মুম্বই : মুম্বই বেড়াতে গিয়ে সলমনের বাড়ি দেখতে যাননি, এমন লোক হয়তো কমই আছেন । অমিতাভ,শাহরুখ বা রেখার বিলাসবহুল বাংলো দেখার পর সলমন খানের নিবাস দেখে একটু চোখে লাগবেই । বান্দ্রার সাদামাটা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থাকেন সলমন, সেই বহু বছর ধরে । সুপারস্টার হওয়া সত্ত্বেও তাঁর এই বাড়ি দেখে একটু হলেও চমকাবেন অনুরাগীরা । কিন্তু, কেন এই সিদ্ধান্ত সলমনের ? জানালেন IANS-কে ।
তিনি বলেন, "কোনও বড় বিলাসবহুল বাংলোয় থাকার চেয়ে বান্দ্রার ওই ফ্ল্য়াটে থাকাটা আমার জন্য বেশি আনন্দের । কারণ, ওই অ্যাপার্টমেন্টেই আমার বাবা-মা থাকেন একটি অন্য ফ্ল্যাটে । সেই ছোটো থেকে আমি এখানেই রয়েছি, এখানকার প্রতিটা বাঁক আমার মুখস্থ । অন্য কোথাও সেটা হবে না ।"
তারা ছোঁয়া সলমন মাটিতে পা রেখেই বললেন, "পুরো বিল্ডিংটাই আমার জন্য একটা পরিবার । ছোটো ছিলাম যখন, আমরা বাচ্চারা একসঙ্গে খেলা করতাম বাগানে, কখনও কখনও ঘুমিয়েও পড়তাম সেখানে । আমরা যে কোনও বাড়িতে গিয়ে থাকতাম, একসঙ্গে খেতাম ।"
আর এই সমস্ত স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই থাকতে চান সলমন । বললেন, "এই বাড়ি ঘিরে আমার অসংখ্য স্মৃতি । তাই এখানেই রয়ে গেছি সেই ছোটোবেলা থেকে ।"
যত বড় সুপারস্টারই হন তিনি, এখনও সেই ছোট্ট সলমনটা তাঁর ভিতরে রয়ে গেছে কোথাও । তাই বান্দ্রার গ্য়ালাক্সি অ্যাপার্টমেন্টটা ছাড়তে গেলে কেঁদে উঠবে মন, ভাসবে চোখ । "কোনওদিন যদি এই বাড়ি ছাড়তে হয়, তাহলে খুব কষ্ট হবে । শান্তিতে থাকতে পারব না আমি ।", অকপট সলমন খান ।