মুম্বই : অবশেষে আরও খানিকটা স্বস্তি পেল মোরানি পরিবার । কিছুদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন শাজ়া ও জ়োয়া । কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন শাজ়া । আর এবার বাড়ি ফিরলেন জ়োয়াও । তাঁরও পরীক্ষার রিপোর্ট এসেছে বলে জানা গিয়েছে ।
গত মাসেই শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন শাজ়া । তার কিছুদিন পরই 15 মার্চ রাজস্থান থেকে ফেরেন তাঁর বোন জ়োয়া । বাড়িতে ফেরার পর কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা । এর 12 দিনের মাথায় হঠাৎ জ়োয়ার শরীরের কোরোনার উপসর্গ দেখা যায় । তখনই পরীক্ষা করা হয় তাঁকে । কিন্তু, রিপোর্ট নেগেটিভ আসে । স্বাস্থ্য পরীক্ষা করা হয় শাজ়ার । শরীরে কোনও উপসর্গ দেখা না দিলেও রিপোর্টে জানা যায় যে তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন । তারপরই তড়িঘড়ি তাঁদের দু'জনকে মুম্বইয়ের দুটি হাসপাতালে ভরতি করা হয় । এরপর কোরোনায় আক্রান্ত হন করিম মোরানিও ।
হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । 4 দিনের মাথায় শাজ়ার রিপোর্ট নেগেটিভ আসে । শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি । এদিকে শনিবারই বরুণ ধাওয়ানের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে জ়োয়া জানান যে, তিনি এখন অনেকটা সুস্থ । এক দু'দিনের মধ্যেই হয়তো বাড়ি ফিরবেন । কোকিলাবেন হাসপাতালে ভরতি হওয়াটা তাঁর জীবনের অন্য়তম সঠিক সিদ্ধান্ত বলেও জানান তিনি । এর মধ্যে দু'দিন জ়োয়ার কোরোনা পরীক্ষা করা হয় । তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । এরপরই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি ।
![sdf](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/92664497_252151002638773_3852944878398837009_n_1304newsroom_1586746798_944.jpg)
হাসপাতাল থেকে ফিরে জ়োয়া বলেন, "হাসপাতালে যেভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁর খেয়াল রেখেছিল তার জন্য তিনি কৃতজ্ঞ । আমি সব সময় তাঁদের জন্য প্রার্থনা করব । বাড়িতে ফেরার আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারব না ।" পাশাপাশি মিডিয়া ও ফ্যানদের ধন্যবাদ জানান তিনি ।
![dsf](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/92790570_120213936298891_6977299309035319662_n_1304newsroom_1586746798_143.jpg)
এখন আপাতত বাড়িতেই 14দিন কোয়ারেন্টাইনে থাকবেন জ়োয়া ও শাজ়া ।
যদিও কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন করিম মোরানি । মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ।