ETV Bharat / sitara

আমি বা পাভেল কোথাও থেকে টুকিনি : অভিমন্যু মুখার্জি

author img

By

Published : Oct 21, 2019, 7:51 PM IST

'টেকো' ও 'বালা' নিয়ে বেশ কিছুদিন ধরেই একাধিক প্রশ্ন উঠছে । কারণ প্রতিটি ছবির বিষয়ই এক । যদিও বিষয়টিকে গুরুত্ব দেননি 'টেকো'র পরিচালক অভিমন্যু মুখার্জি ।

ছবি

কলকাতা : 'টেকো', 'বালা' এবং আরেকটি হিন্দি রিমেক ছবি 'উজরা চমন', প্রতিটির বিষয় এক । এই তিনটি ছবি মুক্তি পাচ্ছে নভেম্বরে । পুরুষদের মাথায় টাক পডা়কে কেন্দ্র করে তৈরি ছবিগুলি । তাহলে কি এই ছবিগুলি একটা অপরের রিমেক ? এই প্রশ্ন জেগেছে দর্শকদের মনে । ETV ভারত সিতারার সঙ্গে এ বিষয়ে কথা বললেন 'টেকো'র পরিচালক অভিমন্যু মুখার্জি ।

তিনি বলেন, "আমি জানতাম না পাভেলের 'বালা'র রেজিস্ট্রেশন ২০১৬ সালে হয়েছে । এটা কোনও প্রমাণের ব্যাপার নেই । রিমেক তো নয় । দুটি ছবির ভাবনা এক হলেও, ঘটনাটা সম্পূর্ণভাবে আলাদা । আমরা যখন শুটিং শুরু করেছি, 'বালা'র শুটিং শুরু হয়নি । সেটা গত বছরের কথা বলছি । সৃজিৎদা টুইট করেছিলেন খুব ইন্টারেস্টিং সাবজেক্ট বলে । তারপর 'বালা' সামনে আসে । এক টাক মাথা ব্যক্তিকে নিয়ে ছবি । 'বালা'র শুটিং শুরু হয়েছে 'টেকো'র পরে । বিষয় কে কবে ভেবেছে তা কেউ বলতে পারে না । আমি একবারও বলিনি যে পাভেল আমার থেকে বা আমি পাভেলের থেকে টুকেছি । কারণ 'উজরা চমন' অফিশিয়াল রিমেক ছবি । কিন্তু 'বালা' বা 'টেকো' একেবারেই রিমেক নয় । ভাবনাটা এক হতেই পারে । টাক মাথাটা থট । জিনিসটা পুরোটাই ভাবনার উপর নির্ভরশীল । সেই ভাবনা আমার ও পাভেলের মাথায় এসেছে ।"

তিনি আরও বলেন, "ছবিটা আমরা আগে বানাতে শুরু করি । আমরা আগে গল্প রেজিস্টার করি না । আমি প্রডিউসারকে গল্প শুনিয়েছি । তাঁদের ভালো লেগেছে । আমরা সেটাকে লক করেছি এবং শুটিং শুরু করেছি । আমাদের ছবিটি দু-তিন মাস আগে রিলিজ় করার কথা ছিল । কিন্তু, হলের সমস্যায় ও অন্য পোস্ট প্রডাকশনের সমস্যার কারণে ব্যাপারটা আটকে ছিল । সবকিছু মিলিয়ে আমরা এখন রিলিজ় করব ঠিক করেছি । এখানে কোনও প্রতিযোগিতার বিষয় নেই । 'বালা' একটা ন্যাশনাল ছবি । আমাদেরটা রিজিওনাল । আমরা শুধু প্রাধান্য দিচ্ছি বাংলার মানুষ কাদেরকে প্রাধান্য দিচ্ছে, বাঙালিকে না অবাঙালিকে ।"

কলকাতা : 'টেকো', 'বালা' এবং আরেকটি হিন্দি রিমেক ছবি 'উজরা চমন', প্রতিটির বিষয় এক । এই তিনটি ছবি মুক্তি পাচ্ছে নভেম্বরে । পুরুষদের মাথায় টাক পডা়কে কেন্দ্র করে তৈরি ছবিগুলি । তাহলে কি এই ছবিগুলি একটা অপরের রিমেক ? এই প্রশ্ন জেগেছে দর্শকদের মনে । ETV ভারত সিতারার সঙ্গে এ বিষয়ে কথা বললেন 'টেকো'র পরিচালক অভিমন্যু মুখার্জি ।

তিনি বলেন, "আমি জানতাম না পাভেলের 'বালা'র রেজিস্ট্রেশন ২০১৬ সালে হয়েছে । এটা কোনও প্রমাণের ব্যাপার নেই । রিমেক তো নয় । দুটি ছবির ভাবনা এক হলেও, ঘটনাটা সম্পূর্ণভাবে আলাদা । আমরা যখন শুটিং শুরু করেছি, 'বালা'র শুটিং শুরু হয়নি । সেটা গত বছরের কথা বলছি । সৃজিৎদা টুইট করেছিলেন খুব ইন্টারেস্টিং সাবজেক্ট বলে । তারপর 'বালা' সামনে আসে । এক টাক মাথা ব্যক্তিকে নিয়ে ছবি । 'বালা'র শুটিং শুরু হয়েছে 'টেকো'র পরে । বিষয় কে কবে ভেবেছে তা কেউ বলতে পারে না । আমি একবারও বলিনি যে পাভেল আমার থেকে বা আমি পাভেলের থেকে টুকেছি । কারণ 'উজরা চমন' অফিশিয়াল রিমেক ছবি । কিন্তু 'বালা' বা 'টেকো' একেবারেই রিমেক নয় । ভাবনাটা এক হতেই পারে । টাক মাথাটা থট । জিনিসটা পুরোটাই ভাবনার উপর নির্ভরশীল । সেই ভাবনা আমার ও পাভেলের মাথায় এসেছে ।"

তিনি আরও বলেন, "ছবিটা আমরা আগে বানাতে শুরু করি । আমরা আগে গল্প রেজিস্টার করি না । আমি প্রডিউসারকে গল্প শুনিয়েছি । তাঁদের ভালো লেগেছে । আমরা সেটাকে লক করেছি এবং শুটিং শুরু করেছি । আমাদের ছবিটি দু-তিন মাস আগে রিলিজ় করার কথা ছিল । কিন্তু, হলের সমস্যায় ও অন্য পোস্ট প্রডাকশনের সমস্যার কারণে ব্যাপারটা আটকে ছিল । সবকিছু মিলিয়ে আমরা এখন রিলিজ় করব ঠিক করেছি । এখানে কোনও প্রতিযোগিতার বিষয় নেই । 'বালা' একটা ন্যাশনাল ছবি । আমাদেরটা রিজিওনাল । আমরা শুধু প্রাধান্য দিচ্ছি বাংলার মানুষ কাদেরকে প্রাধান্য দিচ্ছে, বাঙালিকে না অবাঙালিকে ।"

Intro:'টেকো', 'বালা' এবং আরেকটি হিন্দি রিমেক ছবি 'উজরা চমন' সবকটিরই প্রধান বিষয়টি এক। এবং তিনটি ছবি মুক্তি পাচ্ছে একই মাসে, আসন্ন নভেম্বরে। পুরুষদের মাথায় টাক পড়াই গল্পের কেন্দ্রবিন্দুতে। দর্শকদের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি এরা একে অপরের রিমেক? ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন 'টেকো'র পরিচালক অভিমুন্য মুখার্জি।


Body:অভিমুন্য আমাদের বললেন, "আমি জানতাম না পাবেলের 'বালা'র রেজিস্ট্রেশন ২০১৬ সালে হয়েছে। এটা কোনও প্রমাণের ব্যাপার নেই। রিমেক তো নয়। আমরা, অর্থাৎ 'টেকো', 'বালা'র রিমেক নই। আর 'বালা'ও 'টেকো'র রিমেক নয়। ভাবনাটা এক হলেও, ঘটনাটা সম্পূর্ণভাবে আলাদা। আমরা যখন শুটিং শুরু করেছি, 'বালা'র শুটিং শুরু হয়নি। সেটা গত বছরের কথা বলছি। সৃজিৎদারা টুইট করেছিলেন প্রচন্ড ইন্টারেস্টিং সাবজেক্ট বলে। তারপর 'বালা' সামনে আসে, যে এরকম টাকমাথা একজন ব্যক্তিকে নিয়ে ছবি। তখন সৃজিৎদাই আবার টুইট করে লিখেছিলেন, এটা কী হল অভিমুন্য? সুতরাং, 'বালা'র শুটিং শুরু হয়েছে 'টেকো'র পরে। কনসেপ্ট কে কবে ভেবেছে, পাভেলের ভাবনা কবে, কনসেপ্ট কবে, আমি আর ওঁ তো একসঙ্গে লিখি না। একবারও বলিনি যে ওঁ আমার থেকে টুকেছে, বা আমি ওঁর থেকে টুকেছি। কারণ অন্য যে ছবিটা হয়েছে, 'উজরা চমন' ওটা একটা অফিশিয়াল রিমেক। কিন্তু 'বালা' বা 'টেকো' একেবারেই রিমেক নয়। ভাবনাটা এক হতেই পারে। টাক মাথাটা থট। একটা বয়স্ক প্রেম নিয়ে 'বাগবান'ও হয়েছে, আবার 'বেলাশেষে'ও হয়েছে। তার মানে কি এটা রিমেক? জিনিসটা পুরোটাই ভাবনার উপর নির্ভরশীল। পাভেলের ভাবনা এসেছে। আমার মাথাতেও ভাবনা এসেছে।"




Conclusion:বান্ধবী মানালির পোস্টের ব্যাপারে অভিমুন্য বললেন, "ছবিটা আমরা আগে বানাতে শুরু করি। আমরা আগে গল্প রেজিস্টার করি না। আমি প্রডিউসারকে গল্প শুনেছি। তাঁদের ভালো লেগেছে। আমরা সেটাকে লক করেছি এবং শুটিং শুরু করেছি। এবং আমরা যখন সিনেমা শুরু করেছি, তারপর 'বালার' শুটিং শুরু হয়েছে। ইন্সপিরেশন বা কপি, কোনওটাই কিন্তু নয়। সেটা রিমেকও নয়। দু'জনের মাথায় দুটো কনসেপ্ট এসেছে, এবং ভাবনা কোনওভাবে এক হয়েছে। আমাদের দু-তিন মাস আগে রিলিজ ছিল। হলের সমস্যায় ও অন্যান্য পোস্ট প্রডাকশনের সমস্যার কারণে ব্যাপারটা আটকে ছিল। সবকিছু মিলিয়ে আমরা এখন রিলিজ করব ঠিক করেছি। আমাদের যদি এটা প্রমাণ করার থাকত, যে আমরা এগিয়ে কিংবা আমরা ওদেরকে মাঠ করেছিলাম, তাহলে ২২ নভেম্বর রিলিজ করতাম না, তার অনেক আগে করতাম। আমাদের ওরকম ভাবনা নেই, চিন্তা নেই। এখানে কোনত কম্পিটিশনের কোনও ব্যাপার নেই। 'বালা' একটা ন্যাশনাল ছবি। আমাদেরটা রিজিওনাল। সুতরাং, এটা কম্পিটিশন হতেই পারে না। আমরা শুধু প্রাধান্য দিচ্ছি বাংলা কাদেরকে প্রাধান্য দিচ্ছে, বাঙালিকে না অবাঙালিকে।"



ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.