্রগতিশীল ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে পরিচালক অর্জুন দত্তর 'অব্যক্ত'। কিছুদিন আগেই সিঙ্গাপুর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখান হয়েছে ছবিটি। ইন্দো জার্মান উইকে পুরস্কৃত হয়েছে সম্প্রতি। এবার বস্টনে আয়োজিত পঞ্চম ক্যালাইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হল 'অব্যক্ত'।


Body:ছবিতে অভিনয় করেছেন অর্পিতা চ্যাটার্জি, আদিল হোসেন, অনুভব কাঞ্জিলাল, সামন্তক দ্যুতি মৈত্র, অনির্বাণ ঘোষ, কেয়া চট্টোপাধ্যায়, পিংকি ব্যানার্জি, লিলি চক্রবর্তী, দেবজানি চাটার্জির মতো অভিনেত্রীরা।


Conclusion:ইন্দ্র বলে এক ব্যক্তির জীবনকে কেন্দ্র করে এই ছবি। ছোটো থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত দেখানো হয়েছে সেই জীবনযাত্রা। সেই বেড়ে ওঠার সময় তার জীবনে ঘটে বেশ কিছু ঘটনা। এমন সব ঘটনা যা তাকে এমন এক মানুষের পরিণত করে, যেটা সে কল্পনাও করতে পারেনি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.