ETV Bharat / sitara

আর্টিস্ট ফোরামের বিভিন্ন পদ থেকে ইস্তফা 4 জনের

আর্টিস্ট ফোরামের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলেন চারজন । সেই তালিকায় রয়েছেন জয়েন্ট সেক্রেটারি সপ্তর্ষি রায়, অ্যাসিসট্যান্ট ট্রেজ়ারার সোহম বন্দ্যোপাধ্যায়, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি রানা মিত্র এবং এগজ়িকিউটিভ সদস্য সাগ্নিক ।

asd
asd
author img

By

Published : Jun 12, 2020, 8:00 PM IST

কলকাতা : ফাটল আর্টিস্ট ফোরামের অন্দরে । ফোরামের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলেন চারজন । তার মধ্যে রয়েছেন জয়েন্ট সেক্রেটারি সপ্তর্ষি রায়, অ্যাসিসট্যান্ট ট্রেজ়ারার সোহম বন্দ্যোপাধ্যায়, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি রানা মিত্র এবং এগজ়িকিউটিভ সদস্য সাগ্নিক । আর এ নিয়ে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায় ।

sdf
সপ্তর্ষি রায়

10 জুন শোনা গিয়েছিল যে আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতির পদ থেকে নাকি ইস্তফা দিতে চলেছেন শংকর চক্রবর্তী । সেই জল্পনায় জল ঢেলে পদত্যাগ করছেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি । এরপর ওই দিনই শুটিং শুরু করানো নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের বিজয়গড়ের অফিসে বৈঠকও করেন । সেখানেই 11 জুন থেকে শুটিং শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় । সেই মতো গতকাল থেকেই পুরোদমে শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং । এদিকে 10 জুনই ফোরামের বিভিন্ন পদ থেকে ইস্তফা দেন চারজন । যার খবর পাননি কেউই ।

ে্িু
সোহম বন্দ্যোপাধ্যায়

এ প্রসঙ্গে ETV ভারতকে সপ্তর্ষি রায় বলেন, "এখনই এর কারণ বলা যাবে না । আমরা একটু ধাতস্থ হয়ে নিই । মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে গিয়েছি । তারপর সব আপনাদের জানাব ।" তবে মত পার্থক্যের কারণেই এই ইস্তফা বলে জানিয়েছেন তিনি । বলেন, "এই পার্থক্যগুলো মেনে নেওয়া গেল না । এটা ন্যায়-নীতির প্রশ্ন । সেই কারণেই ইস্তফা দিতে বাধ্য হলাম ।"

sdf
রানা মিত্র

তিনি আরও বলেন, "এতকাল যে ফোরামের জন্যে কাজ করেছি, ইন্ডাস্ট্রির জন্যে কাজ করেছি সেই ফোরামের বিরুদ্ধে যে কুৎসা ছড়াব, তাও নয় । আমরা তো এখনও ফোরামের সাধারণ মেম্বার হয়ে আছি । মতোবিরোধ হয়েছে । তাই ফোরামের ভালোর জন্য, ইন্ডাস্ট্রির ভালোর জন্য এই ইস্তফা । আমাদের নির্বাচন করে তাঁরা নিয়ে এসেছেন, তাঁদের হয়ে কাজ করার জন্য । তাঁদের স্বাস্থ্যসুরক্ষা, সমান অধিকার - এগুলো যাতে ঠিকঠাক বজায় থাকে, সেটা দেখা আমাদের কর্তব্য । কিন্তু সেই কাজটাই অনেকদিন ধরেই সঠিকভাবে করতে পারছিলাম না । সেটা এখন এমন জায়গায় দাঁড়াল, যে আমাদের পক্ষ্যে আর সে বিষয়গুলো মেনে নেওয়া সম্ভব হল না ।"

কলকাতা : ফাটল আর্টিস্ট ফোরামের অন্দরে । ফোরামের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিলেন চারজন । তার মধ্যে রয়েছেন জয়েন্ট সেক্রেটারি সপ্তর্ষি রায়, অ্যাসিসট্যান্ট ট্রেজ়ারার সোহম বন্দ্যোপাধ্যায়, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি রানা মিত্র এবং এগজ়িকিউটিভ সদস্য সাগ্নিক । আর এ নিয়ে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায় ।

sdf
সপ্তর্ষি রায়

10 জুন শোনা গিয়েছিল যে আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতির পদ থেকে নাকি ইস্তফা দিতে চলেছেন শংকর চক্রবর্তী । সেই জল্পনায় জল ঢেলে পদত্যাগ করছেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি । এরপর ওই দিনই শুটিং শুরু করানো নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের বিজয়গড়ের অফিসে বৈঠকও করেন । সেখানেই 11 জুন থেকে শুটিং শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় । সেই মতো গতকাল থেকেই পুরোদমে শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং । এদিকে 10 জুনই ফোরামের বিভিন্ন পদ থেকে ইস্তফা দেন চারজন । যার খবর পাননি কেউই ।

ে্িু
সোহম বন্দ্যোপাধ্যায়

এ প্রসঙ্গে ETV ভারতকে সপ্তর্ষি রায় বলেন, "এখনই এর কারণ বলা যাবে না । আমরা একটু ধাতস্থ হয়ে নিই । মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে গিয়েছি । তারপর সব আপনাদের জানাব ।" তবে মত পার্থক্যের কারণেই এই ইস্তফা বলে জানিয়েছেন তিনি । বলেন, "এই পার্থক্যগুলো মেনে নেওয়া গেল না । এটা ন্যায়-নীতির প্রশ্ন । সেই কারণেই ইস্তফা দিতে বাধ্য হলাম ।"

sdf
রানা মিত্র

তিনি আরও বলেন, "এতকাল যে ফোরামের জন্যে কাজ করেছি, ইন্ডাস্ট্রির জন্যে কাজ করেছি সেই ফোরামের বিরুদ্ধে যে কুৎসা ছড়াব, তাও নয় । আমরা তো এখনও ফোরামের সাধারণ মেম্বার হয়ে আছি । মতোবিরোধ হয়েছে । তাই ফোরামের ভালোর জন্য, ইন্ডাস্ট্রির ভালোর জন্য এই ইস্তফা । আমাদের নির্বাচন করে তাঁরা নিয়ে এসেছেন, তাঁদের হয়ে কাজ করার জন্য । তাঁদের স্বাস্থ্যসুরক্ষা, সমান অধিকার - এগুলো যাতে ঠিকঠাক বজায় থাকে, সেটা দেখা আমাদের কর্তব্য । কিন্তু সেই কাজটাই অনেকদিন ধরেই সঠিকভাবে করতে পারছিলাম না । সেটা এখন এমন জায়গায় দাঁড়াল, যে আমাদের পক্ষ্যে আর সে বিষয়গুলো মেনে নেওয়া সম্ভব হল না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.