কলকাতা, 24 মার্চ: কোভিড যন্ত্রণা সামলে হলমুখী হয়েছেন মানুষ । আর তাই একে একে মুক্তি পাচ্ছে সব ছবি । শুরুয়াত হচ্ছে নতুন কাজের । সদ্য শুভ মহরত হয়ে গেল ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karna Subarner Guptodhon) এবং অরিন্দম শীলের 'ব্যোমকেশ'-এর । দু‘টি ছবিতেই আছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee's upcoming film)। একদিকে ব্যোমকেশ, অন্যদিকে সোনাদা - দুই চরিত্র নিয়েই আবির বেজায় আপ্লুত, বরাবরের মতো এ বারও ৷
আবির (Abir Chatterjee's Byomkesh) ছাড়াও 'কর্ণসুবর্ণের গুপ্তধন'-এ রয়েছেন ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, সৌরভ দাস প্রমুখ । 27 মার্চ থেকে শুরু হবে এই ছবির শুটিং । অরিন্দম শীলের 'ব্যোমকেশ'-এ রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায়, সোহিনী সরকার-সহ আরও অনেকে । এখানে অজিতের ভূমিকায় দেখা যাবে সুহোত্রকে । 'হর হর ব্যোমকেশ', 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র'র পর এ বার 'বিশুপাল বধ' অবলম্বনে 'ব্যোমকেশ'। ফের এক মৃত্যুরহস্য গল্পের কেন্দ্রে বিরাজ করবে । উঠে আসবে 1971-এ কলকাতার নকশাল জমানার চালচিত্র ৷ রাজনৈতিক অবক্ষয়ের পাশাপাশি মিশে থাকবে সেই সময়কার সাংস্কৃতিক অবক্ষয়ের দিকটিও ।
আরও পড়ুন: Abir Ritabhari in Fatafati : উইন্ডোজের নতুন জুটি আবির-ঋতাভরী, এপ্রিলে শুটিং শুরু ফাটাফাটির
উল্লেখ্য, ওই সময়েই বাংলা থিয়েটারে ক্যাবারের উৎপত্তি হয় । থিয়েটারের মঞ্চে ঘটে একটি মৃত্যু । এই ঘটনা চাক্ষুষ করে ব্যোমকেশ । তারপর সেই মৃত্যুরহস্য সমাধানে নেমে পড়ে সে ।
একইদিনে দুটি ছবির মহরত সারল প্রযোজনা সংস্থা 'এসভিএফ'। মহরতে হাজির ছিলেন ছবির কুশীলবেরা প্রায় প্রত্যেকেই ।