মুম্বই, 14 মার্চ : তাঁর কণ্ঠ, হিন্দি ভাষায় তাঁর দক্ষতা, উচ্চারণের জন্য দেশব্যপী অনুরাগীদের জন্য এক জীবন্ত কিংবদন্তি মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ এর জন্য সর্বদাই সমালোচকরা প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে ৷ তবে এবার মঞ্চ মাতাল বচ্চন পরিবারেরই আরেক সদস্য়া আরাধ্যা বচ্চন ৷ তার হিন্দি উচ্চারণ, কণ্ঠ রীতিমত মন জয় করে নিয়েছে সকলের ৷
সম্প্রতি ভাইরাল একটি ভিডিয়োতে অভিষেক এবং ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যাকে দেখা গিয়েছে একটি হিন্দি কবিতা আবৃত্তি করতে (Aaradhya Hindi poem recitation video) ৷ এই ছোট্ট ভিডিয়োটিতে আরাধ্যাকে দেখা গিয়েছে স্কুলের পোশাকে ৷ এই কিশোরী কথা বলছে হিন্দি ভাষা কতখানি গুরুত্বপূর্ণ তা নিয়ে ৷ তার কবিতাটির মূল ভাববস্তু ছিল এটিই ৷ তার এই আবৃত্তিই রীতিমত মন জয় করে নিয়েছে সকলের ৷
আরও পড়ুন :দোল উপলক্ষ্যে টেলিভিশনে রংয়ের খেলা, রইল তালিকা
-
The Legacy continues... @SrBachchan @juniorbachchan https://t.co/khLvpcAisY
— Miten Lapsiya, the artist (@mitenlapsiya) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Legacy continues... @SrBachchan @juniorbachchan https://t.co/khLvpcAisY
— Miten Lapsiya, the artist (@mitenlapsiya) March 13, 2022The Legacy continues... @SrBachchan @juniorbachchan https://t.co/khLvpcAisY
— Miten Lapsiya, the artist (@mitenlapsiya) March 13, 2022
আরাধ্যার এই বিশেষ ভিডিয়োটি শেয়ার করে ক্যপশনে এক নেটিজেন লেখেন, 'দ্য লেগেসি কন্টিনিউস' ৷ অর্থাৎ দাদু, বাবা এবং মায়ের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আরাধ্যাও ৷ প্রসঙ্গত, ওই নেটিজেনের এই পোস্টটি চোখে পড়তে নমস্কারের একটি ইমোজি পোস্ট করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেকও ৷ 2011 সালে অভিষেক-ঐশ্বর্যর বিবাহের চারবছর পর জন্ম হয় আরাধ্যার ৷