ETV Bharat / sitara

'গালি বয়' অস্কারে মনোনীত হওয়ায় উত্তেজিত জ়োয়া - Siddhant Chaturvedi

'গালি বয়' অস্কারে মনোনীত হওয়ায় উত্তেজিত পরিচালক জ়োয়া আখতার । সকলকে ধন্যবাদ জানালেন অভিনেতা সিদ্ধান্ত চতুরবেদী ।

গালি বয়
author img

By

Published : Sep 22, 2019, 7:20 PM IST

মুম্বই : জ়োয়া আখতারের পরিচালনায় জনপ্রিয় ওয়েব সিরিজ় 'লাস্ট স্টোরিজ়' 2019 ইন্টারন্যাশনাল এম্মির জন্য মনোনীত হওয়ার পর এবার অস্কারের জন্য মনোনীত হয়েছে তাঁর পরিচালিত ছবি 'গালি বয়' ।

পরিচালক জ়োয়া বলেন, "গালি বয়ের অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি হওয়ায় আমি রোমাঞ্চিত ও কৃতজ্ঞ । এই বছরটা আমার জন্য খুব ভালো । আমাদের কাজ যে এত প্রতিক্রিয়া পাচ্ছে তাতে আমি আপ্লুত । লাস্ট স্টোরিজ় এম্মির জন্য মনোনীত হওয়ার পর এই খবরটা পাওয়া ক্রেজ়ি ।"

ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুরবেদী । তিনি বলেন, "আমার কাছে এটা একটা বড় মুহূর্ত । গত বছর ইনসাইড এজ এম্মির জন্য মনোনীত হয়েছিল । এবার গালি বয় 92 তম অ্যানুয়াল অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে ।"

আরও পড়ুন : অস্কারে মনোনীত ভারতীয় ছবি 'গালি বয়'

পরিচালক, রণবীর সিং ও পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন সিদ্ধান্ত । বলেন, "আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ । জ়োয়া আখতার, রণবীর সিং, গালি বয়ের পুরো টিমকে বিশেষ ধন্যবাদ । আমার খুশি শব্দতে বোঝানো যাবে না । ভালোবাসা ও কদর করার জন্য সকলকে ধন্যবাদ । আপনা টাইম আ গেয়া !!!"

মুম্বই : জ়োয়া আখতারের পরিচালনায় জনপ্রিয় ওয়েব সিরিজ় 'লাস্ট স্টোরিজ়' 2019 ইন্টারন্যাশনাল এম্মির জন্য মনোনীত হওয়ার পর এবার অস্কারের জন্য মনোনীত হয়েছে তাঁর পরিচালিত ছবি 'গালি বয়' ।

পরিচালক জ়োয়া বলেন, "গালি বয়ের অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি হওয়ায় আমি রোমাঞ্চিত ও কৃতজ্ঞ । এই বছরটা আমার জন্য খুব ভালো । আমাদের কাজ যে এত প্রতিক্রিয়া পাচ্ছে তাতে আমি আপ্লুত । লাস্ট স্টোরিজ় এম্মির জন্য মনোনীত হওয়ার পর এই খবরটা পাওয়া ক্রেজ়ি ।"

ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুরবেদী । তিনি বলেন, "আমার কাছে এটা একটা বড় মুহূর্ত । গত বছর ইনসাইড এজ এম্মির জন্য মনোনীত হয়েছিল । এবার গালি বয় 92 তম অ্যানুয়াল অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে ।"

আরও পড়ুন : অস্কারে মনোনীত ভারতীয় ছবি 'গালি বয়'

পরিচালক, রণবীর সিং ও পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন সিদ্ধান্ত । বলেন, "আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ । জ়োয়া আখতার, রণবীর সিং, গালি বয়ের পুরো টিমকে বিশেষ ধন্যবাদ । আমার খুশি শব্দতে বোঝানো যাবে না । ভালোবাসা ও কদর করার জন্য সকলকে ধন্যবাদ । আপনা টাইম আ গেয়া !!!"

Intro:Body:

Gully boy


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.