ETV Bharat / sitara

শ্লীলতাহানির চেষ্টা, ব্যক্তির আঙুল মচকে দিয়েছিলেন তাপসী - finger

গুরুপূরব উপলক্ষ্যে গুরুদুয়ারায় গিয়েছিলেন তাপসী । সেখানে এক ব্যক্তি ভিড়ের মধ্যে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেছিল । বিষয়টা বুঝতে পেরে ওই ব্যক্তির আঙুল মচকে তাকে জবাব দেন তাপসী ।

y
hj
author img

By

Published : Jan 29, 2020, 6:56 PM IST

মুম্বই : রাস্তাঘাটে প্রায়শই শ্লীলতাহানির শিকার হন মহিলারা । তবে কেউ এই ঘটনার প্রতিবাদ করেন । আবার কেউ ভয়ে এড়িয়ে যান । যদিও এক্ষেত্রে চুপ থাকার পাত্রী একেবারেই নন অভিনেত্রী তাপসী পান্নু । একবার এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেছিল । সঙ্গে সঙ্গে আঙুল মচকে তাকে যোগ্য জবাব দিয়েছিলেন অভিনেত্রী ।

সম্প্রতি করিনা কাপুর খানের একটি চ্যাট শো-তে যান তাপসী । সেখানে ওই অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি ।

গুরুপূরব উপলক্ষ্যে মাঝে মধ্যেই গুরুদুয়ারা যান তাপসী । তখন সেখানে একাধিক স্টল দেওয়া হয় । একবার ওই সময় গুরুদুয়ারা গিয়েছিলেন তিনি । একটি স্টল থেকে খাবার বিতরণ করা হচ্ছিল । মারাত্মক ভিড় ছিল সেখানে । ভিড় এতটাই ছিল যে একে অপরের গায়ে ধাক্কা খাচ্ছিলেন । আর সেই পরিস্থিতির সুযোগ নিয়ে এক ব্যক্তি পিছন থেকে তাপসীকে স্পর্শ করার চেষ্টা করে ।

এ প্রসঙ্গে তাপসী বলেন, "ওই ভিড়ের মধ্যে ঢোকার আগে আমি কিছু একটা আন্দাজ করতে পেরেছিলাম । আর ওই পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছিলাম । এক ব্যক্তি পিছন থেকে আমাকে স্পর্শ করার চেষ্টা করে । আর সেটা বুঝতে পেরে আমি তার আঙুল ধরে মচকে দিয়েই সেখান থেকে জোরে হেঁটে অন্যত্র চলে যাই ।"

কাজের দিক থেকে এখন আপাতত ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক নিয়ে ব্যস্ত তাপসী । সেখানে মিতালির চরিত্রে অভিনয় করছেন তিনি । ছবির নাম 'শাবাস মিথু' । বায়োপিক ছাড়াও অনুভব সিনহার 'থাপ্পড়' ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

মুম্বই : রাস্তাঘাটে প্রায়শই শ্লীলতাহানির শিকার হন মহিলারা । তবে কেউ এই ঘটনার প্রতিবাদ করেন । আবার কেউ ভয়ে এড়িয়ে যান । যদিও এক্ষেত্রে চুপ থাকার পাত্রী একেবারেই নন অভিনেত্রী তাপসী পান্নু । একবার এক ব্যক্তি তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেছিল । সঙ্গে সঙ্গে আঙুল মচকে তাকে যোগ্য জবাব দিয়েছিলেন অভিনেত্রী ।

সম্প্রতি করিনা কাপুর খানের একটি চ্যাট শো-তে যান তাপসী । সেখানে ওই অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি ।

গুরুপূরব উপলক্ষ্যে মাঝে মধ্যেই গুরুদুয়ারা যান তাপসী । তখন সেখানে একাধিক স্টল দেওয়া হয় । একবার ওই সময় গুরুদুয়ারা গিয়েছিলেন তিনি । একটি স্টল থেকে খাবার বিতরণ করা হচ্ছিল । মারাত্মক ভিড় ছিল সেখানে । ভিড় এতটাই ছিল যে একে অপরের গায়ে ধাক্কা খাচ্ছিলেন । আর সেই পরিস্থিতির সুযোগ নিয়ে এক ব্যক্তি পিছন থেকে তাপসীকে স্পর্শ করার চেষ্টা করে ।

এ প্রসঙ্গে তাপসী বলেন, "ওই ভিড়ের মধ্যে ঢোকার আগে আমি কিছু একটা আন্দাজ করতে পেরেছিলাম । আর ওই পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছিলাম । এক ব্যক্তি পিছন থেকে আমাকে স্পর্শ করার চেষ্টা করে । আর সেটা বুঝতে পেরে আমি তার আঙুল ধরে মচকে দিয়েই সেখান থেকে জোরে হেঁটে অন্যত্র চলে যাই ।"

কাজের দিক থেকে এখন আপাতত ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক নিয়ে ব্যস্ত তাপসী । সেখানে মিতালির চরিত্রে অভিনয় করছেন তিনি । ছবির নাম 'শাবাস মিথু' । বায়োপিক ছাড়াও অনুভব সিনহার 'থাপ্পড়' ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.