ETV Bharat / sitara

Aamir Khan on quitting films: পরিবারকে সময় দিতে না পারায় ফিল্ম ছাড়তে চান আমির, আটকান কিরণ - আমির খানের স্বীকারোক্তি

তিনি এক সময়ে ফিল্ম করা ছেড়ে দিতে চেয়েছিলেন (Aamir Khan almost quit films) ৷ এই সত্য সামনে আনলেন বলিউডের স্টার আমির খান (Aamir Khan on quitting films)৷

aamir-khan-almost-quit-films-but-kiran-rao-changed-his-mind
পরিবারকে সময় দিতে না পারায় ফিল্ম ছাড়তে চান আমির, আটকান কিরণ
author img

By

Published : Mar 27, 2022, 3:47 PM IST

মুম্বই, 27 মার্চ: তাঁর কেরিয়ারে একটা সময় এমন এসেছিল, যখন তিনি ফিল্ম ছেড়ে দিতে চেয়েছিলেন ৷ জানালেন বলিউডের সুপারস্টার আমির খান (Aamir Khan on quitting films)৷ তাঁর নাকি মনে হয়েছিল, স্বার্থপরের মতো সম্পূর্ণ এনার্জি তিনি তাঁর কাজে খরচ করে ফেলায়, পরিবারকে যথাযথ ভাবে সময় দিতে পারছেন না ৷

সম্প্রতি একটি অনুষ্ঠানে মিস্টার পারফেকশনিস্ট (Aamir Khan almost quit films) বলেছেন, "যখন আমি একজন অভিনেতা হই, তখন আমার মনে হয়েছিল যে আমার পরিবার শুধু আমার জন্যই বাঁচে, আর আমি তাঁদের কথা না ভেবে শুধু দর্শকের মন জয় করতে কাজ নিয়েই মগ্ন হয়ে থাকি ৷ যখন আমরা কাজ শুরু করি, তখন কঠোর পরিশ্রম করি ৷ কিন্তু আমার যখন 30-35 বছর তখনও আমি সেই কাজ করে গিয়েছি ৷ আমি স্বার্থপর ছিলাম ৷ আমি নিজের কথাই ভেবেছি ৷ আমার সন্তানরা ছিল, কিন্তু আমি তাদের সময় দিতে পারিনি ৷ এখন আমি সেটাই করছি ৷ আমি এটা 56-57 বছর বয়সে এসে বুঝতে পারছি ৷ যদি আমার 86 বছর বয়সে এটা বুঝতাম তাহলে কী হত, সেই ভেবেই অবাক হই ৷ এখন অন্তত আমি ভুল শুধরে নিতে পারছি ৷"

আরও পড়ুন: Aamir Khan Divorce : কিরণ ছাড়া জীবনটাই বৃথা, বলেছিলেন আমির ; আজ দু'জনের পথ দুদিকে

যে দিন তিনি (Aamir Khan latest news) তাঁর ভুল বুঝেছিলেন, সে দিন তাঁর খুব রাগ হয় এবং সেই রাগ তাঁর সিনেমায় গিয়ে পড়ে বলে দাবি 57 বছরের অভিনেতার ৷ তিনি বলেছেন, "আমি অনুভব করেছি যে, সিনেমা আমাকে আমার পরিবারের থেকে দূরে নিয়ে যাচ্ছে ৷ পরিবারকে বলেছিলাম যে আমি সিনেমা ছেড়ে দেব ৷ আর অভিনয় করব না, প্রযোজনা করব না (Aamir Khan on leaving film career)৷ ওদের বলেছিলাম যে তোমাদের সঙ্গে থাকব ৷ আমার পরিবার তাই শুনে ভেঙে পড়েছিল ৷" তাঁর পরবর্তী ছবি লাল সিং চাড্ডার প্রচারের জন্য তিনি এ সব বলছেন, লোকে এটা বলতে পারে ভেবে সেই সময় এ ব্যাপারে মুখ খোলেননি, জানালেন আমির ৷

সিনেমা ছেড়ে দেওয়া থেকে তাঁকে আটকায় তাঁর পরিবারই ৷ আমির (Aamir Khan latest updates) বলেন, "আমার সন্তানরা ও কিরণজি আমায় বোঝাল যে আমি ভুল করছি ৷ কিরণ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বলে যে আমার অন্তঃস্থলে ফিল্মের বাস ৷ কাজেই সেই দু‘বছরে অনেক কিছু হয়ে গিয়েছে ৷ আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলাম ৷ এরপর আবার ফিরে আসি ৷"

আরও পড়ুন: আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ

তিনি মদ্যপানও ছেড়ে দিয়েছেন বলে জানালেন আমির খান ৷ বললেন, "আমার 37 বছর বয়সে অ্যালকোহল সেবন শুরু করি ৷ তবে সেটির উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না দেখে মদ্যপান ছেড়ে দিয়েছি ৷ এটা স্বাস্থ্যের পক্ষেও ভাল নয় ৷"

কর্মক্ষেত্রে তাঁকে পরবর্তীতে দেখা যাবে লাল সিং চাড্ডাতে ৷ এই ছবিতে এখন পড়ছে শেষ তুলির টান ৷ আগামী 11 অগস্ট মুক্তি পাবে এই ছবি ৷

মুম্বই, 27 মার্চ: তাঁর কেরিয়ারে একটা সময় এমন এসেছিল, যখন তিনি ফিল্ম ছেড়ে দিতে চেয়েছিলেন ৷ জানালেন বলিউডের সুপারস্টার আমির খান (Aamir Khan on quitting films)৷ তাঁর নাকি মনে হয়েছিল, স্বার্থপরের মতো সম্পূর্ণ এনার্জি তিনি তাঁর কাজে খরচ করে ফেলায়, পরিবারকে যথাযথ ভাবে সময় দিতে পারছেন না ৷

সম্প্রতি একটি অনুষ্ঠানে মিস্টার পারফেকশনিস্ট (Aamir Khan almost quit films) বলেছেন, "যখন আমি একজন অভিনেতা হই, তখন আমার মনে হয়েছিল যে আমার পরিবার শুধু আমার জন্যই বাঁচে, আর আমি তাঁদের কথা না ভেবে শুধু দর্শকের মন জয় করতে কাজ নিয়েই মগ্ন হয়ে থাকি ৷ যখন আমরা কাজ শুরু করি, তখন কঠোর পরিশ্রম করি ৷ কিন্তু আমার যখন 30-35 বছর তখনও আমি সেই কাজ করে গিয়েছি ৷ আমি স্বার্থপর ছিলাম ৷ আমি নিজের কথাই ভেবেছি ৷ আমার সন্তানরা ছিল, কিন্তু আমি তাদের সময় দিতে পারিনি ৷ এখন আমি সেটাই করছি ৷ আমি এটা 56-57 বছর বয়সে এসে বুঝতে পারছি ৷ যদি আমার 86 বছর বয়সে এটা বুঝতাম তাহলে কী হত, সেই ভেবেই অবাক হই ৷ এখন অন্তত আমি ভুল শুধরে নিতে পারছি ৷"

আরও পড়ুন: Aamir Khan Divorce : কিরণ ছাড়া জীবনটাই বৃথা, বলেছিলেন আমির ; আজ দু'জনের পথ দুদিকে

যে দিন তিনি (Aamir Khan latest news) তাঁর ভুল বুঝেছিলেন, সে দিন তাঁর খুব রাগ হয় এবং সেই রাগ তাঁর সিনেমায় গিয়ে পড়ে বলে দাবি 57 বছরের অভিনেতার ৷ তিনি বলেছেন, "আমি অনুভব করেছি যে, সিনেমা আমাকে আমার পরিবারের থেকে দূরে নিয়ে যাচ্ছে ৷ পরিবারকে বলেছিলাম যে আমি সিনেমা ছেড়ে দেব ৷ আর অভিনয় করব না, প্রযোজনা করব না (Aamir Khan on leaving film career)৷ ওদের বলেছিলাম যে তোমাদের সঙ্গে থাকব ৷ আমার পরিবার তাই শুনে ভেঙে পড়েছিল ৷" তাঁর পরবর্তী ছবি লাল সিং চাড্ডার প্রচারের জন্য তিনি এ সব বলছেন, লোকে এটা বলতে পারে ভেবে সেই সময় এ ব্যাপারে মুখ খোলেননি, জানালেন আমির ৷

সিনেমা ছেড়ে দেওয়া থেকে তাঁকে আটকায় তাঁর পরিবারই ৷ আমির (Aamir Khan latest updates) বলেন, "আমার সন্তানরা ও কিরণজি আমায় বোঝাল যে আমি ভুল করছি ৷ কিরণ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বলে যে আমার অন্তঃস্থলে ফিল্মের বাস ৷ কাজেই সেই দু‘বছরে অনেক কিছু হয়ে গিয়েছে ৷ আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলাম ৷ এরপর আবার ফিরে আসি ৷"

আরও পড়ুন: আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ

তিনি মদ্যপানও ছেড়ে দিয়েছেন বলে জানালেন আমির খান ৷ বললেন, "আমার 37 বছর বয়সে অ্যালকোহল সেবন শুরু করি ৷ তবে সেটির উপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না দেখে মদ্যপান ছেড়ে দিয়েছি ৷ এটা স্বাস্থ্যের পক্ষেও ভাল নয় ৷"

কর্মক্ষেত্রে তাঁকে পরবর্তীতে দেখা যাবে লাল সিং চাড্ডাতে ৷ এই ছবিতে এখন পড়ছে শেষ তুলির টান ৷ আগামী 11 অগস্ট মুক্তি পাবে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.