ETV Bharat / sitara

দারুণ ব্যাডমিন্টন খেলতেন দিলীপ, স্মৃতিচারণায় শর্মিলা - দিলীপ কুমারের খবর

দিলীপ কুমার (Dilip Kumar) ব্যাডমিন্টন খুব ভাল খেলতেন ৷ খেলতে পারতেন দাবাও ৷ তাঁর মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা ছিল ৷ এমনই নানা কথা জানালেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ৷

A leader in crisis, Sharmila Tagore remembers Dilip Kumar
দারুণ ব্যাডমিন্টন খেলতেন দিলীপ কুমার, স্মৃতিচারণায় শর্মিলা
author img

By

Published : Jul 7, 2021, 6:19 PM IST

মুম্বই, 7 জুলাই : কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) সঙ্গে কাটানো নানা মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ৷ জানালেন, প্রয়াত অভিনেতার চরিত্রের নানা বৈশিষ্ট্য়ের কথা ৷

1972 সালে বিআর চোপড়ার থ্রিলার দাস্তাঁতে দিলীপ কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শর্মিলা ঠাকুর ৷ তিনি জানালেন, "সেই সময়ে ইন্ডাস্ট্রি খুবই সঙ্কটের মধ্যে ছিল ৷ হয় ভূমিকম্প, নয়তো খরা অথবা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয় হয়েই চলছিল ৷ গোটা ইন্ডাস্ট্রি একত্র হয়ে টাকা সংগ্রহ করেছিল ৷ আমার মনে আছে, ইউসুফ সাহেব এই সব কাজে নেতৃত্বে দিতেন ৷ তিনি সত্যিই একজন নেতা ছিলেন ৷"

আরও পড়ুন: বলিউডের ট্র্যাজেডি কিং, জোয়ার ভাটার মতো ছিল প্রেমজীবন

দিলীপ কুমারের কথা বলতে গিয়ে শর্মিলা আরও বলেন, "অনেকবার বাড়িতে আমরা বৈঠক করতাম ৷ রাজেন্দ্র কুমার, ধর্মেন্দ্র, শশী কাপুর, সাধনা-সহ বড় বড় স্টাররা থাকতেন...তিনি বৈঠকে নেতৃত্ব দিতেন ৷ আমরা সবাই তাঁর কথা শুনতেন ৷ তাঁর সেই ক্ষমতাটা ছিল ৷"

আরও পড়ুন: একটা প্রতিষ্ঠানের অবসান, দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

দেবদাস স্টারকে ইন্ডাস্ট্রিতে সবাই সমীহ করে চলত বলে জানিয়ে শর্মিলা বলেন, "আমার মনে আছে, যখন দাস্তাঁ করছি, বিআর চোপড়ার বাড়ির পেছনে একটা ইন্ডোর ব্যাডমিন্টন কোর্ট ছিল ৷ আমরা সেখানে খেলতাম ৷ একবার তাঁর সঙ্গে খেলার চেষ্টা করেছিলাম ৷ কিন্তু তিনি দারুণ খেলতেন ৷ তিনি দাবা ও ব্যাডমিন্টন খেলতে পারতেন ৷ ক্রিকেট পছন্দ করতেন ৷ অভিনয়ের বাইরেও অনেক কিছু নিয়ে কথা বলতে পারতেন ৷"

আরও পড়ুন: জন্ম পেশোয়ারে, দিলীপ কুমারই বলিউডের প্রথম খান

তাঁর ডেবিউ ফিল্ম কাশ্মীর কি কলিতে অভিনয়ের জন্য শর্মিলা যখন প্রথম মুম্বইতে যান, তখনই তিনি প্রথম দেখেন দিলীপ কুমারকে ৷ 76 বছরের অভিনেত্রী জানালেন, "তিনি কিংবদন্তি ছিলেন ৷ তাঁকে দেখার খুব ইচ্ছে ছিল ৷ সৌভাগ্যবশত, তাঁর বোন সাইদার সঙ্গে আমার দেখা হয় আর আমরা বন্ধু হয়ে যাই ৷ একদিন তিনি আমায় তাঁর দাদার সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছিলেন ৷ তাঁদের বাড়িতে যাই ৷ দিলীপ সাহেব বলেন, তিনি আমায় সত্যজিৎ রায়ের ফিল্মে দেখেছেন ৷ আমার অভিনয় তিনি খুব পছন্দ করেন ৷"

মুম্বই, 7 জুলাই : কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) সঙ্গে কাটানো নানা মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ৷ জানালেন, প্রয়াত অভিনেতার চরিত্রের নানা বৈশিষ্ট্য়ের কথা ৷

1972 সালে বিআর চোপড়ার থ্রিলার দাস্তাঁতে দিলীপ কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শর্মিলা ঠাকুর ৷ তিনি জানালেন, "সেই সময়ে ইন্ডাস্ট্রি খুবই সঙ্কটের মধ্যে ছিল ৷ হয় ভূমিকম্প, নয়তো খরা অথবা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয় হয়েই চলছিল ৷ গোটা ইন্ডাস্ট্রি একত্র হয়ে টাকা সংগ্রহ করেছিল ৷ আমার মনে আছে, ইউসুফ সাহেব এই সব কাজে নেতৃত্বে দিতেন ৷ তিনি সত্যিই একজন নেতা ছিলেন ৷"

আরও পড়ুন: বলিউডের ট্র্যাজেডি কিং, জোয়ার ভাটার মতো ছিল প্রেমজীবন

দিলীপ কুমারের কথা বলতে গিয়ে শর্মিলা আরও বলেন, "অনেকবার বাড়িতে আমরা বৈঠক করতাম ৷ রাজেন্দ্র কুমার, ধর্মেন্দ্র, শশী কাপুর, সাধনা-সহ বড় বড় স্টাররা থাকতেন...তিনি বৈঠকে নেতৃত্ব দিতেন ৷ আমরা সবাই তাঁর কথা শুনতেন ৷ তাঁর সেই ক্ষমতাটা ছিল ৷"

আরও পড়ুন: একটা প্রতিষ্ঠানের অবসান, দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

দেবদাস স্টারকে ইন্ডাস্ট্রিতে সবাই সমীহ করে চলত বলে জানিয়ে শর্মিলা বলেন, "আমার মনে আছে, যখন দাস্তাঁ করছি, বিআর চোপড়ার বাড়ির পেছনে একটা ইন্ডোর ব্যাডমিন্টন কোর্ট ছিল ৷ আমরা সেখানে খেলতাম ৷ একবার তাঁর সঙ্গে খেলার চেষ্টা করেছিলাম ৷ কিন্তু তিনি দারুণ খেলতেন ৷ তিনি দাবা ও ব্যাডমিন্টন খেলতে পারতেন ৷ ক্রিকেট পছন্দ করতেন ৷ অভিনয়ের বাইরেও অনেক কিছু নিয়ে কথা বলতে পারতেন ৷"

আরও পড়ুন: জন্ম পেশোয়ারে, দিলীপ কুমারই বলিউডের প্রথম খান

তাঁর ডেবিউ ফিল্ম কাশ্মীর কি কলিতে অভিনয়ের জন্য শর্মিলা যখন প্রথম মুম্বইতে যান, তখনই তিনি প্রথম দেখেন দিলীপ কুমারকে ৷ 76 বছরের অভিনেত্রী জানালেন, "তিনি কিংবদন্তি ছিলেন ৷ তাঁকে দেখার খুব ইচ্ছে ছিল ৷ সৌভাগ্যবশত, তাঁর বোন সাইদার সঙ্গে আমার দেখা হয় আর আমরা বন্ধু হয়ে যাই ৷ একদিন তিনি আমায় তাঁর দাদার সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছিলেন ৷ তাঁদের বাড়িতে যাই ৷ দিলীপ সাহেব বলেন, তিনি আমায় সত্যজিৎ রায়ের ফিল্মে দেখেছেন ৷ আমার অভিনয় তিনি খুব পছন্দ করেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.