কলকাতা : ভারত-বাংলাদেশের ম্যাচ দেখতে কলকাতায় আসছেন রানি মুখার্জি। গোলাপি বলের ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে শহরে পা দিয়েই সরাসরি ইডেনে উপস্থিত হবেন অভিনেত্রী।
কালকের এই ম্যাচ দেখতে ইডেনে চাঁদের হাট বসতে চলেছে। সর্বস্তরের বিশিষ্ট মানুষের উপস্থিতিতে এই ম্যাচ বিশেষ মাত্রা পেতে চলেছে। বোর্ড সভাপতি সৌরভের আমন্ত্রণে আগামীকাল কলকাতা এসে পৌঁছবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অবশ্যই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রানির উপস্থিতিও নজর কাড়বে ইডেনের মাঠে। এই প্রসঙ্গে উচ্ছ্বসিত নায়িকা নিজেও। তিনি বললেন, "এই প্রথম আমি ইডেন গার্ডেনে বসে কোনও ম্যাচ দেখব। আমি বাবা-মায়ের কাছে শুনেছি ইডেনের পরিবেশ কতটা ইলেক্ট্রিফাইং। ওরকম এক জায়গায় লাইভ ম্যাচ দেখার অভিজ্ঞতা দারুণ কিছু একটা হতে চলেছে।"
রানি মুখার্জির 'মর্দানি 2'-এর ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শক মহলে। ছবিটি আসন্ন 13 ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে। কলকাতায় এই ছবির প্রোমোশন নিয়েও ব্যস্ত থাকবেন রানি।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">