ETV Bharat / sitara

"আমাদের চুপ করিয়ে দেওয়া এত সহজ?" কাশ্মীর ইশুতে সরব জ়ায়রা - জ়ায়রা ওয়াসিমের খবর

জাতীয় পুরস্কার বিজেতা অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম এবার মুখ খুললেন কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে । সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট ভাইরাল ।

Zaira Wasim on Kashmir Issue
Zaira Wasim on Kashmir Issue
author img

By

Published : Feb 5, 2020, 8:55 AM IST

মুম্বই : 2019 সালের অগাস্ট মাসে কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহার করার পর থেকে কেমন আছে কাশ্মীর ? নিজে কাশ্মীরের কন্যা হয়ে সেখানকার মানুষদের দুরবস্থার কথা তুলে ধরলেন জ়ায়রা ওয়াসিম ।

একটি সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে জ়ায়রা লিখেছেন, "আশা আর হতাশার মধ্য়ে সাফার করছে কাশ্মীর । দুঃখ আর অবসাদের মোড়কে শান্তির এক মিথ্যে আবহ তৈরি হয়ে রয়েছে । কাশ্মীরের মানুষ এমন এক দুনিয়ায় বাস করছে যেখানে কোনও নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া খুবই সহজ ।"

Zaira Wasim on Kashmir Issue
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া

সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে জ়ায়রা বলেছেন, "কেন আমরা এমন একটা পৃথিবীকে বাঁচবো, যেখানে আমাদের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করা হবে, নির্দেশ দেওয়া হবে ? আমাদের চুপ করিয়ে দেওয়া এত সহজ ? আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেন খর্ব করা হয়েছে ?"

মিডিয়ার দেওয়া তথ্য ও খবরকে বিশ্বাস না করার অনুরোধ করেছেন জ়ায়রা । সামনে আসা তথ্যকে ফের যাচাই করার কথা বলে অভিনেত্রী বলেছেন, "আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে, কতদিনের জন্য ? আমরা কেউ জানি না ।"

দেখে নিন জ়ায়রার পোস্ট...

মুম্বই : 2019 সালের অগাস্ট মাসে কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহার করার পর থেকে কেমন আছে কাশ্মীর ? নিজে কাশ্মীরের কন্যা হয়ে সেখানকার মানুষদের দুরবস্থার কথা তুলে ধরলেন জ়ায়রা ওয়াসিম ।

একটি সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে জ়ায়রা লিখেছেন, "আশা আর হতাশার মধ্য়ে সাফার করছে কাশ্মীর । দুঃখ আর অবসাদের মোড়কে শান্তির এক মিথ্যে আবহ তৈরি হয়ে রয়েছে । কাশ্মীরের মানুষ এমন এক দুনিয়ায় বাস করছে যেখানে কোনও নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া খুবই সহজ ।"

Zaira Wasim on Kashmir Issue
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া

সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে জ়ায়রা বলেছেন, "কেন আমরা এমন একটা পৃথিবীকে বাঁচবো, যেখানে আমাদের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করা হবে, নির্দেশ দেওয়া হবে ? আমাদের চুপ করিয়ে দেওয়া এত সহজ ? আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেন খর্ব করা হয়েছে ?"

মিডিয়ার দেওয়া তথ্য ও খবরকে বিশ্বাস না করার অনুরোধ করেছেন জ়ায়রা । সামনে আসা তথ্যকে ফের যাচাই করার কথা বলে অভিনেত্রী বলেছেন, "আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে, কতদিনের জন্য ? আমরা কেউ জানি না ।"

দেখে নিন জ়ায়রার পোস্ট...

Intro:Body:

"আমাদের চুপ করিয়ে দেওয়া এত সহজ?" কাশ্মীর ইশুতে সরব জ়ায়রা



জাতীয় পুরস্কার বিজেতা অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম এবার মুখ খুললেন কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে । সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট ভাইরাল ।



মুম্বই : 2019 সালের অগাস্ট মাসে কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহার করার পর থেকে কেমন আছে কাশ্মীর ? নিজে কাশ্মীরের কন্যা হয়ে সেখানকার মানুষদের দুরবস্থার কথা তুলে ধরলেন জ়ায়রা ওয়াসিম ।



একটি সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে জ়ায়রা লিখেছেন, "আশা আর হতাশার মধ্য়ে সাফার করছে কাশ্মীর । দুঃখ আর অবসাদের মোড়কে শান্তির এক মিথ্যে আবহ তৈরি হয়ে রয়েছে । কাশ্মীরের মানুষ এমন এক দুনিয়ায় বাস করছে যেখানে কোনও নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া খুবই সহজ ।"



সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে জ়ায়রা বলেছেন, "কেন আমরা এমন একটা পৃথিবীকে বাঁচবো, যেখানে আমাদের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করা হবে, নির্দেশ দেওয়া হবে ? আমাদের চুপ করিয়ে দেওয়া এত সহজ ? আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেন খর্ব করা হয়েছে ?"



মিডিয়ার দেওয়া তথ্য ও খবরকে বিশ্বাস না করার অনুরোধ করেছেন জ়ায়রা । সামনে আসা তথ্যকে ফের যাচাই করার কথা বলে অভিনেত্রী বলেছেন, "আমাদের কণ্ঠ রোধ করা হয়েছে, কতদিনের জন্য ? আমরা কেউ জানি না ।"



দেখে নিন জ়ায়রার পোস্ট...




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.