ETV Bharat / sitara

পুজোর নতুন ফ্যাশন মৌনির হাত ধরে - মৌনি রায় কলকাতা

পুজো উপলক্ষ্যে নতুন ফ্যাশন কালেকশন লঞ্চ করতে কলকাতায় এলেন বলিউড মৌনি রায়।

Mouni Roy in Kolkata
author img

By

Published : Sep 6, 2019, 1:21 PM IST

কলকাতা : সামনেই পুজো। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই দশভূজা মা দুর্গা তাঁর চার ছেলেমেয়েকে নিয়ে মর্তে আগমন করবেন। আর বাঙালির এই উৎসবে নতুন পোশাক পরবে না, তা কি হয়? তাই বিশেষ করে পুজোকে কেন্দ্র করেই নতুন পোশাকের কালেকশন লঞ্চ করল একটি পোশাকের কোম্পানি। লঞ্চ করলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়।

Mouni Roy in Kolkata
মৌনি...
মৌনি বললেন, "এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েই আমি ঝাঁপিয়ে পড়ি। স্টুডেন্ট লাইফ থেকেই এই ব্র্যান্ড আকর্ষণীয়"। ফ্যাশনের সংজ্ঞা কী মৌনির কাছে? উত্তরে 'গোল্ড' খ্যাত অভিনেত্রী বললেন, "আমার কাছে ফ্যাশন আমার ব্যক্তিত্বেরই একটা এক্সটেনশন।"

এই পুজোয় কী প্ল্যান রয়েছে মৌনির? কোনদিন কোন পোশাক পরবেন তিনি? জানালেন ক্যামেরায়। দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

কলকাতা : সামনেই পুজো। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই দশভূজা মা দুর্গা তাঁর চার ছেলেমেয়েকে নিয়ে মর্তে আগমন করবেন। আর বাঙালির এই উৎসবে নতুন পোশাক পরবে না, তা কি হয়? তাই বিশেষ করে পুজোকে কেন্দ্র করেই নতুন পোশাকের কালেকশন লঞ্চ করল একটি পোশাকের কোম্পানি। লঞ্চ করলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়।

Mouni Roy in Kolkata
মৌনি...
মৌনি বললেন, "এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েই আমি ঝাঁপিয়ে পড়ি। স্টুডেন্ট লাইফ থেকেই এই ব্র্যান্ড আকর্ষণীয়"। ফ্যাশনের সংজ্ঞা কী মৌনির কাছে? উত্তরে 'গোল্ড' খ্যাত অভিনেত্রী বললেন, "আমার কাছে ফ্যাশন আমার ব্যক্তিত্বেরই একটা এক্সটেনশন।"

এই পুজোয় কী প্ল্যান রয়েছে মৌনির? কোনদিন কোন পোশাক পরবেন তিনি? জানালেন ক্যামেরায়। দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...
Intro:সামনেই পুজো। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই দশভূজা মা দুর্গা তাঁর চার ছেলেমেয়েকে নিয়ে মর্তে আগমন করবেন। আর বাঙালির এই উৎসবে সকলে নতুন পোশাক পরবে না, তা কি হয়? তাই বিশেষ করে পুজো কে কেন্দ্র করেই নতুন পোশাক লঞ্চ করল একটি পোশাকের কম্পানি।


Body:আর সেই পোশাক লঞ্চ করতেই মুম্বই থেকে কলকাতায় উড়ে এলেন অভিনেত্রী মৌনি রায়।


Conclusion:ফ্যাশন প্রিয় ট্রেন্ডি অভিনেত্রী কী বললেন ETV ভারত সিতারাকে?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.