মুম্বই, 26 সেপ্টেম্বর : একটা ভাল খবর, একটা খারাপ ৷ আগে ভালটাই দেওয়া যাক ৷ করোনা আবহ কাটিয়ে মুম্বইয়ের প্রেক্ষাগৃহ খোলার কথা ঘোষণা হতেই খুশির খবর শোনালেন বলিউডের অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ৷ তিনি জানিয়েছেন, চলতি বছর বড়দিনে (Christmas) মুক্তি পাচ্ছে তাঁর দীর্ঘ প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা '83' (83)৷
তবে বড়দিনে আরও একটা বিগ বাজেট ফিল্ম মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে ৷ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) ঘোষণা করেছেন, তাঁর ফিল্ম 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) এই বড়দিনে রিলিজ করা সম্ভব হচ্ছে না ৷ তা মুক্তি পাবে সামনের বছর ভ্যালেন্টাইনস ডে-তে (Valentine's Day)৷
শনিবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বিবৃতি দিয়ে জানান, 22 অক্টোবরের পর থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব সিনেমা হল ৷ এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আমির খান প্রোডাকশনসের তরফে ইনস্টাগ্রাম প্রোফাইলে জানানো হয় ছবির রিলিজ পিছিয়ে যাওয়ার কথা ৷ বিবৃতি দিয়ে লেখা হয়, "22 অক্টোবর থেকে সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ অতিমারির সময় নানা কাজে দেরি হওয়ায় আমরা আমাদের ছবি লাল সিং চাড্ডা এই বড়দিনে রিলিজ করতে পারছি না ৷ লাল সিং চাড্ডা 2022 সালের ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পাবে ৷"
আরও পড়ুন: Shilpa Shetty : ম্যানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই
তবে এই ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই সুখবর দেন রণবীর সিং ৷ তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জানান, "সময় এসে গিয়েছে ৷ এই বড়দিনে প্রেক্ষাগৃহে আসছে 83 ৷ ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লমে ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
চলতি বছর জুন মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ৷ সেটা সম্ভবপর হয়নি ৷ তার আগেও বহু বার বদলাতে হয়েছে ছবি মুক্তির তারিখ ৷ করোনাকালে বেশ কয়েকটি বিগ বাজেট বলিউড ফিল্ম ওটিটি-তে রিলিজ করা হলেও 83-র নির্মাতারা ঘোষণা করেছিলেন, লকডাউনের পর প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে এই ছবি ৷ কবীর খান পরিচালিত এই ফিল্মে ক্রিকেট কিংবদন্তি কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীরকে ৷ 1983 সালে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের গল্প ফুটিয়ে তুলবে এই ফিল্ম ৷ ছবিতে রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন ক্যামিয়ো হিসেবে কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে অভিনয় করেছেন ৷
আরও পড়ুন: Manish Malhotra : মণীশ মালহোত্রার হাউস পার্টিতে গেলেন কে কে ?
অপরদিকে, লাল সিং চাড্ডা হল টম হাংকসের ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক ৷ এই ছবিতে আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন করিনা কাপুর ও নাগা চৈতন্য ৷ 2020 সালের বড়দিনে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৷
আরও পড়ুন: Srijato Jayati: পুজোর গান হারিয়ে যায়নি: শ্রীজাত-জয়তী