ETV Bharat / sitara

গোলাপি বলের ঐতিহাসিক ম্যাচ দেখতে ইডেন আসছেন রানি

সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে আগামীকাল ইডেনে ভারত-বাংলাদেশের টেস্ট ম্য়াচ দেখতে আসছেন রানি মুখার্জি।

Rani Mukherjee latest news
author img

By

Published : Nov 21, 2019, 8:36 PM IST

কলকাতা : ভারত-বাংলাদেশের ম্যাচ দেখতে কলকাতায় আসছেন রানি মুখার্জি। গোলাপি বলের ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে শহরে পা দিয়েই সরাসরি ইডেনে উপস্থিত হবেন অভিনেত্রী।

কালকের এই ম্যাচ দেখতে ইডেনে চাঁদের হাট বসতে চলেছে। সর্বস্তরের বিশিষ্ট মানুষের উপস্থিতিতে এই ম্যাচ বিশেষ মাত্রা পেতে চলেছে। বোর্ড সভাপতি সৌরভের আমন্ত্রণে আগামীকাল কলকাতা এসে পৌঁছবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অবশ্যই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রানির উপস্থিতিও নজর কাড়বে ইডেনের মাঠে। এই প্রসঙ্গে উচ্ছ্বসিত নায়িকা নিজেও। তিনি বললেন, "এই প্রথম আমি ইডেন গার্ডেনে বসে কোনও ম্যাচ দেখব। আমি বাবা-মায়ের কাছে শুনেছি ইডেনের পরিবেশ কতটা ইলেক্ট্রিফাইং। ওরকম এক জায়গায় লাইভ ম্যাচ দেখার অভিজ্ঞতা দারুণ কিছু একটা হতে চলেছে।"

রানি মুখার্জির 'মর্দানি 2'-এর ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। ছবিটি আসন্ন 13 ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে। কলকাতায় এই ছবির প্রোমোশন নিয়েও ব্যস্ত থাকবেন রানি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : ভারত-বাংলাদেশের ম্যাচ দেখতে কলকাতায় আসছেন রানি মুখার্জি। গোলাপি বলের ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে শহরে পা দিয়েই সরাসরি ইডেনে উপস্থিত হবেন অভিনেত্রী।

কালকের এই ম্যাচ দেখতে ইডেনে চাঁদের হাট বসতে চলেছে। সর্বস্তরের বিশিষ্ট মানুষের উপস্থিতিতে এই ম্যাচ বিশেষ মাত্রা পেতে চলেছে। বোর্ড সভাপতি সৌরভের আমন্ত্রণে আগামীকাল কলকাতা এসে পৌঁছবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অবশ্যই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রানির উপস্থিতিও নজর কাড়বে ইডেনের মাঠে। এই প্রসঙ্গে উচ্ছ্বসিত নায়িকা নিজেও। তিনি বললেন, "এই প্রথম আমি ইডেন গার্ডেনে বসে কোনও ম্যাচ দেখব। আমি বাবা-মায়ের কাছে শুনেছি ইডেনের পরিবেশ কতটা ইলেক্ট্রিফাইং। ওরকম এক জায়গায় লাইভ ম্যাচ দেখার অভিজ্ঞতা দারুণ কিছু একটা হতে চলেছে।"

রানি মুখার্জির 'মর্দানি 2'-এর ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। ছবিটি আসন্ন 13 ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে। কলকাতায় এই ছবির প্রোমোশন নিয়েও ব্যস্ত থাকবেন রানি।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:কলকাতা, ২১ নভেম্বর: সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে আগামীকাল ইডেনে ভারত -বাংলাদেশের টেস্ট ম্যাচ দেখতে আসছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি । জানা গেছে, গোলাপি বলের খেলা দেখতে মুম্বাই থেকে আগামী কালই কলকাতায় আসছেন তিনি । শহরে পা দিয়ে সরাসরি হাজির হবেন ইডেনে গোলাপি বলের ঐতিহাসিক খেয়ার সাক্ষী থাকতে।


Body:ভারত - বাংলাদেশের ক্রিকে টেস্ট ম্যাচকে কেন্দ্র করে আগামী কাল ইডেনে বসছে যেন চাঁদের হাট। সর্বস্তরের বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে দুই দেশের ক্রিকেট ম্যাচ এক অন্য মাত্রা পেতে চলেছে । বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণ আগামী কাল সকালে কলকাতায় এসে পৌছেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । উপস্থিত রাজ্যের থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর পাশাপাশি চলচ্চিত্র এবং সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট মানুষেরা হাজির থাকবেন। সূত্রের খবর, আগামী কাল ইডেন বসে খেলা দেখবেন বলিউড নায়িকা রানি মুখার্জি। আগামী কাল ঐতিহাসিক দিন রাতের টেস্ট ম্যাচ দেখার জন্য আসছেন তিনি। এর পাশাপাশি সিনেমার স্যুটিং নিয়েও কলকাতায় কর্মসূচি রয়েছে রানির।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.