মুম্বই : 20 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অভিনেতা অভয় দেওলের পরবর্তী তামিল ছবি 'হিরো' ।
PS মিথ্রন পরিচালিত এই ছবিতে অভয় ছাড়াও রয়েছেন দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা শিভাকারথিকেয়ান ডস ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শিভাকারথিকেয়ানের সঙ্গে কাজ করার ব্যাপারে অভয় ইনস্টাগ্রামে লেখেন, "প্রত্যেক ভিলেনের একজন হিরো প্রয়োজন ! শিভাকারথিকেয়ানের সঙ্গে কাজ করা সৌভাগ্যের... এটা তৈরি করতে গিয়ে আমি অনেক মজা করেছি, যদিও তামিল কঠিন ভাষাগুলোর মধ্যে একটি । 20 ডিসেম্বর হিরো মুক্তি পাবে ।"
ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে অভয়কে ।