মুম্বই : রিচা চাড্ডার আপকামিং ছবি 'ম্যাডাম চিফ মিনিস্টার'। সেখানে এক দলিত মহিলার চরিত্রে দেখা যাবে তাঁকে । আর মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়ল ছবিটি । ছবির পোস্টার মুক্তির পর থেকেই একাধিক হুমকি পাচ্ছেন অভিনেত্রী । অখিল ভারতীয় ভীম সেনার তরফে তাঁর জিভ কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে । এর জবাবও দিয়েছেন তিনি ।
পুরুষতান্ত্রিক সমাজের মুখে ঝামা ঘষে কীভাবে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক অনাথ দলিত মেয়ে মুখ্যমন্ত্রী হন সেই গল্পই বলবে 'ম্যাডাম চিফ মিনিস্টার'। এটি আসলে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর জীবনকাহিনি অবলম্বনে তৈরি করা হয়েছে । যদিও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করা হয়নি । তবে ছবির ট্রেলার থেকে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে ।
আসলে ছবির পোস্টার নিয়ে বিতর্কের সূত্রপাত হয় । বেশ অনেকদিন আগেই মুক্তি পেয়েছিল পোস্টার । সেখানে ময়লা পোশাকে ঝাঁটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল রিচাকে । আর এতেই দলিত সমাজকে অপমান করা হয়েছে বলে মনে করেছিলেন নেটিজ়েনদের একাংশ ।
এরপর এই নিয়ে আপত্তি জানায় অখিল ভারতীয় ভীম সেনা । তাদের দাবি, এই পোস্টারের মাধ্যমে আসলে মায়াবতীকে অপমান করা হয়েছে । বিকৃতভাবে তুলে ধরা হয়েছে তাঁর ভাবমূর্তি । আর সেই কারণেই ওই দলের এক নেতার তরফে জানানো হয়, এর জন্য রিচা চাড্ডার জিভ কাটতে বা পরিচালক সুভাষ কাপুরকে গুলি করতেও পিছপা হবে না তাঁরা । আর কেউ যদি রিচার কাটা জিভ এনে দিতে পারেন, তাহলে তাঁকে বাবা আম্বেদকরের সম্মানে 2 কোটি টাকা মূল্যের পুরস্কার দেওয়া হবে । এই হুমকির জবাব দিয়েছেন রিচা । "ভয় পাই না" বলে টুইট করে সাফ জানিয়ে দেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এই বিতর্কে রিচাকে সমর্থন করেন স্বরা ভাস্কর । তিনি লেখেন, "এটা খুবই দুঃখজনক ও নিন্দনীয় । কারও ছবি নিয়ে সমস্যা থাকতেই পারে কিন্তু, এটা অপরাধমূলক বিষয় ।" পাশাপাশি বিষয়টি প্রশ্রয় না দেওয়ার জন্য দলিত মহিলাদের আবেদনও জানিয়েছেন তিনি ।