ETV Bharat / sitara

বলিউডে গান গাওয়ার জন্য টাকা পাই না : নেহা কক্কর - neha kakkar not paid for singing in bollywood

IANS-কে দেওয়া সাক্ষাৎকারে নেহা বলেন, "গান গাওয়ার জন্য বলিউড থেকে আমরা কোনও পারিশ্রমিক পাই না । আসলে তারা ভাবে এই গান যদি সুপারহিট তাহলে বিভিন্ন শো করে সেখান থেকেই আমরা টাকা উপার্জন করে নেব । তাই তারা আমাদের পারিশ্রমিক দেয় না ।"

sdf
sdf
author img

By

Published : Apr 10, 2020, 8:23 AM IST

মুম্বই : ইতিমধ্যেই একাধিক বলিউড সিনেমায় গান গেয়েছেন নেহা কক্কর । বেশিরভাগ গানই যথেষ্ট জনপ্রিয় । বলিউডের প্রথমসারির গায়িকাদের মধ্যে তিনি অন্যতম । তা সত্ত্বেও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোনও পারিশ্রম পান না বলে জানিয়েছেন নেহা ।

IANS-কে দেওয়া সাক্ষাৎকারে নেহা বলেন, "গান গাওয়ার জন্য বলিউড থেকে আমরা কোনও পারিশ্রমিক পাই না । আসলে তারা ভাবে এই গান যদি সুপারহিট তাহলে বিভিন্ন শো করে সেখান থেকেই আমরা টাকা উপার্জন করে নেব । তাই তারা আমাদের পারিশ্রমিক দেয় না ।"

তিনি বলেন, "লাইভ কনসার্ট থেকে যথেষ্ট ভালো টাকা উপার্জন করি । কিন্তু, বলিউড কিছুই দেয় না । আমাদের দিয়ে সিনেমায় গান গাওয়ায় । কিন্তু টাকা দেয় না ।"

কাজের দিক থেকে কিছুদিন আগে হানি সিংয়ের সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োতে দেখা গিয়েছিল নেহাকে । পঞ্জাবি ও রাশিয়ান ভাষার মিশ্রণে তৈরি করা হয়েছিল গানটি । রাশিয়ান ভাষায় গানের কথা লেখেন একাতেরিনা সিজ়োভা ।

এছাড়া বলিউডে 'গরমি', 'আঁখ মারে', 'ও সাকি', 'দিলবর' ও 'কালা চশমা'-র গান গেয়েছেন নেহা । যথেষ্ট জনপ্রিয় গান এগুলি । এছাড়া 'ইন্ডিয়ান আইডল'-এর বিচারক ছিলেন নেহা । শো-এর TRP বাড়ানোর জন্য তাঁর সঙ্গে সঞ্চালক আদিত্য নারায়ণের বিয়ের মিথ্যে খবর সম্প্রচারিত করে চ্যানেল কর্তৃপক্ষ । শো শেষ হওয়ার পরও এ নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন নেহা । আর সেই কারণেই তখন তিনি সাফ জানিয়ে দেন যে তাঁর সঙ্গে আদিত্যর কোনও সম্পর্ক নেই । চ্যানেলের TRP বাড়ানোর জন্য ওই খবর রটানো হয়েছিল বলে জানান তিনি ।

মুম্বই : ইতিমধ্যেই একাধিক বলিউড সিনেমায় গান গেয়েছেন নেহা কক্কর । বেশিরভাগ গানই যথেষ্ট জনপ্রিয় । বলিউডের প্রথমসারির গায়িকাদের মধ্যে তিনি অন্যতম । তা সত্ত্বেও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোনও পারিশ্রম পান না বলে জানিয়েছেন নেহা ।

IANS-কে দেওয়া সাক্ষাৎকারে নেহা বলেন, "গান গাওয়ার জন্য বলিউড থেকে আমরা কোনও পারিশ্রমিক পাই না । আসলে তারা ভাবে এই গান যদি সুপারহিট তাহলে বিভিন্ন শো করে সেখান থেকেই আমরা টাকা উপার্জন করে নেব । তাই তারা আমাদের পারিশ্রমিক দেয় না ।"

তিনি বলেন, "লাইভ কনসার্ট থেকে যথেষ্ট ভালো টাকা উপার্জন করি । কিন্তু, বলিউড কিছুই দেয় না । আমাদের দিয়ে সিনেমায় গান গাওয়ায় । কিন্তু টাকা দেয় না ।"

কাজের দিক থেকে কিছুদিন আগে হানি সিংয়ের সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োতে দেখা গিয়েছিল নেহাকে । পঞ্জাবি ও রাশিয়ান ভাষার মিশ্রণে তৈরি করা হয়েছিল গানটি । রাশিয়ান ভাষায় গানের কথা লেখেন একাতেরিনা সিজ়োভা ।

এছাড়া বলিউডে 'গরমি', 'আঁখ মারে', 'ও সাকি', 'দিলবর' ও 'কালা চশমা'-র গান গেয়েছেন নেহা । যথেষ্ট জনপ্রিয় গান এগুলি । এছাড়া 'ইন্ডিয়ান আইডল'-এর বিচারক ছিলেন নেহা । শো-এর TRP বাড়ানোর জন্য তাঁর সঙ্গে সঞ্চালক আদিত্য নারায়ণের বিয়ের মিথ্যে খবর সম্প্রচারিত করে চ্যানেল কর্তৃপক্ষ । শো শেষ হওয়ার পরও এ নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন নেহা । আর সেই কারণেই তখন তিনি সাফ জানিয়ে দেন যে তাঁর সঙ্গে আদিত্যর কোনও সম্পর্ক নেই । চ্যানেলের TRP বাড়ানোর জন্য ওই খবর রটানো হয়েছিল বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.