ETV Bharat / sitara

"হাঁটু কোথায় ?" ছবি পোস্ট করে ট্রোলড করিনা - Kareena Kapoor Viral Pic

সম্প্রতি একটি ম্যাগাজ়িনের জন্য ফোটোশুট করেছিলেন করিনা কাপুর খান । সেখানে ফোটো এডিটের সময় তাঁর হাঁটুর সব দাগ মুছে দেওয়া হয় । ফলে ছবিতে হাঁটু দেখতে অস্বাভাবিক লাগে । আর সেই ছবি পোস্ট করে নেটিজ়েনদের ট্রোলের মুখে পড়েন করিনা ।

dfg
fg
author img

By

Published : Jan 10, 2020, 10:53 AM IST

Updated : Jan 10, 2020, 12:18 PM IST

মুম্বই : ফোটোশপের মাধ্যমে এখন কত কিছুই না করা সম্ভব । রোগা থেকে মোটা, কালো থেকে ফর্সা, রোগা, বেঁটে সব সম্ভব । সব কিছু করা গেলেও মাঝে মধ্যেই এর থেকে কিছু গন্ডগোল হয়ে যায়। সঠিকভাবে এডিট না করলেই তৈরি হয় সমস্যা । আর সেটাই হয়েছে করিনা কাপুর খানের ক্ষেত্রেও ।

তইমুরের জন্মের পর নিজের শরীরের দিকে যথেষ্ট নজর দেন করিনা । বাড়তি মেদ ঝড়িয়ে এখন তিনি একেবারে ছিপছিপে । সম্প্রতি একটি ম্যাগাজ়িনের জন্য ফোটো শুট করেন । সেই ফোটো সোশাল মিডিয়ায় শেয়ার করার পরই বিপত্তি বাধে । ছবিতে একটি খাটের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে করিনাকে । তাঁর পোশাকটি হাঁটুর অনেকটা উপরেই শেষ হয়েছে । এরপর সেই ছবি ফোটোশপে এডিট করে শেয়ার করা হয় ।

কিন্তু, এডিটেড ছবিতে তাঁর হাঁটুর অংশটি স্বাভাবিক লাগছিল না । এডিট করে হাঁটুর সব দাগ মুছে ফেলা হয় । শুরু হয় ট্রোলিং । নেটিজ়েনদের মধ্যে একজন লেখেন, "করিনার হাঁটু কোথায় ?" কেউ লেখেন, "কেন এটা করেছেন ? খুব বাজে ফোটোশপ করা হয়েছে ।" আবার কেউ লেখেন, "এই ছবি দেখে আমার হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে ।" তবে শুধু হাঁটুতেই নয় । ফোটোশপের মাধ্যমে তাঁর পা রোগা করে দেওয়া হয়েছে । ফলে পায়ের সঙ্গে ছায়া মিলছে না ।

তবে এটা প্রথমবার নয় । ছবির জন্য ট্রোলড হন দীপিকাও । একবার একটি জুয়েলারি কম্পানির জন্য ফোটো শুট করেন তিনি । সেখানে ছবি এডিটের সময় তাঁর নাকও এডিট করা হয় । যার কারণে নাক কিছুটা বেঁকে যায় । তার জন্য ট্রোলড হন অভিনেত্রী ।

যাই হোক কাজের দিক থেকে এখন খুবই ব্যস্ত করিনা । গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর 'গুড নিউজ়' ছবিটি । সেখানে অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । এছাড়া 'তখত', 'আংরেজ়ি মিডিয়াম' ও 'লাল সিং চাড্ডা'-র মতো একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

মুম্বই : ফোটোশপের মাধ্যমে এখন কত কিছুই না করা সম্ভব । রোগা থেকে মোটা, কালো থেকে ফর্সা, রোগা, বেঁটে সব সম্ভব । সব কিছু করা গেলেও মাঝে মধ্যেই এর থেকে কিছু গন্ডগোল হয়ে যায়। সঠিকভাবে এডিট না করলেই তৈরি হয় সমস্যা । আর সেটাই হয়েছে করিনা কাপুর খানের ক্ষেত্রেও ।

তইমুরের জন্মের পর নিজের শরীরের দিকে যথেষ্ট নজর দেন করিনা । বাড়তি মেদ ঝড়িয়ে এখন তিনি একেবারে ছিপছিপে । সম্প্রতি একটি ম্যাগাজ়িনের জন্য ফোটো শুট করেন । সেই ফোটো সোশাল মিডিয়ায় শেয়ার করার পরই বিপত্তি বাধে । ছবিতে একটি খাটের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে করিনাকে । তাঁর পোশাকটি হাঁটুর অনেকটা উপরেই শেষ হয়েছে । এরপর সেই ছবি ফোটোশপে এডিট করে শেয়ার করা হয় ।

কিন্তু, এডিটেড ছবিতে তাঁর হাঁটুর অংশটি স্বাভাবিক লাগছিল না । এডিট করে হাঁটুর সব দাগ মুছে ফেলা হয় । শুরু হয় ট্রোলিং । নেটিজ়েনদের মধ্যে একজন লেখেন, "করিনার হাঁটু কোথায় ?" কেউ লেখেন, "কেন এটা করেছেন ? খুব বাজে ফোটোশপ করা হয়েছে ।" আবার কেউ লেখেন, "এই ছবি দেখে আমার হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছে ।" তবে শুধু হাঁটুতেই নয় । ফোটোশপের মাধ্যমে তাঁর পা রোগা করে দেওয়া হয়েছে । ফলে পায়ের সঙ্গে ছায়া মিলছে না ।

তবে এটা প্রথমবার নয় । ছবির জন্য ট্রোলড হন দীপিকাও । একবার একটি জুয়েলারি কম্পানির জন্য ফোটো শুট করেন তিনি । সেখানে ছবি এডিটের সময় তাঁর নাকও এডিট করা হয় । যার কারণে নাক কিছুটা বেঁকে যায় । তার জন্য ট্রোলড হন অভিনেত্রী ।

যাই হোক কাজের দিক থেকে এখন খুবই ব্যস্ত করিনা । গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর 'গুড নিউজ়' ছবিটি । সেখানে অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । এছাড়া 'তখত', 'আংরেজ়ি মিডিয়াম' ও 'লাল সিং চাড্ডা'-র মতো একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

Intro:Body:Conclusion:
Last Updated : Jan 10, 2020, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.