ETV Bharat / sitara

এক দেশ, এক স্বপ্ন; প্রকাশ্য়ে 'মিশন মঙ্গল' টিজ়ার - poster

প্রকাশ্য়ে এল 'মিশন মঙ্গল'-র টিজ়ার । অভিনেতা অক্ষয় কুমার তাঁর ইনস্টাগ্রাম থেকে টিজ়ারটি শেয়ার করেন । লেখেন, "এক দেশ । এক স্বপ্ন ।"

মিশন মঙ্গল
author img

By

Published : Jul 9, 2019, 2:57 PM IST

মুম্বই : পোস্টারের পর এবার সামনে এল 'মিশন মঙ্গল'-র টিজ়ার । অক্ষয় কুমার ইনস্টাগ্রামে টিজ়ারটি শেয়ার করেছেন ।

টিজ়ারটি শেয়ার করে অক্ষয় ক্য়াপশনে লেখেন, "এক দেশ । এক স্বপ্ন । এক ইতিহাস । এখানে মঙ্গল গ্রহে ভারতের #SpaceMission -র সত্যি ঘটনা রয়েছে । #MissionMangalTeaser বেরিয়ে গেছে ।"

ভিডিয়োর শুরুতেই অক্ষয় নিজেকে বিজ্ঞানী রাকেশ ধাওয়ান হিসেবে পরিচয় করাচ্ছেন । তিনি তাঁর দলের সহকর্মীদের মঙ্গল গ্রহে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠানোর নির্দেশ দিচ্ছেন ।

টিজ়ারটিতে বিদ্যা বালান, সোনাক্সি সিনহা, তাপসী পান্নু, নিত্যা মেনন, কীর্তি কুলহারি ও শরমন জোশিকেও দেখা গেছে ।

ভিডিয়োটি শেষ হয় একটি নান্দনিক দৃশ্য দিয়ে । যেখানে দেখা যায় উপগ্রহটি লঞ্চের সঙ্গে সঙ্গে ব্য়াকড্রপে ফুটে ওঠে "Sky is not the limit" । ভিজ়ুয়াল এফেক্টের দ্বারা টিজ়ারটিতে কিছু অবাক করা মুহূর্তও তৈরি করা হয়েছে ।

জগণ শক্তি পরিচালিত 'মিশন মঙ্গল'-র সহ প্রযোজক আর বাল্কি । তিনি এর আগে 'প্য়াডম্য়ান'-র পরিচালনা করেছেন । মঙ্গলে ভারত অভিযানের সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'মিশন মঙ্গল' । সাধারণ মানুষের অসাধারণকে অর্জন করার কথা বলা হয়েছে এখানে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই বছরের 15 অগাস্ট ছবিটি মুক্তি পাবে । 'মিশন মঙ্গল' জন আব্রাহামের 'বাটলা হাউস' ও প্রভাসের 'সাহো'-কে বেশ টক্কর দেবে বলেই মনে করা হচ্ছে ।

মুম্বই : পোস্টারের পর এবার সামনে এল 'মিশন মঙ্গল'-র টিজ়ার । অক্ষয় কুমার ইনস্টাগ্রামে টিজ়ারটি শেয়ার করেছেন ।

টিজ়ারটি শেয়ার করে অক্ষয় ক্য়াপশনে লেখেন, "এক দেশ । এক স্বপ্ন । এক ইতিহাস । এখানে মঙ্গল গ্রহে ভারতের #SpaceMission -র সত্যি ঘটনা রয়েছে । #MissionMangalTeaser বেরিয়ে গেছে ।"

ভিডিয়োর শুরুতেই অক্ষয় নিজেকে বিজ্ঞানী রাকেশ ধাওয়ান হিসেবে পরিচয় করাচ্ছেন । তিনি তাঁর দলের সহকর্মীদের মঙ্গল গ্রহে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠানোর নির্দেশ দিচ্ছেন ।

টিজ়ারটিতে বিদ্যা বালান, সোনাক্সি সিনহা, তাপসী পান্নু, নিত্যা মেনন, কীর্তি কুলহারি ও শরমন জোশিকেও দেখা গেছে ।

ভিডিয়োটি শেষ হয় একটি নান্দনিক দৃশ্য দিয়ে । যেখানে দেখা যায় উপগ্রহটি লঞ্চের সঙ্গে সঙ্গে ব্য়াকড্রপে ফুটে ওঠে "Sky is not the limit" । ভিজ়ুয়াল এফেক্টের দ্বারা টিজ়ারটিতে কিছু অবাক করা মুহূর্তও তৈরি করা হয়েছে ।

জগণ শক্তি পরিচালিত 'মিশন মঙ্গল'-র সহ প্রযোজক আর বাল্কি । তিনি এর আগে 'প্য়াডম্য়ান'-র পরিচালনা করেছেন । মঙ্গলে ভারত অভিযানের সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'মিশন মঙ্গল' । সাধারণ মানুষের অসাধারণকে অর্জন করার কথা বলা হয়েছে এখানে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই বছরের 15 অগাস্ট ছবিটি মুক্তি পাবে । 'মিশন মঙ্গল' জন আব্রাহামের 'বাটলা হাউস' ও প্রভাসের 'সাহো'-কে বেশ টক্কর দেবে বলেই মনে করা হচ্ছে ।

Intro:Body:

Akshay Kumar


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.