ETV Bharat / sitara

বৃহস্পতি তুঙ্গে ইয়ামির - 'অ্যা থার্স ডে' ছবি

বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের নতুন ছবি 'আ থার্স ডে'র শুরু হয়ে গেছে শুটিং ৷ এই ছবিতে অভিনয়ে করতে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, সহ অতুল কুলকারনি, নেহা ধুপিয়া ও মায়া সরাওকে ৷

latest news of Yami Gautam
latest news of Yami Gautam
author img

By

Published : Mar 12, 2021, 10:58 PM IST

মুম্বই 12 মার্চ :বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের নতুন ছবি 'আ থার্স ডে' শুটিং শুরু হয়ে গেছে ৷ বহু প্রতীক্ষিত এই ছবিটির পরিচালনার রয়েছেন বেহজাদ খামবাতা ৷

ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে আরএসভিপি ৷ তারাই সোশাল মিডিয়াতে শেয়ার করেছে এই খবরটি ৷

এই ছবিটিতে ইয়ামি গৌতমকে দেখা যেতে চলেছে একজন স্কুল শিক্ষিকার ভূমিকায় ৷ চরিত্রটিতে যে যথাযথ লাগবে ইয়ামিকে সে কথা বলার অপেক্ষা রাখে না ৷ এই ছবিতে যে একটু আলাদা রকমের চরিত্রে নায়িকা নতুন চমক রাখতে চলেছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷

latest news of Yami Gautam
ইয়ামি

'বাদলাপুর' হোক বা 'ভিকি ডনার' অথবা 'উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক' সব ছবিতেই ইয়ামির মার্জিত অভিনয় দর্শকের কাছে তাঁকে বিশেষ গ্রহণযোগ্য করে তুলেছে ৷

মুম্বই 12 মার্চ :বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের নতুন ছবি 'আ থার্স ডে' শুটিং শুরু হয়ে গেছে ৷ বহু প্রতীক্ষিত এই ছবিটির পরিচালনার রয়েছেন বেহজাদ খামবাতা ৷

ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে আরএসভিপি ৷ তারাই সোশাল মিডিয়াতে শেয়ার করেছে এই খবরটি ৷

এই ছবিটিতে ইয়ামি গৌতমকে দেখা যেতে চলেছে একজন স্কুল শিক্ষিকার ভূমিকায় ৷ চরিত্রটিতে যে যথাযথ লাগবে ইয়ামিকে সে কথা বলার অপেক্ষা রাখে না ৷ এই ছবিতে যে একটু আলাদা রকমের চরিত্রে নায়িকা নতুন চমক রাখতে চলেছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷

latest news of Yami Gautam
ইয়ামি

'বাদলাপুর' হোক বা 'ভিকি ডনার' অথবা 'উরি:দ্য সার্জিক্যাল স্ট্রাইক' সব ছবিতেই ইয়ামির মার্জিত অভিনয় দর্শকের কাছে তাঁকে বিশেষ গ্রহণযোগ্য করে তুলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.