মুম্বই, 3 জানুয়ারি: বাগদান হয়ে গেল কিংবদন্তি সঙ্গীত শিল্পী এআর রহমানের কন্যা খাতিজার (A R Rahman's daughter Khatija gets engaged)৷ তিনি নিজেই তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে এ খবর জানিয়েছেন ৷ শুধু তাই নয়, শেয়ার করেছেন তাঁর ফিয়ন্সের ছবিও ৷ জানিয়েছেন, তাঁর জীবনসঙ্গী হতে চলেছেন ভাবী উদ্যোগপতি তথা অডিয়ো ইঞ্জিনিয়ার রিয়াসদিন শায়িক মহম্মদ (Riyasdeen Shaik Mohamed)৷
খাতিজা (Khatija announces engagement) তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন, 29 ডিসেম্বর তাঁর বাগদান হয়েছে ৷ তাঁর ও তাঁর ফিয়ন্সের ছবি পোস্ট করে ক্যাপশনে খাতিজা লিখেছেন, "ঈশ্বরের আশীর্বাদে আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, একজন ভাবী উদ্যোগপতি ও উইজকিড অডিয়ো ইঞ্জিনিয়ার রিয়াসদিন শায়িক মহম্মদের সঙ্গে আমার বাগদান হয়েছে ৷ 29 ডিসেম্বর আমার জন্মদিনে পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে ৷"
আরও পড়ুন: করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন এ আর রহমান
এই পোস্টের কমেন্ট বিভাগে খাতিজার ফিয়ন্সে লিখেছেন, "আমার জীবনে তোমাকে পেয়ে কৃতজ্ঞ ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই খবর জানতে পেরে রহমান-কন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্র পরিচালক আনন্দ এল রাই ৷ তিনি লিখেছেন, "অভিনন্দন ৷ সবসময় শুভেচ্ছা জানাই ৷ আশীর্বাদধন্য থেকো ৷" শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আরও অনেক তারকা ৷
আরও পড়ুন: বোরখার মধ্যে দিয়ে স্বাধীনতা খুঁজে পায় খাতিজা : এ আর রহমান
নিজেও সঙ্গীত শিল্পী খাতিজা রহমান ৷ গত বছর কমেডি ড্রামা 'মিমি'-তে বাবারই সুরে একটি গান গেয়েছিলেন রহমান-কন্যা (A R Rahman's daughter)৷ কৃতী শ্যাননের ফিল্মে 'রক আ বাই বেবি' গানটি বেশ জনপ্রিয় হয়েছিল ৷ খাতিজা ছাড়াও আরও এক কন্যা রহিমা ও পুত্র আমীনের পিতা এআর রহমান ৷