ETV Bharat / sitara

প্রথম দেখায় কাজলকে ভালো লাগেনি শাহরুখের ! - when shah rukh khan warned aamir khan to not work with kajol

'বাজ়িগর' ছবিতে প্রথমবার কাজলের সঙ্গে কাজ করেছিলেন শাহরুখ । যদিও প্রথম দেখায় কাজলকে একেবারেই ভালো লাগেনি কিং খানের । আর সেকথা আমির খানকেও জানিয়েছিলেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : Apr 25, 2020, 2:30 PM IST

মুম্বই : এক সময় বলিউডের অনস্ক্রিন রোম্যান্টিক জুটিগুলির মধ্যে তাঁরা ছিলেন অন্যতম । তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের । একের পর এক হিট ছবি দর্শকদের উপহারও দিয়েছিলেন শাহরুখ খান ও কাজল । যদিও প্রথম সাক্ষাতে একে অপরকে পছন্দ করেননি কেউই । এমনকী, কাজলের ব্যাপারে আমির খানকে সতর্ক করেছিলেন শাহরুখ । জানিয়েছিলেন কাজল 'খুব বাজে'। যদিও স্ক্রিনে কাজলের অভিনয়ে মুগ্ধ করে দেয় শাহরুখকে ।

'বাজ়িগর' ছবিতে প্রথমবার কাজলের সঙ্গে কাজ করেছিলেন শাহরুখ । যদিও প্রথম দেখায় কাজলকে একেবারেই ভালো লাগেনি কিং খানের । আর সেকথা আমির খানকেও জানিয়েছিলেন তিনি । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, "তখন 'বাজ়িগর' ছবিতে কাজ করছিলাম । কাজল কেমন কাজ করছে সেকথা আমার থেকে জানতে চায় আমির । আমি তখন মেসেজে তাকে বলি, 'কাজল খুব বাজে । কাজের প্রতি কোনও ফোকাস নেই । তুমি ওর সঙ্গে কাজ করতে পারবে না ।' যদিও পরে আমার সেই ভুল ভেঙে যায় । তখন আমিরকে ফোন করে আমি বলি, 'আমি জানি না এটা কি । কিন্তু, স্ক্রিনে কাজল অসাধারণ'।"

প্রথম দেখায় শাহরুখকেও একেবারেই ভালো লাগেনি কাজলের । এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে কাজল বলেন, "আমার মনে আছে একবার বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে সেটে এসেছিলেন শাহরুখ । তখনও তাদের হ্যাংওভার কাটেনি । এদিকে আমি শাহরুখের মারাঠি মেকআপ আর্টিস্টের সঙ্গে কথা বলছিলাম । কথা বলেই চলেছিলাম । তখন তারা নিজেদের মধ্যে বলছিল 'কী গলা এটা । আমাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে'। যদিও তাদের কথায় আমি কোনও পাত্তা না দিয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেই চলেছিলাম । এরপর বিরক্ত হয়ে শাহরুখ আমাকে বলে, 'দয়া করে চুপ করো...চুপ করো'। আমি ভাবি এরপরও কীভাবে আমরা ভালো বন্ধু হয়ে গেলাম ।" আর কাজল যে কথা বলতে খুবই ভালোবাসেন তা কারও অজানা নয় । অনেকদিন আগে এই অভিযোগ করেছিলেন অজয় দেবগনও ।

এরপর একে একে একাধিক ছবিতে অনস্ক্রিন জুটি হিসেবে কাজ করেছেন কাজল ও শাহরুখ । তার মধ্যে 'বাজ়িগর', 'কুছ কুছ হোতা হ্যায়', 'কাভি খুশি কাভি গম', 'দিলওয়ালে দুলহানিয়া লেজায়েঙ্গে', 'মাই নেম ইজ় খান' 'দিলওয়ালে' অন্যতম ।

যদিও এখন কাজলের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ । বলেন, "কাজল একজন খুব ভালো অভিনেত্রী । আমার মেয়ে সুহানাও অভিনেত্রী হতে চায় । আর এতদিন আমি কাজলের থেকে যা কিছু শিখেছি সেগুলি তাকে বোঝানোর চেষ্টা করি । আমি বলে বোঝাতে পারব না, কিন্তু স্ক্রিনে কাজল একেবারেই অন্যরকম ।"

মুম্বই : এক সময় বলিউডের অনস্ক্রিন রোম্যান্টিক জুটিগুলির মধ্যে তাঁরা ছিলেন অন্যতম । তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের । একের পর এক হিট ছবি দর্শকদের উপহারও দিয়েছিলেন শাহরুখ খান ও কাজল । যদিও প্রথম সাক্ষাতে একে অপরকে পছন্দ করেননি কেউই । এমনকী, কাজলের ব্যাপারে আমির খানকে সতর্ক করেছিলেন শাহরুখ । জানিয়েছিলেন কাজল 'খুব বাজে'। যদিও স্ক্রিনে কাজলের অভিনয়ে মুগ্ধ করে দেয় শাহরুখকে ।

'বাজ়িগর' ছবিতে প্রথমবার কাজলের সঙ্গে কাজ করেছিলেন শাহরুখ । যদিও প্রথম দেখায় কাজলকে একেবারেই ভালো লাগেনি কিং খানের । আর সেকথা আমির খানকেও জানিয়েছিলেন তিনি । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেন, "তখন 'বাজ়িগর' ছবিতে কাজ করছিলাম । কাজল কেমন কাজ করছে সেকথা আমার থেকে জানতে চায় আমির । আমি তখন মেসেজে তাকে বলি, 'কাজল খুব বাজে । কাজের প্রতি কোনও ফোকাস নেই । তুমি ওর সঙ্গে কাজ করতে পারবে না ।' যদিও পরে আমার সেই ভুল ভেঙে যায় । তখন আমিরকে ফোন করে আমি বলি, 'আমি জানি না এটা কি । কিন্তু, স্ক্রিনে কাজল অসাধারণ'।"

প্রথম দেখায় শাহরুখকেও একেবারেই ভালো লাগেনি কাজলের । এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে কাজল বলেন, "আমার মনে আছে একবার বেশ কয়েকজন অভিনেতার সঙ্গে সেটে এসেছিলেন শাহরুখ । তখনও তাদের হ্যাংওভার কাটেনি । এদিকে আমি শাহরুখের মারাঠি মেকআপ আর্টিস্টের সঙ্গে কথা বলছিলাম । কথা বলেই চলেছিলাম । তখন তারা নিজেদের মধ্যে বলছিল 'কী গলা এটা । আমাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে'। যদিও তাদের কথায় আমি কোনও পাত্তা না দিয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেই চলেছিলাম । এরপর বিরক্ত হয়ে শাহরুখ আমাকে বলে, 'দয়া করে চুপ করো...চুপ করো'। আমি ভাবি এরপরও কীভাবে আমরা ভালো বন্ধু হয়ে গেলাম ।" আর কাজল যে কথা বলতে খুবই ভালোবাসেন তা কারও অজানা নয় । অনেকদিন আগে এই অভিযোগ করেছিলেন অজয় দেবগনও ।

এরপর একে একে একাধিক ছবিতে অনস্ক্রিন জুটি হিসেবে কাজ করেছেন কাজল ও শাহরুখ । তার মধ্যে 'বাজ়িগর', 'কুছ কুছ হোতা হ্যায়', 'কাভি খুশি কাভি গম', 'দিলওয়ালে দুলহানিয়া লেজায়েঙ্গে', 'মাই নেম ইজ় খান' 'দিলওয়ালে' অন্যতম ।

যদিও এখন কাজলের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ । বলেন, "কাজল একজন খুব ভালো অভিনেত্রী । আমার মেয়ে সুহানাও অভিনেত্রী হতে চায় । আর এতদিন আমি কাজলের থেকে যা কিছু শিখেছি সেগুলি তাকে বোঝানোর চেষ্টা করি । আমি বলে বোঝাতে পারব না, কিন্তু স্ক্রিনে কাজল একেবারেই অন্যরকম ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.