ETV Bharat / sitara

সলমানের গোপন কথা ফাঁস করলেন সেলিম খান - Salim revealed Salman secret

কপিল শর্মা শো-তে এসে সলমান খানের ছেলেবেলার গোপন কিছু ঘটনা ফাঁস করেন সেলিম খান । যা শুনে হাসি চেপে রাখতে পারেননি দর্শকরা ।

sdf
sdf
author img

By

Published : Nov 24, 2020, 10:38 AM IST

মুম্বই : সম্প্রতি কপিল শর্মা শো-তে তিন ছেলে সলমান, আরবাজ় ও সোহেলের সঙ্গে এসেছিলেন সেলিম খান । সেখানে ছেলেদের মূলত সলমানের ছেলেবেলার কিছু গোপন ঘটনা শেয়ার করেন তিনি । যা শুনে হাসিতে ফেটে পড়েন দর্শকরা ।

সেলিম বলেন, "অনেক বছর আগে আমাদের বাড়িতে গণেশ নামে এক ব্যক্তি আসতেন । আর তিনি যখনই আসতেন তখনই তাঁকে সবাই সুন্দর কর অভ্যর্থনা জানাত । কেউ বলত, 'আরে গণেশ এসেছে'। আবার কেউ বলত, 'গণেশকে চা দাও', 'গণেশের বসার জন্য চোর নিয়ে এসো'...। আমি ভাতাম এই গণেশটা কে ? আমার থেকে বেশি এই বাড়িতে ওঁকে যত্ন করা হয় । আমি যখন বাড়িতে আসি তখন আমাকে কেউ চা বা এক গ্লাস জলও দেয় না ।"

নিজের বাড়িতে গণেশকে এই ধরনের যত্ন পেতে দেখে অবাক হয়ে গিয়ে খোঁজ লাগিয়েছিলেন সেলিম খান । তারপরই জানতে পারেন যখন পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত তখন সেগুলি সলমানকে দিতে বাড়িতে আসতেন গণেশ । আর সেই কারণেই তাঁকে এতটা যত্ন করা হত । সেলিম খানের মুখ থেকে এই কথা শোনার পর হাসিতে ফেটে পড়েন কপিল থেকে শুরু করে নভজোত সিং সিধু ও দর্শকরা ।

অভিনেতা হওয়ার টানে ইন্দোর থেকে মুম্বই এসেছিলেন সেলিম খান । কিন্তু, পরে লেখালেখির কাজে মন দেন তিনি । এরপর জাভেদ আখতারের সঙ্গে হাত মেলান তিনি । একসঙ্গে 'সীতা অউর গীতা', 'দিওয়ার', 'শোলে', 'ডন' ও 'মিস্টার ইন্ডিয়া'-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা ।

মুম্বই : সম্প্রতি কপিল শর্মা শো-তে তিন ছেলে সলমান, আরবাজ় ও সোহেলের সঙ্গে এসেছিলেন সেলিম খান । সেখানে ছেলেদের মূলত সলমানের ছেলেবেলার কিছু গোপন ঘটনা শেয়ার করেন তিনি । যা শুনে হাসিতে ফেটে পড়েন দর্শকরা ।

সেলিম বলেন, "অনেক বছর আগে আমাদের বাড়িতে গণেশ নামে এক ব্যক্তি আসতেন । আর তিনি যখনই আসতেন তখনই তাঁকে সবাই সুন্দর কর অভ্যর্থনা জানাত । কেউ বলত, 'আরে গণেশ এসেছে'। আবার কেউ বলত, 'গণেশকে চা দাও', 'গণেশের বসার জন্য চোর নিয়ে এসো'...। আমি ভাতাম এই গণেশটা কে ? আমার থেকে বেশি এই বাড়িতে ওঁকে যত্ন করা হয় । আমি যখন বাড়িতে আসি তখন আমাকে কেউ চা বা এক গ্লাস জলও দেয় না ।"

নিজের বাড়িতে গণেশকে এই ধরনের যত্ন পেতে দেখে অবাক হয়ে গিয়ে খোঁজ লাগিয়েছিলেন সেলিম খান । তারপরই জানতে পারেন যখন পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত তখন সেগুলি সলমানকে দিতে বাড়িতে আসতেন গণেশ । আর সেই কারণেই তাঁকে এতটা যত্ন করা হত । সেলিম খানের মুখ থেকে এই কথা শোনার পর হাসিতে ফেটে পড়েন কপিল থেকে শুরু করে নভজোত সিং সিধু ও দর্শকরা ।

অভিনেতা হওয়ার টানে ইন্দোর থেকে মুম্বই এসেছিলেন সেলিম খান । কিন্তু, পরে লেখালেখির কাজে মন দেন তিনি । এরপর জাভেদ আখতারের সঙ্গে হাত মেলান তিনি । একসঙ্গে 'সীতা অউর গীতা', 'দিওয়ার', 'শোলে', 'ডন' ও 'মিস্টার ইন্ডিয়া'-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.