ETV Bharat / sitara

স্টারডম ভুলে পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন ইয়ামি - ইয়ামি গৌতমের শুটিং

হিমাচলপ্রদেশের মনোরম পরিবেশে গাড়িতে করে ঘুরতে চাননি ইয়ামি গৌতম । তাই প্যাকআপের পর গাড়িতে নয়, হেঁটে হেঁটেই পাহাড়ি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী ।

yami gautam ditched car ride
yami gautam ditched car ride
author img

By

Published : Nov 6, 2020, 7:34 AM IST

হিমাচলপ্রদেশ : 'ভূত পুলিশ'-এর শুটিং করতে হিমাচলপ্রদেশে ইয়ামি গৌতম । সেখানকার মনোরম পরিবেশে বিহ্বল হয়ে পড়েছেন অভিনেত্রী । প্রকৃতির কোলে যেন স্বপ্ন বুনছেন তিনি ।

তাই প্যাকআপের পর গাড়িতে নয়, পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়ালেন ইয়ামি । এমন পরিবেশ, এমন আবহাওয়া, এমন প্রাকৃতিক হাতছানিকে উপেক্ষা করতে পারেন তিনি ?

দু'টি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি । প্রথম ভিডিয়োয় মাস্ক পরেননি ইয়ামি । এমন পরিবেশে মাস্ক পরে তিনি নিজেকে এক ইঞ্চিও অবরুদ্ধ রাখতে চান না । তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন 'বালা' অভিনেত্রী ।

"অনুভূতিটা লিখে প্রকাশ করতে পারব না", লিখেছেন ইয়ামি । দেখে নিন তাঁর পোস্ট...

পবন কৃপালনি পরিচালিত 'ভূত পুলিশ' ছবিতে ইয়ামি ছাড়াও রয়েছেন সইফ আলি খান, অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ় ।

হিমাচলপ্রদেশ : 'ভূত পুলিশ'-এর শুটিং করতে হিমাচলপ্রদেশে ইয়ামি গৌতম । সেখানকার মনোরম পরিবেশে বিহ্বল হয়ে পড়েছেন অভিনেত্রী । প্রকৃতির কোলে যেন স্বপ্ন বুনছেন তিনি ।

তাই প্যাকআপের পর গাড়িতে নয়, পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়ালেন ইয়ামি । এমন পরিবেশ, এমন আবহাওয়া, এমন প্রাকৃতিক হাতছানিকে উপেক্ষা করতে পারেন তিনি ?

দু'টি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি । প্রথম ভিডিয়োয় মাস্ক পরেননি ইয়ামি । এমন পরিবেশে মাস্ক পরে তিনি নিজেকে এক ইঞ্চিও অবরুদ্ধ রাখতে চান না । তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন 'বালা' অভিনেত্রী ।

"অনুভূতিটা লিখে প্রকাশ করতে পারব না", লিখেছেন ইয়ামি । দেখে নিন তাঁর পোস্ট...

পবন কৃপালনি পরিচালিত 'ভূত পুলিশ' ছবিতে ইয়ামি ছাড়াও রয়েছেন সইফ আলি খান, অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.