ফ্রান্স : Cannes-এর ইন্ডিয়ান প্যাভেলিয়নে বক্তব্য রাখতে এসে মধুর বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে এই ফেস্টিভালে কোনও ভারতীয় ছবি নেই।" মধুরের মতে, Cannes-এর দর্শক অনেক আলাদা, তাই এই ফেস্টিভালের অফিশিয়াল সিলেকশন পাওয়ার জন্য অনেক জোরদার কনটেন্টের উপর কাজ করতে হবে ভারতীয় পরিচালকদের। সঙ্গে মনে করলেন সত্যজিৎ বা ঋত্বিকের মতো পরিচালকদের ছবির কথা।
পরিচালক বলেন, "সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটকের মতো পরিচালকরা যেই সমস্ত বিষয় নিয়ে কাজ করেছেন, সেই ধরনের কনটেন্ট প্রয়োজন আমাদের। Cannes-এর যোগ্য ছবি সেগুলো। বাস্তবধর্মী বিষয়ের উপর ছবি করতে হবে আমাদের। শেষ ছয়-সাত বছর ধরে আমরা সেটা করছি না।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে ভাণ্ডারকর এটাও মনে করেন যে, ভারতীয় সরকার ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত। তার ফল ভালো হতে পারে বলে আশা মধুরের।