ETV Bharat / sitara

"মহিলাদের সম্মানের প্রতি আমি খুবই সতর্ক, ক্ষমা চাইতেও রাজি" - bollywood

একটি মিম শেয়ার করে রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন বিবেক ওবেরয়। পরিস্থিত এমনই যে জাতীয় মহিলা কমিশনও বিবেকের সমালোচনা করতে ছাড়েননি। এদিকে সোনম তো বলেই দিলেন বিবেকের কোনও ক্লাস নেই! এসবের মাঝেই মুখ খুললেন অভিনেতা।

বিবেক ওবেরয়
author img

By

Published : May 21, 2019, 8:53 AM IST

নয়াদিল্লি : ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন প্রাক্তন প্রেমিক বিবেক ওবেরয়। তাতেই সমালোচনায় পড়েছেন তিনি। প্রশ্ন উঠেছে মহিলাদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়েও। এর জেরেই এবার মুখ খুললেন বিবেক। বললেন, "মহিলাদের সম্মানের প্রতি আমি বরাবরই সতর্ক থাকি।" শুধু তাই নয় সমালোচনার জেরে তিনি জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইবেন বলেও জানান।

মিম শেয়ার করার বিষয় কড়া নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশন। মহারাষ্ট্র মহিলা কমিশন বিবেকের এই পোস্টে মহিলাদের অসম্মান করা হয়েছে বলেই মনে করছে।

এই প্রসঙ্গে বিবেক বলেন, "আমি মহিলা কমিশনের সঙ্গে দেখা করতে চাই। আজ দশবছর ধরে আমি মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে আসছি। এবং আমি এই বিষয় সোশাল মিডিয়ায় কোনও কথাই বলতে চাই না। আমি মহিলাদের সম্মানের বিষয় বরাবরই সতর্ক। আমি ব্য়ক্তিগতভাবে মনে করি যা হয়েছে এতে কোনও অসম্মান ছিল না। মহিলা কমিশনের সঙ্গে দেখা করতে চাই, তাঁরা যদি আমার কাছে ব্যাখ্যা চায় তাহলে আমি বলব। তেমন হলে ক্ষমা চাইব।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে বিবেককে মোদির চরিত্রে দেখা যাবে। এই ছবির প্রচারে খানিকটা লোকসভা নির্বাচন নিয়ে উৎসাহ দেখান বিবেক। তবে নির্বাচন শেষে এক্সিট পোল শুরু হয়। তাতেই একটি মিম ছড়িয়ে পড়ে। মিমটিতে দেখা যাচ্ছে সলমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হল ওপেনিয়ন পোল, বিবেকের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হল এক্সিট পোল।

সমালোচনার পর বিবেক লেখেন, "কেউ একজন এই মিমটা শেয়ার করেছিলেন, আমার দেখে হাসি পেয়েছে। এর মানে এই নয় যে আমি বাজে কথা বলছি বা কাউকে হেনস্থা বা অসম্মান করছি।"

তবে বিবেকের এই মন্তব্যের পর মহিলা কমিশন কী সিদ্ধান্ত নেবে তা তো সময়েই বলবে।

নয়াদিল্লি : ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন প্রাক্তন প্রেমিক বিবেক ওবেরয়। তাতেই সমালোচনায় পড়েছেন তিনি। প্রশ্ন উঠেছে মহিলাদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়েও। এর জেরেই এবার মুখ খুললেন বিবেক। বললেন, "মহিলাদের সম্মানের প্রতি আমি বরাবরই সতর্ক থাকি।" শুধু তাই নয় সমালোচনার জেরে তিনি জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইবেন বলেও জানান।

মিম শেয়ার করার বিষয় কড়া নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশন। মহারাষ্ট্র মহিলা কমিশন বিবেকের এই পোস্টে মহিলাদের অসম্মান করা হয়েছে বলেই মনে করছে।

এই প্রসঙ্গে বিবেক বলেন, "আমি মহিলা কমিশনের সঙ্গে দেখা করতে চাই। আজ দশবছর ধরে আমি মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে আসছি। এবং আমি এই বিষয় সোশাল মিডিয়ায় কোনও কথাই বলতে চাই না। আমি মহিলাদের সম্মানের বিষয় বরাবরই সতর্ক। আমি ব্য়ক্তিগতভাবে মনে করি যা হয়েছে এতে কোনও অসম্মান ছিল না। মহিলা কমিশনের সঙ্গে দেখা করতে চাই, তাঁরা যদি আমার কাছে ব্যাখ্যা চায় তাহলে আমি বলব। তেমন হলে ক্ষমা চাইব।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে বিবেককে মোদির চরিত্রে দেখা যাবে। এই ছবির প্রচারে খানিকটা লোকসভা নির্বাচন নিয়ে উৎসাহ দেখান বিবেক। তবে নির্বাচন শেষে এক্সিট পোল শুরু হয়। তাতেই একটি মিম ছড়িয়ে পড়ে। মিমটিতে দেখা যাচ্ছে সলমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হল ওপেনিয়ন পোল, বিবেকের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হল এক্সিট পোল।

সমালোচনার পর বিবেক লেখেন, "কেউ একজন এই মিমটা শেয়ার করেছিলেন, আমার দেখে হাসি পেয়েছে। এর মানে এই নয় যে আমি বাজে কথা বলছি বা কাউকে হেনস্থা বা অসম্মান করছি।"

তবে বিবেকের এই মন্তব্যের পর মহিলা কমিশন কী সিদ্ধান্ত নেবে তা তো সময়েই বলবে।

Intro:Body:

"মহিলাদের সম্মানের প্রতি আমি খুবই সতর্ক, ক্ষমা চাইতেও রাজি"



একটি মিম শেয়ার করে রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন বিবেক ওবেরয়। পরিস্থিত এমনই যে জাতীয় মহিলা কমিশনও বিবেকের সমালোচনা করতে ছাড়েননি। এদিকে সোনম তো বলেই দিলেন বিবেকের কোনও ক্লাস নেই! এসবের মাঝেই মুখ খুললেন অভিনেতা।



নয়াদিল্লি : ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন প্রাক্তন প্রেমিক বিবেক ওবেরয়। তাতেই সমালোচনায় পড়েছেন তিনি। প্রশ্ন উঠেছে মহিলাদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়েও। এর জেরেই এবার মুখ খুললেন বিবেক। বললেন, "মহিলাদের সম্মানের প্রতি আমি বরাবরই সতর্ক থাকি।" শুধু তাই নয় সমালোচনার জেরে তিনি জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইবেন বলেও জানান।



মিম শেয়ার করার বিষয় কড়া নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশন। মহারাষ্ট্র মহিলা কমিশন বিবেকের এই পোস্টে মহিলাদের অসম্মান করা হয়েছে বলেই মনে করছে।



এই প্রসঙ্গে বিবেক বলেন, "আমি মহিলা কমিশনের সঙ্গে দেখা করতে চাই। আজ দশবছর ধরে আমি মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে আসছি। এবং আমি এই বিষয় সোশাল মিডিয়ায় কোনও কথাই বলতে চাই না। আমি মহিলাদের সম্মানের বিষয় বরাবরই সতর্ক। আমি ব্য়ক্তিগতভাবে মনে করি যা হয়েছে এতে কোনও অসম্মান ছিল না। মহিলা কমিশনের সঙ্গে দেখা করতে চাই, তাঁরা যদি আমার কাছে ব্যাখ্যা চায় তাহলে আমি বলব। তেমন হলে ক্ষমা চাইব।"



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে বিবেককে মোদির চরিত্রে দেখা যাবে। এই ছবির প্রচারে খানিকটা লোকসভা নির্বাচন নিয়ে উৎসাহ দেখান বিবেক। তবে নির্বাচন শেষে এক্সিট পোল শুরু হয়। তাতেই একটি মিম ছড়িয়ে পড়ে। মিমটিতে দেখা যাচ্ছে সলমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হল ওপেনিয়ন পোল, বিবেকের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হল এক্সিট পোল।



সমালোচনার পর বিবেক লেখেন, "কেউ একজন এই মিমটা শেয়ার করেছিলেন, আমার দেখে হাসি পেয়েছে। এর মানে এই নয় যে আমি বাজে কথা বলছি বা কাউকে হেনস্থা বা অসম্মান করছি।"



তবে বিবেকের এই মন্তব্যের পর মহিলা কমিশন কী সিদ্ধান্ত নেবে তা তো সময়েই বলবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.