মুম্বই : সোশাল মিডিয়া থেকে সন্তানকে দূরে রাখার কথা বলেছিলেন অনুষ্কা । বলেছিলেন, তাঁদের সন্তান সোশাল মিডিয়ায় আসবে কি আসবে না সেটা তার বিষয় । তবে তাঁদের সন্তানের জন্মের কিছুক্ষণ পরই ইনস্টাগ্রামে এক সদ্যোজাতর পায়ের ছবি পোস্ট করেন বিরাট কোহলির দাদা বিকাশ কোহলি । ছবির নিচে লেখা "স্বাগত"।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, "বাড়িতে এক পরীর আগমন"। তবে সেই পায়ের ছবি বিরাট ও অনুষ্কার সন্তানেরই কি না তা স্পষ্ট নয় । তবে যেহেতু ছবিটি বিকাশ পোস্ট করেছেন তাই তা তাঁদেরই সন্তানের বলে মনে করছেন অনেকে । তাই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই কমেন্ট বক্স শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন অনুরাগীরা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের মাঝপথেই দেশে ফিরে আসেন বিরাট । অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট খেলেই দেশে ফেরার বিমান ধরেন । এছাড়া এই কয়েকটা দিন স্ত্রীর খেয়াল রাখার ক্ষেত্রে কোনওরকম ফাঁক রাখেননি তিনি । প্রতিটা কাজে যতটা সম্ভব স্ত্রীকে সাহায্য করেছিলেন । এমনকী, যোগ ব্যায়ামের সময়ও অনুষ্কাকে সাহায্য করতে দেখা গিয়েছিল তাঁকে ।
- — Virat Kohli (@imVkohli) January 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Virat Kohli (@imVkohli) January 11, 2021
">— Virat Kohli (@imVkohli) January 11, 2021
অবশেষে গতকাল দুপুরেই তাঁদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম সন্তান । এরপর টুইট করে অনুরাগীদের এই সুখবর দেন কোহলি নিজেই । তিনি লিখেছিলেন, "খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে দুপুরে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে । আপনাদের সকলের ভালোবাসা, প্রার্থনা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ । অনুষ্কা এবং সন্তান দুজনেই ভালো আছে । আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হল ।"
আরও পড়ুন : "আমাদের সন্তান বিশেষ কেউ নয়, সে অন্য বাচ্চাদের মতোই হবে"