কলকাতা : টিকিটের মূল্য না বাড়িয়ে সার্ভিস চার্জের বন্টনে একটু পরিবর্তন আনার দাবি ছিল ইম্পার। বর্তমানে সিঙ্গল স্ক্রিনে সার্ভিস চার্জের হার দু'টাকা-আড়াই টাকা-তিন টাকা। সেটা বাড়িয়ে পাঁচ টাকা-সাত টাকা ও দশ টাকা করার দাবি জানিয়েছিল ইম্পা। অতটা না হলেও রাজ্য সরকার কিছুটা সহায় হয়েছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সিঙ্গল স্ক্রিনগুলোর জন্য সার্ভিস চার্জের হার হবে তিন টাকা-চার টাকা-পাঁচ টাকা। ফলে ১৯ তারিখ থেকে বন্ধ হচ্ছে না সিনেমা হল।
এই প্রসঙ্গে আজ ইম্পার সদর দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন হয়। সেখানেই সংস্থার সভাপতি পিয়া সেনগুপ্ত ও এক্সিবিটার্স কমিটির প্রধান রতন সাহা সাংবাদিকদের এই বিষয়ে অবগত করেন।