ETV Bharat / sitara

থ্রিলার ছবি 'ইতি' প্রযোজনা করবেন বিবেক - Vivek Oberoi producer

আজ ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করেন বিবেক । কোনও একটি ঘন জঙ্গলে ছবি তুলে ধরা হয়েছে পোস্টারে । অন্ধকার আর রহস্য দানা বেঁধেছে সেখানে ।

োে্
োে্
author img

By

Published : Jun 30, 2020, 9:07 PM IST

মুম্বই : এবার প্রযোজকের ভূমিকায় বিবেক ওবেরয় । একটি থ্রিলার ছবির প্রযোজনা করতে চলেছেন তিনি । ছবির নাম 'ইতি : ক্যান ইউ সলভ ইওর ওন মার্ডার ?'। সম্প্রতি একথা ঘোষণা করেন বিবেক নিজেই ।

ছবিটি পরিচালনা করছেন বিশাল মিশ্র । ছবি প্রসঙ্গে বিবেক বলেন, "বিশাল যখন আমাকে ছবির গল্পটা শোনায় তখনই আমার এটা খুব ভালো লাগে । সঙ্গে সঙ্গেই ঠিক করে নিই যে ছবিটি প্রযোজনা করব । নিশ্চিত যে ছবিটি খুব ভালো হতে চলেছে ।" চলতি বছরের শেষের দিকেই শুরু হতে পারে শুটিং ।

আজ ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করেন বিবেক । কোনও একটি ঘন জঙ্গলে ছবি তুলে ধরা হয়েছে পোস্টারে । অন্ধকার আর রহস্য দানা বেঁধেছে সেখানে । তার ক্যাপশনে লেখেন, "আনন্দের সঙ্গে আমার প্রথম ছবির কথ ঘোষণা করছি 'ইতি'। এটি প্রযোজনা করছে মন্দিরা এন্টারটেনমেন্ট ও আমার প্রযোজনা সংস্থা ওবেরয় মেগা এন্টারটেনমেন্ট । এই থ্রিলার পরিচালনা করছেন বিশাল মিশ্র । আশাকরি অক্টোবরেই শুটিং শুরু করতে পারব আমরা ।"

এক মহিলার খুনকে কেন্দ্র করেই তৈরি হবে ছবি । এদিকে সময়ের বিপরীতে হেঁটে নিজের খুনের রহস্যের কিনারা করবে ওই মহিলা নিজেই । তবে অভিযুক্তের পরিচয় পাওয়া যাবে ছবির একেবারে শেষে গিয়ে ।

এর আগে আরও একটি ছবি প্রযোজনা করার কথা ঘোষণা করেছিলেন বিবেক । জানিয়েছিলেন, বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে ছবি তৈরি করবেন তিনি । আর সেই ছবির মাধ্যমেই কুর্নিশ জানাবেন ভারতীয় বায়ু সেনাকে । জম্মু, কাশ্মীর, দিল্লি ও আগ্রার বিভিন্ন অংশে হবে শুটিং ।

2019-এর 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন 40 জন জওয়ান । এর 13 দিন পর ভারতীয় বায়ুসেনার তরফে বালাকোটে জঙ্গিনিধন অভিযান চালানো হয় । সেই অভিযানে 130 থেকে 170 জন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গিয়েছিল ।

মুম্বই : এবার প্রযোজকের ভূমিকায় বিবেক ওবেরয় । একটি থ্রিলার ছবির প্রযোজনা করতে চলেছেন তিনি । ছবির নাম 'ইতি : ক্যান ইউ সলভ ইওর ওন মার্ডার ?'। সম্প্রতি একথা ঘোষণা করেন বিবেক নিজেই ।

ছবিটি পরিচালনা করছেন বিশাল মিশ্র । ছবি প্রসঙ্গে বিবেক বলেন, "বিশাল যখন আমাকে ছবির গল্পটা শোনায় তখনই আমার এটা খুব ভালো লাগে । সঙ্গে সঙ্গেই ঠিক করে নিই যে ছবিটি প্রযোজনা করব । নিশ্চিত যে ছবিটি খুব ভালো হতে চলেছে ।" চলতি বছরের শেষের দিকেই শুরু হতে পারে শুটিং ।

আজ ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করেন বিবেক । কোনও একটি ঘন জঙ্গলে ছবি তুলে ধরা হয়েছে পোস্টারে । অন্ধকার আর রহস্য দানা বেঁধেছে সেখানে । তার ক্যাপশনে লেখেন, "আনন্দের সঙ্গে আমার প্রথম ছবির কথ ঘোষণা করছি 'ইতি'। এটি প্রযোজনা করছে মন্দিরা এন্টারটেনমেন্ট ও আমার প্রযোজনা সংস্থা ওবেরয় মেগা এন্টারটেনমেন্ট । এই থ্রিলার পরিচালনা করছেন বিশাল মিশ্র । আশাকরি অক্টোবরেই শুটিং শুরু করতে পারব আমরা ।"

এক মহিলার খুনকে কেন্দ্র করেই তৈরি হবে ছবি । এদিকে সময়ের বিপরীতে হেঁটে নিজের খুনের রহস্যের কিনারা করবে ওই মহিলা নিজেই । তবে অভিযুক্তের পরিচয় পাওয়া যাবে ছবির একেবারে শেষে গিয়ে ।

এর আগে আরও একটি ছবি প্রযোজনা করার কথা ঘোষণা করেছিলেন বিবেক । জানিয়েছিলেন, বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে ছবি তৈরি করবেন তিনি । আর সেই ছবির মাধ্যমেই কুর্নিশ জানাবেন ভারতীয় বায়ু সেনাকে । জম্মু, কাশ্মীর, দিল্লি ও আগ্রার বিভিন্ন অংশে হবে শুটিং ।

2019-এর 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন 40 জন জওয়ান । এর 13 দিন পর ভারতীয় বায়ুসেনার তরফে বালাকোটে জঙ্গিনিধন অভিযান চালানো হয় । সেই অভিযানে 130 থেকে 170 জন জইশ-ই-মহম্মদ জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গিয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.