ETV Bharat / sitara

চুলের জন্য মন খারাপ ইয়ামির - yami having long hair once upon a time

একটা সময় ছিল যখন লম্বা চুল ছিল ইয়ামির । এখন বাড়িতে বসে সেই দিনগুলোর কথা চিন্তা করছেন তিনি । সম্প্রতি ইনস্টাগ্রামে পুরোনো একটি ছবি পোস্ট করেন । সেখানে তাঁর মাথায় রয়েছে লম্বা চুল । আর ছবির ক্য়াপশনে লেখেন, "একটা সময় ছিল যখন আমার লম্বা চুল ছিল ।"

dgf
dfg
author img

By

Published : May 27, 2020, 8:40 AM IST

মুম্বই : লকডাউনের মধ্যে গৃহবন্দী সবাই । এই সময় বাড়িতে বসে স্মৃতিচারণা করছেন বহু তারকা । একই অবস্থা ইয়ামি গৌতমেরও । আসলে এখন বড় চুলের জন্য খুবই মন খারাপ তাঁর । লকডাউনের অনেক আগেই চুল কেটে ছোটো করে ফেলেছিলেন তিনি ।

একটা সময় ছিল যখন লম্বা চুল ছিল ইয়ামির । এখন বাড়িতে বসে সেই দিনগুলোর কথা চিন্তা করছেন তিনি । সম্প্রতি ইনস্টাগ্রামে পুরোনো একটি ছবি পোস্ট করেন । সেখানে তাঁর মাথায় রয়েছে লম্বা চুল । আর এই ছবির ক্য়াপশনে তিনি লেখেন, "একটা সময় ছিল যখন আমার লম্বা চুল ছিল ।"

এদিকে কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে বন্ধ পার্লারও । যার কারণে সমস্যায় পড়েছেন অনেকেই । বাদ যাননি তারকারাও । বাড়িতেই চলছে ত্বকের পরিচর্যা । কিন্তু, শুধু ত্বকের পরিচর্যা করলেই তো আর হয় না চুলের পরিচর্যাও করতে হয় । আর তাই কোনও উপায় না পেয়ে অগত্যা বাড়িতেই চুল কাটছেন তারকারা । কেউ নিজে কাটছেন, আবার কেউ এর জন্য নির্ভর করছেন প্রিয়জনের উপর । আর এই তালিকায় রয়েছেন অনেকেই ।

তবে চুল ছোটো করে ফেলার একটা ট্রেন্ড শুরু হয়েছে বলিউডে । আর সেই তালিকায় রয়েছেন আলিয়া ভাট, রাধিকা আপ্তে, কৃতি শ্যাননের মতো তারকারা । বাড়িতেই চুল কেটেছেন এঁরা সবাই । আর লম্বা চুল কেটে একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন তাঁরা ।

মুম্বই : লকডাউনের মধ্যে গৃহবন্দী সবাই । এই সময় বাড়িতে বসে স্মৃতিচারণা করছেন বহু তারকা । একই অবস্থা ইয়ামি গৌতমেরও । আসলে এখন বড় চুলের জন্য খুবই মন খারাপ তাঁর । লকডাউনের অনেক আগেই চুল কেটে ছোটো করে ফেলেছিলেন তিনি ।

একটা সময় ছিল যখন লম্বা চুল ছিল ইয়ামির । এখন বাড়িতে বসে সেই দিনগুলোর কথা চিন্তা করছেন তিনি । সম্প্রতি ইনস্টাগ্রামে পুরোনো একটি ছবি পোস্ট করেন । সেখানে তাঁর মাথায় রয়েছে লম্বা চুল । আর এই ছবির ক্য়াপশনে তিনি লেখেন, "একটা সময় ছিল যখন আমার লম্বা চুল ছিল ।"

এদিকে কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে বন্ধ পার্লারও । যার কারণে সমস্যায় পড়েছেন অনেকেই । বাদ যাননি তারকারাও । বাড়িতেই চলছে ত্বকের পরিচর্যা । কিন্তু, শুধু ত্বকের পরিচর্যা করলেই তো আর হয় না চুলের পরিচর্যাও করতে হয় । আর তাই কোনও উপায় না পেয়ে অগত্যা বাড়িতেই চুল কাটছেন তারকারা । কেউ নিজে কাটছেন, আবার কেউ এর জন্য নির্ভর করছেন প্রিয়জনের উপর । আর এই তালিকায় রয়েছেন অনেকেই ।

তবে চুল ছোটো করে ফেলার একটা ট্রেন্ড শুরু হয়েছে বলিউডে । আর সেই তালিকায় রয়েছেন আলিয়া ভাট, রাধিকা আপ্তে, কৃতি শ্যাননের মতো তারকারা । বাড়িতেই চুল কেটেছেন এঁরা সবাই । আর লম্বা চুল কেটে একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন তাঁরা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.