ETV Bharat / sitara

রাহুল গান্ধিকে মোদির বায়োপিক দেখতে অনুরোধ বিবেকের - PM Narendra Modi

মোদির জয়ে খুশি অভিনেতা বিবেক ওবেরয়। তিনি বিশ্বাস করেন যে, ভালো কাজ করলে তার ফল ঠিকই পাওয়া যাবে। আর তাই নিজের আসন্ন ছবি 'PM নরেন্দ্র মোদি' নিয়েও আশাবাদী বিবেক।

রাহুল গান্ধি
author img

By

Published : May 23, 2019, 10:49 PM IST

মুম্বই : মোদির এই বায়োপিক নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সব বিতর্ক ভুলে শুধুমাত্র একটা ভালো কাজ দেখার তাগিদে এই ছবিটি সবাইকে দেখার অনুরোধ করেছেন বিবেক। আর সেই সবাইয়ের তালিকায় রয়েছেন রাহুল গান্ধিও। ANI কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন বিবেক।

বিবেক বলেন, "আমি জানি ওরা (কংগ্রেস) এখন ছবিটা নিয়ে অনেক ভাবনাচিন্তা করবে। তবে আমি রাহুল গান্ধি আর অন্য়ান্য প্রবীণ নেতাদের অনুরোধ করব ছবিটা দেখার। কারণ ছবিটা খুবই অনুপ্রেরণদায়ক। এটা দেখে ওঁরা হয়তো অনুপ্রাণিত হবেন।"

মোদির এই জয়কে উদযাপন করার অন্যতম উপায়টা বলেছেন বিবেক। তিনি বললেন, "আমি চাই মানুষ তাঁর পরিবারের সঙ্গে সিনেমা হলে এসে ছবিটা দেখে যাক। এভাবেই মোদির জয়কে সেলিব্রেট করা যায়। আর ছবিটা দেখে জাতীয়তাবোধও বৃদ্ধি পাবে মানুষের মনে।"

বিবেক ছাড়াও 'PM নরেন্দ্র মোদি' ছবিতে রয়েছে জ়রিনা ওয়াহাব, বরখা বিস্ত সেনগুপ্ত, বোমান ইরানি প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ২৪ মে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : মোদির এই বায়োপিক নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সব বিতর্ক ভুলে শুধুমাত্র একটা ভালো কাজ দেখার তাগিদে এই ছবিটি সবাইকে দেখার অনুরোধ করেছেন বিবেক। আর সেই সবাইয়ের তালিকায় রয়েছেন রাহুল গান্ধিও। ANI কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন বিবেক।

বিবেক বলেন, "আমি জানি ওরা (কংগ্রেস) এখন ছবিটা নিয়ে অনেক ভাবনাচিন্তা করবে। তবে আমি রাহুল গান্ধি আর অন্য়ান্য প্রবীণ নেতাদের অনুরোধ করব ছবিটা দেখার। কারণ ছবিটা খুবই অনুপ্রেরণদায়ক। এটা দেখে ওঁরা হয়তো অনুপ্রাণিত হবেন।"

মোদির এই জয়কে উদযাপন করার অন্যতম উপায়টা বলেছেন বিবেক। তিনি বললেন, "আমি চাই মানুষ তাঁর পরিবারের সঙ্গে সিনেমা হলে এসে ছবিটা দেখে যাক। এভাবেই মোদির জয়কে সেলিব্রেট করা যায়। আর ছবিটা দেখে জাতীয়তাবোধও বৃদ্ধি পাবে মানুষের মনে।"

বিবেক ছাড়াও 'PM নরেন্দ্র মোদি' ছবিতে রয়েছে জ়রিনা ওয়াহাব, বরখা বিস্ত সেনগুপ্ত, বোমান ইরানি প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ২৪ মে।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

রাহুল গান্ধিকে মোদির বায়োপিক দেখতে অনুরোধ বিবেকের



মোদির জয়ে খুশি অভিনেতা বিবেক ওবেরয়। তিনি বিশ্বাস করেন যে, ভালো কাজ করলে তার ফল ঠিকই পাওয়া যাবে। আর তাই নিজের আসন্ন ছবি 'PM নরেন্দ্র মোদি' নিয়েও আশাবাদী বিবেক।



মুম্বই : মোদির এই বায়োপিক নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সব বিতর্ক ভুলে শুধুমাত্র একটা ভালো কাজ দেখার তাগিদে এই ছবিটি সবাইকে দেখার অনুরোধ করেছেন বিবেক। আর সেই সবাইয়ের তালিকায় রয়েছেন রাহুল গান্ধিও। ANI কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন বিবেক।



বিবেক বলেন, "আমি জানি ওরা (কংগ্রেস) এখন ছবিটা নিয়ে অনেক ভাবনাচিন্তা করবে। তবে আমি রাহুল গান্ধি আর অন্য়ান্য প্রবীণ নেতাদের অনুরোধ করব ছবিটা দেখার। কারণ ছবিটা খুবই অনুপ্রেরণদায়ক। এটা দেখে ওঁরা হয়তো অনুপ্রাণিত হবেন।"



মোদির এই জয়কে উদযাপন করার অন্যতম উপায়টা বলেছেন বিবেক। তিনি বললেন, "আমি চাই মানুষ তাঁর পরিবারের সঙ্গে সিনেমা হলে এসে ছবিটা দেখে যাক। এভাবেই মোদির জয়কে সেলিব্রেট করা যায়। আর ছবিটা দেখে জাতীয়তাবোধও বৃদ্ধি পাবে মানুষের মনে।"



বিবেক ছাড়াও 'PM নরেন্দ্র মোদি' ছবিতে রয়েছে জ়রিনা ওয়াহাব, বরখা বিস্ত সেনগুপ্ত, বোমান ইরানি প্রমুখ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.