ETV Bharat / sitara

সোনুর কাজে খুশি হয়ে তাঁর জন্মস্থানের নামে ডিশ বানালেন বিকাশ

সেলেব্রিটি শেফ বিকাশ খান্না । আর অভিনেতা সোনু সুদ । এই দু'জনের মধ্যে মিল খুঁজছেন ? এঁরা দু'জনেই কোরোনা মোকাবিলায় দুস্থদের সাহায্য করছেন অবিরাম । সোনুর কাজে খুশি হয়ে বিশেষ উপহার দিলেন বিকাশ ।

vikash khanna on sonu sood
vikash khanna on sonu sood
author img

By

Published : May 20, 2020, 10:01 PM IST

মুম্বই : ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে বিশেষ বাসের ব্যবস্থা করেছেন সোনু সুদ । তাঁর এই উদ্য়োগে ধন্য ধন্য করছে দেশবাসী । বহু অসহায় শ্রমিক তাঁদের বাড়ি পৌঁছেছেন সোনুর সহায়তায় । অভিনেতার এই প্রয়াসে মুগ্ধ সেলেব্রিটি শেফ নিউ ইয়র্ক নিবাসী বিকাশ খান্না ।

তাই তিনি একটি বিশেষ উপহার দিলেন সোনুকে । শেফ বানালেন একটি নতুন ডিশ । নামকরণ করলেন সোনুর জন্মস্থান 'মোগা'-র নামে । খবরটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বিকাশ ।

ক্যাপশনে লিখেছেন, "ডিয়ার সোনু সুদ, প্রতিদিন তুমি আমাদের অনুপ্রেরণা দিচ্ছ । এখনই তোমায় কিছু রান্না করে খাওয়াতে পারছি না । তাই এই ডিশের নাম দিচ্ছি তোমার জন্মস্থান 'মোগা'-র নামে । রেসপেক্ট, রিয়েল হিরো..."

বিকাশের এই উপহারে খুব খুশি সোনু । শেফকে তিনি তকমা দিলেন 'বিশ্বের সেরা শেফ' বলে । দেখে নিন টুইট...

মুম্বই : ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে বিশেষ বাসের ব্যবস্থা করেছেন সোনু সুদ । তাঁর এই উদ্য়োগে ধন্য ধন্য করছে দেশবাসী । বহু অসহায় শ্রমিক তাঁদের বাড়ি পৌঁছেছেন সোনুর সহায়তায় । অভিনেতার এই প্রয়াসে মুগ্ধ সেলেব্রিটি শেফ নিউ ইয়র্ক নিবাসী বিকাশ খান্না ।

তাই তিনি একটি বিশেষ উপহার দিলেন সোনুকে । শেফ বানালেন একটি নতুন ডিশ । নামকরণ করলেন সোনুর জন্মস্থান 'মোগা'-র নামে । খবরটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বিকাশ ।

ক্যাপশনে লিখেছেন, "ডিয়ার সোনু সুদ, প্রতিদিন তুমি আমাদের অনুপ্রেরণা দিচ্ছ । এখনই তোমায় কিছু রান্না করে খাওয়াতে পারছি না । তাই এই ডিশের নাম দিচ্ছি তোমার জন্মস্থান 'মোগা'-র নামে । রেসপেক্ট, রিয়েল হিরো..."

বিকাশের এই উপহারে খুব খুশি সোনু । শেফকে তিনি তকমা দিলেন 'বিশ্বের সেরা শেফ' বলে । দেখে নিন টুইট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.