ETV Bharat / sitara

'শিক্ষক' হৃতিককে চেজ় 'ছাত্র' টাইগারের - ওয়ার ট্রেলার

মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'ওয়ার'-এর অফিশিয়াল ট্রেলার।

ওয়ার ট্রেলার
author img

By

Published : Aug 27, 2019, 10:45 AM IST

মুম্বই : একদিকে হৃতিক তো অন্যদিকে টাইগার। একজন গ্রীক দেবতা তো অন্যজন শরীর চর্চার অনুপ্রেরণা। এই দুই অভিনেতা যখন একসঙ্গে এক ছবিতে, তখন তার ইম্প্যাক্ট যে কী হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। কিছুটা আন্দাজ পাওয়া গেল 'ওয়ার'-এর ট্রেলারে।

টানটান অ্যাকশনে 2 মিনিট 25 সেকেন্ডের এই ট্রেলার যেন হট কেক। পাতে পড়তেই সুপারহিট। মুহূর্তে লক্ষাধিক ভিউ। সিদ্ধার্থ আনন্দের পরিচালিত এই ছবি মুক্তি পাবে চলতি বছরের 2 অক্টোবর।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : একদিকে হৃতিক তো অন্যদিকে টাইগার। একজন গ্রীক দেবতা তো অন্যজন শরীর চর্চার অনুপ্রেরণা। এই দুই অভিনেতা যখন একসঙ্গে এক ছবিতে, তখন তার ইম্প্যাক্ট যে কী হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। কিছুটা আন্দাজ পাওয়া গেল 'ওয়ার'-এর ট্রেলারে।

টানটান অ্যাকশনে 2 মিনিট 25 সেকেন্ডের এই ট্রেলার যেন হট কেক। পাতে পড়তেই সুপারহিট। মুহূর্তে লক্ষাধিক ভিউ। সিদ্ধার্থ আনন্দের পরিচালিত এই ছবি মুক্তি পাবে চলতি বছরের 2 অক্টোবর।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

'শিক্ষক' হৃতিককে চেজ় 'ছাত্র' টাইগারের



মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'ওয়ার'-এর অফিশিয়াল ট্রেলার।



মুম্বই : একদিকে হৃতিক তো অন্যদিকে টাইগার। একজন গ্রীক দেবতা তো অন্যজন শরীর চর্চার অনুপ্রেরণা। এই দুই অভিনেতা যখন একসঙ্গে, তখন তার ইম্প্যাক্ট যে কী হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। কিছুটা আন্দাজ পাওয়া গেল 'ওয়ার'-এর ট্রেলারে।



টানটান অ্যাকশনে 2 মিনিট 25 সেকেন্ডের এই ট্রেলার যেন হট কেক। পাতে পড়তেই হিট। মুহূর্তে লক্ষাধিক ভিউ। সিদ্ধার্থ আনন্দের পরিচালিত এই ছবি মুক্তি পাবে চলতি বছরের 2 অক্টোবর।



দেখে নিন ট্রেলার...  


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.