ETV Bharat / sitara

অমিতাভকে চার কোটি মূল্যের গাড়ি দিয়েছিলেন বিধু বিনোদ চোপড়া - Vidhu Vinod Chopra gifted 4cr car to bachchan

পরিচালক-প্রযোজক বিধু বিনোদ চোপড়া নাকি অমিতাভ বচ্চনকে চার কোটি টাকা দামের রোলস রয়েস ফ্যান্টম উপহার দিয়েছিলেন । ঘটনাটি 'একলব্য : দ্য রয়াল গার্ড'-এর শুটিংয়ের সময় । ছবিটির পরিচালনা ও প্রযোজনা দু'টোই করেছিলেন চোপড়া ।

Vidhu Vinod Chopra gifted 4cr car to bachchan
Vidhu Vinod Chopra gifted 4cr car to bachchan
author img

By

Published : Jan 31, 2021, 7:27 PM IST

মুম্বই : বলিউড ইন্ডাস্ট্রিকে অমূল্য কিছু প্রতিভা এবং ছবি উপহার দিয়েছেন বিধু বিনোদ চোপড়া । লো-প্রোফাইলে থাকা বিধু স্পষ্টবক্তা । অমিতাভ বচ্চনকে চার কোটির গাড়ি উপহার দেওয়ার কথাটা তাই চেপে রাখেননি তিনি ।

তবে কেন এই উপহার ? 'একলব্য : দ্য রয়াল গার্ড'-এর শুটিংয়ের সময় অমিতাভ যে হোটেলে ছিলেন সেখানকার ঘর ভাড়া ছিল 65 হাজার । অমিতাভ আবার গেছিলেন চার্টার প্লেনে চেপে । এত খরচ বহনের ক্ষমতা ছিল না তখন বিধুর ।

তাই পুরো খরচটা অমিতাভকেই দিতে বলেছিলেন 'একলব্য : দ্য রয়াল গার্ড'-র পরিচালক ও প্রযোজক বিধু । কিন্তু, অমিতাভকে পরে চার কোটি টাকার একটি রোলস রয়েসও গিফ্ট করেছিলেন তিনি, সেই কথা মনে করিয়ে দিলেন বিধু ।

Vidhu Vinod Chopra gifted 4cr car to bachchan
একলব্য অমিতাভ..

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে এসে বিধু বিনোদ বলেন, "হ্যাঁ, আমি অমিতাভ বচ্চনকে হোটেল আর প্লেনের ভাড়াটা দিতে বলেছিলাম । তবে এটাও ভুলবেন না যে, পরে আমি ওঁকে চার কোটি টাকার গাড়িও উপহার দিয়েছি ।"

তিনি হলেন মেগাস্টার অমিতাভ বচ্চন । তাঁকে সন্তুষ্ট করতে চার কোটির গাড়ি কি খুব বড় কথা ? কী বলেন !

মুম্বই : বলিউড ইন্ডাস্ট্রিকে অমূল্য কিছু প্রতিভা এবং ছবি উপহার দিয়েছেন বিধু বিনোদ চোপড়া । লো-প্রোফাইলে থাকা বিধু স্পষ্টবক্তা । অমিতাভ বচ্চনকে চার কোটির গাড়ি উপহার দেওয়ার কথাটা তাই চেপে রাখেননি তিনি ।

তবে কেন এই উপহার ? 'একলব্য : দ্য রয়াল গার্ড'-এর শুটিংয়ের সময় অমিতাভ যে হোটেলে ছিলেন সেখানকার ঘর ভাড়া ছিল 65 হাজার । অমিতাভ আবার গেছিলেন চার্টার প্লেনে চেপে । এত খরচ বহনের ক্ষমতা ছিল না তখন বিধুর ।

তাই পুরো খরচটা অমিতাভকেই দিতে বলেছিলেন 'একলব্য : দ্য রয়াল গার্ড'-র পরিচালক ও প্রযোজক বিধু । কিন্তু, অমিতাভকে পরে চার কোটি টাকার একটি রোলস রয়েসও গিফ্ট করেছিলেন তিনি, সেই কথা মনে করিয়ে দিলেন বিধু ।

Vidhu Vinod Chopra gifted 4cr car to bachchan
একলব্য অমিতাভ..

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে এসে বিধু বিনোদ বলেন, "হ্যাঁ, আমি অমিতাভ বচ্চনকে হোটেল আর প্লেনের ভাড়াটা দিতে বলেছিলাম । তবে এটাও ভুলবেন না যে, পরে আমি ওঁকে চার কোটি টাকার গাড়িও উপহার দিয়েছি ।"

তিনি হলেন মেগাস্টার অমিতাভ বচ্চন । তাঁকে সন্তুষ্ট করতে চার কোটির গাড়ি কি খুব বড় কথা ? কী বলেন !

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.