ETV Bharat / sitara

বিক্রান্তের ঝুলিতে নতুন ছবি - বিক্রান্ত মাসে

অভিনেতা বিক্রান্তের মাসের ঝুলিতে এবার নতুন ছবি । 2017 সালের তামিল থ্রিলার 'মানাগরম'-এর হিন্দি রিমেকে দেখা যাবে তাঁকে ।

vikrant massey tamil thriller
vikrant massey tamil thriller
author img

By

Published : Oct 8, 2020, 8:40 PM IST

মুম্বই : হিরোসুলভ চেহারা নয়, নেই কোনও গডফাদার, স্টারডম-গ্ল্যামারের চাকচিক্য নেই । শুধু অভিনয়ের জোরে আজ বলিউডের অন্যতম বিশ্বাসযোগ্য অভিনেতা বিক্রান্ত মাসে । এবার তাঁর ঝুলিতে এবার নতুন ছবি । 2017 সালের তামিল থ্রিলার 'মানাগরম'-এর হিন্দি রিমেকে দেখা যাবে তাঁকে ।

IANS-কে অভিনেতা বললেন, "আজকের দিনে দাঁড়িয়ে একজন অভিনেতার কাজ হয় দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা, যাতে দর্শকের সময় ও টাকা কোনওটাই নষ্ট না হয় । স্ক্রিন সাইজ়ের উপর নির্ভর করে না সেটা । আমার কাজ শুধু ভালো কিছু ডেলিভারি করা ।"

'অশোক'-এর পরিচালক সন্তোষ সিভন এই ছবির পরিচালক । সন্তোষের কলটা পেয়ে খুশিতে প্রায় পাগল হয়ে গেছিলেন বিক্রান্ত ।

vikrant massey tamil thriller
.

"আমি বিশ্বাস করতে পারিনি এটা হচ্ছে । 'অশোক' আমার অন্যতম প্রিয় একটা সিনেমা । সেই ছবির পরিচালকের কাছ থেকে ফোন পেয়ে খুশি ধরে রাখতে পারিনি ।", বললেন অভিনেতা ।

মিষ্টি হাসি আর নরম স্বভাবের ছেলেটাকে এই ছবিতে অ্যাঙ্গরি ইয়ং ম্যানের অবতারে দেখা যাবে । তবে এখনও কোনও নাম ঠিক হয়নি । আপাতত নেটফ্লিক্স প্রজেক্ট 'গিনি ওয়েডস সানি'-র আসন্ন মুক্তি নিয়ে ব্যস্ত বিক্রান্ত ।

মুম্বই : হিরোসুলভ চেহারা নয়, নেই কোনও গডফাদার, স্টারডম-গ্ল্যামারের চাকচিক্য নেই । শুধু অভিনয়ের জোরে আজ বলিউডের অন্যতম বিশ্বাসযোগ্য অভিনেতা বিক্রান্ত মাসে । এবার তাঁর ঝুলিতে এবার নতুন ছবি । 2017 সালের তামিল থ্রিলার 'মানাগরম'-এর হিন্দি রিমেকে দেখা যাবে তাঁকে ।

IANS-কে অভিনেতা বললেন, "আজকের দিনে দাঁড়িয়ে একজন অভিনেতার কাজ হয় দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা, যাতে দর্শকের সময় ও টাকা কোনওটাই নষ্ট না হয় । স্ক্রিন সাইজ়ের উপর নির্ভর করে না সেটা । আমার কাজ শুধু ভালো কিছু ডেলিভারি করা ।"

'অশোক'-এর পরিচালক সন্তোষ সিভন এই ছবির পরিচালক । সন্তোষের কলটা পেয়ে খুশিতে প্রায় পাগল হয়ে গেছিলেন বিক্রান্ত ।

vikrant massey tamil thriller
.

"আমি বিশ্বাস করতে পারিনি এটা হচ্ছে । 'অশোক' আমার অন্যতম প্রিয় একটা সিনেমা । সেই ছবির পরিচালকের কাছ থেকে ফোন পেয়ে খুশি ধরে রাখতে পারিনি ।", বললেন অভিনেতা ।

মিষ্টি হাসি আর নরম স্বভাবের ছেলেটাকে এই ছবিতে অ্যাঙ্গরি ইয়ং ম্যানের অবতারে দেখা যাবে । তবে এখনও কোনও নাম ঠিক হয়নি । আপাতত নেটফ্লিক্স প্রজেক্ট 'গিনি ওয়েডস সানি'-র আসন্ন মুক্তি নিয়ে ব্যস্ত বিক্রান্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.