ETV Bharat / sitara

শাজ়ার পর এবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন জ়োয়াও - zoa discharged from hospital

কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন জ়োয়া । বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে । সম্প্রতি কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি ।

df
fsd
author img

By

Published : Apr 13, 2020, 8:46 AM IST

মুম্বই : অবশেষে আরও খানিকটা স্বস্তি পেল মোরানি পরিবার । কিছুদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন শাজ়া ও জ়োয়া । কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন শাজ়া । আর এবার বাড়ি ফিরলেন জ়োয়াও । তাঁরও পরীক্ষার রিপোর্ট এসেছে বলে জানা গিয়েছে ।

গত মাসেই শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন শাজ়া । তার কিছুদিন পরই 15 মার্চ রাজস্থান থেকে ফেরেন তাঁর বোন জ়োয়া । বাড়িতে ফেরার পর কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা । এর 12 দিনের মাথায় হঠাৎ জ়োয়ার শরীরের কোরোনার উপসর্গ দেখা যায় । তখনই পরীক্ষা করা হয় তাঁকে । কিন্তু, রিপোর্ট নেগেটিভ আসে । স্বাস্থ্য পরীক্ষা করা হয় শাজ়ার । শরীরে কোনও উপসর্গ দেখা না দিলেও রিপোর্টে জানা যায় যে তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন । তারপরই তড়িঘড়ি তাঁদের দু'জনকে মুম্বইয়ের দুটি হাসপাতালে ভরতি করা হয় । এরপর কোরোনায় আক্রান্ত হন করিম মোরানিও ।

হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । 4 দিনের মাথায় শাজ়ার রিপোর্ট নেগেটিভ আসে । শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি । এদিকে শনিবারই বরুণ ধাওয়ানের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে জ়োয়া জানান যে, তিনি এখন অনেকটা সুস্থ । এক দু'দিনের মধ্যেই হয়তো বাড়ি ফিরবেন । কোকিলাবেন হাসপাতালে ভরতি হওয়াটা তাঁর জীবনের অন্য়তম সঠিক সিদ্ধান্ত বলেও জানান তিনি । এর মধ্যে দু'দিন জ়োয়ার কোরোনা পরীক্ষা করা হয় । তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । এরপরই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি ।

sdf
বরুণের সঙ্গে লাইভ (সৌ : ইনস্টাগ্রাম)

হাসপাতাল থেকে ফিরে জ়োয়া বলেন, "হাসপাতালে যেভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁর খেয়াল রেখেছিল তার জন্য তিনি কৃতজ্ঞ । আমি সব সময় তাঁদের জন্য প্রার্থনা করব । বাড়িতে ফেরার আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারব না ।" পাশাপাশি মিডিয়া ও ফ্যানদের ধন্যবাদ জানান তিনি ।

dsf
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর জ়োয়া (সৌ : ইনস্টাগ্রাম)

এখন আপাতত বাড়িতেই 14দিন কোয়ারেন্টাইনে থাকবেন জ়োয়া ও শাজ়া ।

যদিও কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন করিম মোরানি । মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ।

মুম্বই : অবশেষে আরও খানিকটা স্বস্তি পেল মোরানি পরিবার । কিছুদিন আগে কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন শাজ়া ও জ়োয়া । কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন শাজ়া । আর এবার বাড়ি ফিরলেন জ়োয়াও । তাঁরও পরীক্ষার রিপোর্ট এসেছে বলে জানা গিয়েছে ।

গত মাসেই শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন শাজ়া । তার কিছুদিন পরই 15 মার্চ রাজস্থান থেকে ফেরেন তাঁর বোন জ়োয়া । বাড়িতে ফেরার পর কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা । এর 12 দিনের মাথায় হঠাৎ জ়োয়ার শরীরের কোরোনার উপসর্গ দেখা যায় । তখনই পরীক্ষা করা হয় তাঁকে । কিন্তু, রিপোর্ট নেগেটিভ আসে । স্বাস্থ্য পরীক্ষা করা হয় শাজ়ার । শরীরে কোনও উপসর্গ দেখা না দিলেও রিপোর্টে জানা যায় যে তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন । তারপরই তড়িঘড়ি তাঁদের দু'জনকে মুম্বইয়ের দুটি হাসপাতালে ভরতি করা হয় । এরপর কোরোনায় আক্রান্ত হন করিম মোরানিও ।

হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । 4 দিনের মাথায় শাজ়ার রিপোর্ট নেগেটিভ আসে । শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি । এদিকে শনিবারই বরুণ ধাওয়ানের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে এসে জ়োয়া জানান যে, তিনি এখন অনেকটা সুস্থ । এক দু'দিনের মধ্যেই হয়তো বাড়ি ফিরবেন । কোকিলাবেন হাসপাতালে ভরতি হওয়াটা তাঁর জীবনের অন্য়তম সঠিক সিদ্ধান্ত বলেও জানান তিনি । এর মধ্যে দু'দিন জ়োয়ার কোরোনা পরীক্ষা করা হয় । তাঁর রিপোর্ট নেগেটিভ আসে । এরপরই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি ।

sdf
বরুণের সঙ্গে লাইভ (সৌ : ইনস্টাগ্রাম)

হাসপাতাল থেকে ফিরে জ়োয়া বলেন, "হাসপাতালে যেভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁর খেয়াল রেখেছিল তার জন্য তিনি কৃতজ্ঞ । আমি সব সময় তাঁদের জন্য প্রার্থনা করব । বাড়িতে ফেরার আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারব না ।" পাশাপাশি মিডিয়া ও ফ্যানদের ধন্যবাদ জানান তিনি ।

dsf
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর জ়োয়া (সৌ : ইনস্টাগ্রাম)

এখন আপাতত বাড়িতেই 14দিন কোয়ারেন্টাইনে থাকবেন জ়োয়া ও শাজ়া ।

যদিও কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন করিম মোরানি । মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি রয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.