মুম্বই 12 মার্চ :বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের নতুন ছবি 'আ থার্স ডে' শুটিং শুরু হয়ে গেছে ৷ বহু প্রতীক্ষিত এই ছবিটির পরিচালনার রয়েছেন বেহজাদ খামবাতা ৷
ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে আরএসভিপি ৷ তারাই সোশাল মিডিয়াতে শেয়ার করেছে এই খবরটি ৷
এই ছবিটিতে ইয়ামি গৌতমকে দেখা যেতে চলেছে একজন স্কুল শিক্ষিকার ভূমিকায় ৷ চরিত্রটিতে যে যথাযথ লাগবে ইয়ামিকে সে কথা বলার অপেক্ষা রাখে না ৷ এই ছবিতে যে একটু আলাদা রকমের চরিত্রে নায়িকা নতুন চমক রাখতে চলেছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷
![latest news of Yami Gautam](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10981395_yamijpg.jpg)
'বাদলাপুর' হোক বা 'ভিকি ডনার' অথবা 'উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক' সব ছবিতেই ইয়ামির মার্জিত অভিনয় দর্শকের কাছে তাঁকে বিশেষ গ্রহণযোগ্য করে তুলেছে ৷