ETV Bharat / sitara

67th National Film Awards: জাতীয় পুরস্কার নিয়ে গুমনামী টিমকে কুর্নিশ সৃজিতের - 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

নয়াদিল্লিতে বিজ্ঞান ভবনে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ৷ সেরা বাংলা ছবি ও সেরা চিত্রনাট্য দুটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে গুমনামী (Gumnaami) ৷

67th National Film Awards: Srijit Mukherjee receives award for Gumnaami in Best Adapted Screenplay and Best Bengali Film category
গুমনামীর জন্য জাতীয় পুরস্কার গ্রহণ সৃজিতের
author img

By

Published : Oct 25, 2021, 1:59 PM IST

Updated : Oct 25, 2021, 2:22 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর: এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উজ্জ্বল উপস্থিতি বাংলার ৷ দুটি বিভাগে জাতীয় পুরস্কার পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত গুমনামী (Gumnaami) ৷ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) হাতে আজ পুরস্কার তুলে দিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ টুইটে সেই স্বর্ণালী অভিজ্ঞতার ছবি পোস্ট করার পরই সৃজিতের পাতা বানভাসি হয়েছে অভিনন্দনে ৷

সৃজিত মুখোপাধ্যায়ের গুমনামী সেরা বাংলা ছবি ও সেরা চিত্রনাট্য দুটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে ৷ টুইটে পুরস্কার ও এই সম্মান গ্রহণের ছবির কোলাজ পোস্ট করেছেন স্বয়ং পরিচালক ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "67তম জাতীয় পুরস্কার ৷ গুমনামী জিতেছে সেরা চিত্রনাট্য ও সেরা বাংলা ছবির পুরস্কার ৷ এটা ব্যক্তিগত পঞ্চম জাতীয় পুরস্কার ও দলের জন্য দশম ৷ ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ ৷"

  • 67th National Awards. #Gumnaami wins Best Adapted Screenplay and Best Bengali Film. 5th individual National Award, 10th for the Team. Congrats to all and thank you for all the love. pic.twitter.com/wHnOE34bxa

    — Srijit Mukherji (@srijitspeaketh) October 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 67th National Film Awards : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনী, জাতীয় পুরস্কার গ্রহণ কঙ্গনা-মনোজ-ধনুশদের

2019 সালে তৈরি সৃজিত মুখোপাধ্যায়ের এই ফিল্ম ৷ এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে ।

SVF প্রযোজিত এই থ্রিলারে গুমনামী বাবাকে ঘিরে তৈরি মিথকে আবিষ্কার করা হয়েছে । গুজব ছড়ায় 1970 সালে উত্তরপ্রদেশে গুমনামী বাবার ছদ্মবেশে লুকিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস । সেই গল্পেরই বর্ণনা রয়েছে এই ফিল্মে ৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবিটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে । এই ফিল্মে তুলে ধরা হয়েছে মুখার্জি কমিশনের অধিবেশনের প্রেক্ষাপট ।

67th National Film Awards: Srijit Mukherjee receives award for Gumnaami in Best Adapted Screenplay and Best Bengali Film category
গুমনামী

আরও পড়ুন: National Film Awards: ছিছোরের জাতীয় পুরস্কার সুশান্তকেই উৎসর্গ করলেন পরিচালক

জাতীয় পুরস্কার পেয়েছে প্রসেনজিতের আরও একটি ছবি জ্যেষ্ঠপুত্রও ৷ কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত জ্যেষ্ঠপুত্র দুটি বিভাগে জাতীয় পুরস্কার পায় ৷ সেরা স্ক্রিনপ্লে বিভাগে পুরস্কার গিয়েছে পরিচালকের ঝুলিতে ৷ আবার এই ছবির জন্যই সেরা সঙ্গীত পরিচালনায় পুরস্কার পেয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ৷

নয়াদিল্লি, 25 অক্টোবর: এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উজ্জ্বল উপস্থিতি বাংলার ৷ দুটি বিভাগে জাতীয় পুরস্কার পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) অভিনীত গুমনামী (Gumnaami) ৷ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) হাতে আজ পুরস্কার তুলে দিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ টুইটে সেই স্বর্ণালী অভিজ্ঞতার ছবি পোস্ট করার পরই সৃজিতের পাতা বানভাসি হয়েছে অভিনন্দনে ৷

সৃজিত মুখোপাধ্যায়ের গুমনামী সেরা বাংলা ছবি ও সেরা চিত্রনাট্য দুটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে ৷ টুইটে পুরস্কার ও এই সম্মান গ্রহণের ছবির কোলাজ পোস্ট করেছেন স্বয়ং পরিচালক ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "67তম জাতীয় পুরস্কার ৷ গুমনামী জিতেছে সেরা চিত্রনাট্য ও সেরা বাংলা ছবির পুরস্কার ৷ এটা ব্যক্তিগত পঞ্চম জাতীয় পুরস্কার ও দলের জন্য দশম ৷ ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ ৷"

  • 67th National Awards. #Gumnaami wins Best Adapted Screenplay and Best Bengali Film. 5th individual National Award, 10th for the Team. Congrats to all and thank you for all the love. pic.twitter.com/wHnOE34bxa

    — Srijit Mukherji (@srijitspeaketh) October 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 67th National Film Awards : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনী, জাতীয় পুরস্কার গ্রহণ কঙ্গনা-মনোজ-ধনুশদের

2019 সালে তৈরি সৃজিত মুখোপাধ্যায়ের এই ফিল্ম ৷ এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে ।

SVF প্রযোজিত এই থ্রিলারে গুমনামী বাবাকে ঘিরে তৈরি মিথকে আবিষ্কার করা হয়েছে । গুজব ছড়ায় 1970 সালে উত্তরপ্রদেশে গুমনামী বাবার ছদ্মবেশে লুকিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস । সেই গল্পেরই বর্ণনা রয়েছে এই ফিল্মে ৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবিটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে । এই ফিল্মে তুলে ধরা হয়েছে মুখার্জি কমিশনের অধিবেশনের প্রেক্ষাপট ।

67th National Film Awards: Srijit Mukherjee receives award for Gumnaami in Best Adapted Screenplay and Best Bengali Film category
গুমনামী

আরও পড়ুন: National Film Awards: ছিছোরের জাতীয় পুরস্কার সুশান্তকেই উৎসর্গ করলেন পরিচালক

জাতীয় পুরস্কার পেয়েছে প্রসেনজিতের আরও একটি ছবি জ্যেষ্ঠপুত্রও ৷ কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত জ্যেষ্ঠপুত্র দুটি বিভাগে জাতীয় পুরস্কার পায় ৷ সেরা স্ক্রিনপ্লে বিভাগে পুরস্কার গিয়েছে পরিচালকের ঝুলিতে ৷ আবার এই ছবির জন্যই সেরা সঙ্গীত পরিচালনায় পুরস্কার পেয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ৷

Last Updated : Oct 25, 2021, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.