ETV Bharat / sitara

বন্ধ হবে না সিঙ্গল স্ক্রিন, সার্ভিস চার্জ বৃদ্ধির দাবি মানল সরকার

author img

By

Published : Jul 12, 2019, 7:00 PM IST

Updated : Jul 15, 2019, 5:37 PM IST

সরকারের কাছে সার্ভিস চার্জ বাড়ানোর দাবি জানিয়েছিল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ইম্পা। সেই দাবি মেনে না নিলে ১৯ তারিখ থেকে সমস্ত সিঙ্গল স্ক্রিন বন্ধ করার কথা বলেছিল তারা। তবে আপাতত আংশিক ভাবে তাদের দাবি মেনে নিল রাজ্য সরকার। ফলে বন্ধ হচ্ছে না সিঙ্গল স্ক্রিন।

টলিউড

কলকাতা : টিকিটের মূল্য না বাড়িয়ে সার্ভিস চার্জের বন্টনে একটু পরিবর্তন আনার দাবি ছিল ইম্পার। বর্তমানে সিঙ্গল স্ক্রিনে সার্ভিস চার্জের হার দু'টাকা-আড়াই টাকা-তিন টাকা। সেটা বাড়িয়ে পাঁচ টাকা-সাত টাকা ও দশ টাকা করার দাবি জানিয়েছিল ইম্পা। অতটা না হলেও রাজ্য সরকার কিছুটা সহায় হয়েছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সিঙ্গল স্ক্রিনগুলোর জন্য সার্ভিস চার্জের হার হবে তিন টাকা-চার টাকা-পাঁচ টাকা। ফলে ১৯ তারিখ থেকে বন্ধ হচ্ছে না সিনেমা হল।

এই প্রসঙ্গে আজ ইম্পার সদর দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন হয়। সেখানেই সংস্থার সভাপতি পিয়া সেনগুপ্ত ও এক্সিবিটার্স কমিটির প্রধান রতন সাহা সাংবাদিকদের এই বিষয়ে অবগত করেন।

শুনে নিন পিয়া সেনগুপ্তর বক্তব্য়

কলকাতা : টিকিটের মূল্য না বাড়িয়ে সার্ভিস চার্জের বন্টনে একটু পরিবর্তন আনার দাবি ছিল ইম্পার। বর্তমানে সিঙ্গল স্ক্রিনে সার্ভিস চার্জের হার দু'টাকা-আড়াই টাকা-তিন টাকা। সেটা বাড়িয়ে পাঁচ টাকা-সাত টাকা ও দশ টাকা করার দাবি জানিয়েছিল ইম্পা। অতটা না হলেও রাজ্য সরকার কিছুটা সহায় হয়েছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সিঙ্গল স্ক্রিনগুলোর জন্য সার্ভিস চার্জের হার হবে তিন টাকা-চার টাকা-পাঁচ টাকা। ফলে ১৯ তারিখ থেকে বন্ধ হচ্ছে না সিনেমা হল।

এই প্রসঙ্গে আজ ইম্পার সদর দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন হয়। সেখানেই সংস্থার সভাপতি পিয়া সেনগুপ্ত ও এক্সিবিটার্স কমিটির প্রধান রতন সাহা সাংবাদিকদের এই বিষয়ে অবগত করেন।

শুনে নিন পিয়া সেনগুপ্তর বক্তব্য়
Intro:রাজ্য সরকারের হস্তক্ষেপে 19 তারিখ থেকে প্রস্তাবিত সিঙ্গেল স্ক্রিন ধর্মঘট বাতিল

অমিত চক্রবর্তী,কলকাতা: গত এক বছর ধরে এক্সিবিতর্স দের তরফ থেকে দাবি জানানো হয়ে আসছিল যে বর্তমানে যে হারে তারা সার্ভিস চার্জ পাচ্ছেন তাতে আর কোনভাবেই সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল কে ধরে রাখা সম্ভব নয়। বর্তমানে সিঙ্গেল স্ক্রিনে যে সার্ভিস চার্জ হাড় রয়েছে সেটি হল দু টাকা,আড়াই টাকা ও তিন টাকা। কিন্তু এই বিষয় নিয়ে ইম্পার তরফ থেকে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয় যে, এই চার্জ কে বাড়িয়ে 5 টাকা, 7 টাকা ও 10 টাকা করতে হবে। কিন্তু রাজ্য সরকার কোনভাবেই সে বিষয়ে মানতে চায় না। গত 11 ই জুলাই এই বিষয়ে ইম্পার ডাকা সাংবাদিক সম্মেলনে, আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন এর উপস্থিতিতে, রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছিল যে, আগামী 7 দিনের মধ্যে তাদের দাবি মতো সার্ভিস চার্জ বাড়ানোর না হলে, তারা 19 তারিখ থেকে সমস্ত সিঙ্গেল স্ক্রিন কে বন্ধ করে দেবেন। কিন্তু গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে, ইম্পা তরফ থেকে সার্ভিস চার্জ বাড়ানোর যে দাবি জানানো হয়েছিল, তা আংশিকভাবে মেনে নেওয়া হয়েছে। ইম্পা তরফ থেকে যে 5,7 ও 10 টাকা দাবি জানানো হয়েছিল সেটা সরকার 3,4 ও 5 টাকা বাড়িয়েছে। তাই আগামী 19 তারিখ থেকে রাজ্যের কোন সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হচ্ছে না। এ বিষয়ে আজ,ইম্পা সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি পিয়া সেনগুপ্ত ও এক্সিবিতর্স কমিটির প্রধান রতন সাহা সাংবাদিকদের এ বিষয়ে অবগত করেন।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jul 15, 2019, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.