ETV Bharat / sitara

হেলমেট নেই, মাস্কও নেই...মুম্বইয়ের রাস্তায় বাইক চালিয়ে বিপাকে বিবেক - বিবেক ওবেরয়ের খবর

মুম্বইয়ের রাস্তায় স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে এক দারুণ বাইক রাইড উপভোগ করলেন বিবেক ওবেরয় । তবে হেলমেট এবং মাস্ক ছাড়া বাইক চালিয়ে বিপাকে পড়লেন অভিনেতা । মুম্বই পুলিশ ফাইন করল 500 টাকা । রয়েছে মামলা হওয়ার সম্ভাবনাও ।

Vivek Oberoi without helmet
Vivek Oberoi without helmet
author img

By

Published : Feb 20, 2021, 2:26 PM IST

মুম্বই : ভ্যালেন্টাইন'স ডে-র রাতে একেবারে সিনেমার হিরোর মতোই বাইক চালিয়ে স্ত্রী প্রিয়াঙ্কাকে উড়িয়ে নিয়ে গেলেন বিবেক ওবেরয় । তবে বাস্তবটা তো সিনেমার থেকে কিছুটা আলাদা । তাই সিনেমার হিরোরা যে কোনও পরিস্থিতিতে যেভাবে পার পেয়ে যায়, বিবেক সেভাবে পার পেলেন না ।

মাস্ক এবং হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে 500 টাকা ফাইন করা হল অভিনেতাকে । শুধু তাই নয়, ওই অবস্থায় বিবেক তাঁর অনুরাগীদের সঙ্গে সেলফি তুলেছেন, সামাজিক দূরত্ব না মেনে মাস্ক ছাড়াই তাদের সঙ্গে কথা বলেছেন । আর নিজেই সেই ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ।

Vivek Oberoi without helmet
ছবি সৌজন্যে আই.এ.এন.এস

তাই বলা যায়, নিজের দোষেই বিপদ ডেকে এনেছেন বিবেক । প্রথমত তিনি কোনও নিয়ম মানেননি, দ্বিতীয়ত নিজেই সেই অনিয়মের ভিডিয়ো সকলকে ডেকে ডেকে দেখিয়েছেন । পুলিশের নজর কি এড়িয়ে যাবে ? তার উপর সেলেব্রিটি বলে কথা !

ফলে যা হওয়ার তাই হয়েছে । হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য তাঁকে 500 টাকা ফাইন করা হয়েছে । আর লকডাউন পরবর্তী নিয়ম না মানার জন্য বিবেকের নামে আরও একটি মামলা হবে বলে শোনা যাচ্ছে ।

দেখে নিন বিবেকের ভ্যালেন্টাইন'স ডের 'নিয়মভাঙা' উদযাপন...

মুম্বই : ভ্যালেন্টাইন'স ডে-র রাতে একেবারে সিনেমার হিরোর মতোই বাইক চালিয়ে স্ত্রী প্রিয়াঙ্কাকে উড়িয়ে নিয়ে গেলেন বিবেক ওবেরয় । তবে বাস্তবটা তো সিনেমার থেকে কিছুটা আলাদা । তাই সিনেমার হিরোরা যে কোনও পরিস্থিতিতে যেভাবে পার পেয়ে যায়, বিবেক সেভাবে পার পেলেন না ।

মাস্ক এবং হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে 500 টাকা ফাইন করা হল অভিনেতাকে । শুধু তাই নয়, ওই অবস্থায় বিবেক তাঁর অনুরাগীদের সঙ্গে সেলফি তুলেছেন, সামাজিক দূরত্ব না মেনে মাস্ক ছাড়াই তাদের সঙ্গে কথা বলেছেন । আর নিজেই সেই ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে ।

Vivek Oberoi without helmet
ছবি সৌজন্যে আই.এ.এন.এস

তাই বলা যায়, নিজের দোষেই বিপদ ডেকে এনেছেন বিবেক । প্রথমত তিনি কোনও নিয়ম মানেননি, দ্বিতীয়ত নিজেই সেই অনিয়মের ভিডিয়ো সকলকে ডেকে ডেকে দেখিয়েছেন । পুলিশের নজর কি এড়িয়ে যাবে ? তার উপর সেলেব্রিটি বলে কথা !

ফলে যা হওয়ার তাই হয়েছে । হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য তাঁকে 500 টাকা ফাইন করা হয়েছে । আর লকডাউন পরবর্তী নিয়ম না মানার জন্য বিবেকের নামে আরও একটি মামলা হবে বলে শোনা যাচ্ছে ।

দেখে নিন বিবেকের ভ্যালেন্টাইন'স ডের 'নিয়মভাঙা' উদযাপন...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.