ETV Bharat / sitara

প্রথম ছবিতেই অস্কার, 'দ্য লাস্ট কালার' নিয়ে কী বললেন বিকাশ ?

ছিলেন সেলেব্রিটি শেফ, হলেন পরিচালক । আর প্রথম ছবিতেই দাগ কাটলেন বিকাশ খান্না । এই সাফল্যের সবচেয়ে বেশি ক্রেডিট তিনি দিলেন অভিনেত্রী নীনা গুপ্তকে, যিনি 'দ্য লাস্ট কালার'-এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ।

Vikas Khanna praised neena gupta
Vikas Khanna praised neena gupta
author img

By

Published : Nov 29, 2020, 11:15 AM IST

মুম্বই : সেলেব্রিটি শেফ হিসেবে সারাবিশ্বে বিকাশ খান্নার নাম প্রচলিত । তবে তিনি যে এত ভালো পরিচালক হতে পারেন, কে ভেবেছিল ? নিজের লেখা বই 'দ্য লাস্ট কালার'-কে সিনেমায় রূপান্তরিত করেছেন বিকাশ । আর প্রথম ছবিতেই একাধিক আন্তর্জাতিক পুরস্কার তাঁর ঝুলিতে ।

নীনা গুপ্তর অভিনয়ে মুগ্ধ বিকাশ । বললেন, "নীনাজি এক বারেই পারফেক্ট শট দিতেন । উনিই আমায় 'দ্য লাস্ট কালার' তৈরির জন্য আত্মবিশ্বাস জুগিয়েছেন । এই ছবি আমি ওঁকেই উৎসর্গ করেছি ।"

Vikas Khanna praised neena gupta
বিকাশ

সিনেমাপ্রেমীদের জন্য রয়েছে একটি সুখবর । মুম্বই, কলকাতা, দিল্লি NCR, আহমেদাবাদ, পুনে, এলাহাবাদ ও ভুবনেশ্বরের PVR মাল্টিপ্লেক্সে মুক্তি পেতে চলেছে 'দ্য লাস্ট কালার' । এই বিষয়টি নিয়ে পরিচালক ও অভিনেত্রী দু'জনেই খুব উচ্ছ্বসিত ।

আমাদের দেশে এখনও বৈধব্যের রঙ সাদা । বিধবা মহিলারা সারাটা জীবন সাদা শাড়ি পরেই কাটান । বেনারসে থাকা এমনই এক বিধবার গল্প বলবে 'দ্য লাস্ট কালার' । তার জীবন থেকে যখন সব রঙ মুছে গেছে, সেই সময় এক 9 বছরের ছেলের সঙ্গে বন্ধুত্ব হঠাৎ । সেই ছেলে তার জীবনে রঙ আনার প্রতীজ্ঞা করে । কীভাবে ? তার জন্য় তো দেখতে হবে ছবিটা ।

90 মিনিট দৈর্ঘ্যের 'দ্য লাস্ট কালার' দেখার জন্য মুখিয়ে দর্শক ।

মুম্বই : সেলেব্রিটি শেফ হিসেবে সারাবিশ্বে বিকাশ খান্নার নাম প্রচলিত । তবে তিনি যে এত ভালো পরিচালক হতে পারেন, কে ভেবেছিল ? নিজের লেখা বই 'দ্য লাস্ট কালার'-কে সিনেমায় রূপান্তরিত করেছেন বিকাশ । আর প্রথম ছবিতেই একাধিক আন্তর্জাতিক পুরস্কার তাঁর ঝুলিতে ।

নীনা গুপ্তর অভিনয়ে মুগ্ধ বিকাশ । বললেন, "নীনাজি এক বারেই পারফেক্ট শট দিতেন । উনিই আমায় 'দ্য লাস্ট কালার' তৈরির জন্য আত্মবিশ্বাস জুগিয়েছেন । এই ছবি আমি ওঁকেই উৎসর্গ করেছি ।"

Vikas Khanna praised neena gupta
বিকাশ

সিনেমাপ্রেমীদের জন্য রয়েছে একটি সুখবর । মুম্বই, কলকাতা, দিল্লি NCR, আহমেদাবাদ, পুনে, এলাহাবাদ ও ভুবনেশ্বরের PVR মাল্টিপ্লেক্সে মুক্তি পেতে চলেছে 'দ্য লাস্ট কালার' । এই বিষয়টি নিয়ে পরিচালক ও অভিনেত্রী দু'জনেই খুব উচ্ছ্বসিত ।

আমাদের দেশে এখনও বৈধব্যের রঙ সাদা । বিধবা মহিলারা সারাটা জীবন সাদা শাড়ি পরেই কাটান । বেনারসে থাকা এমনই এক বিধবার গল্প বলবে 'দ্য লাস্ট কালার' । তার জীবন থেকে যখন সব রঙ মুছে গেছে, সেই সময় এক 9 বছরের ছেলের সঙ্গে বন্ধুত্ব হঠাৎ । সেই ছেলে তার জীবনে রঙ আনার প্রতীজ্ঞা করে । কীভাবে ? তার জন্য় তো দেখতে হবে ছবিটা ।

90 মিনিট দৈর্ঘ্যের 'দ্য লাস্ট কালার' দেখার জন্য মুখিয়ে দর্শক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.