মুম্বই : বলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রী বিদ্যা বালান। তবে সব আলোর পিছনেই একটা অন্ধকার থাকে। ক্যারিয়ারের শুরুতে টানা তিন বছর কোনও কাজ পাননি বিদ্য়া। পরপর রিজেকশনের মুখোমুখি হয়েছিলেন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিদ্যা বলেন, "দক্ষিণের ছবি থেকে টানা তিন বছর আমি শুধু রিজেকশনই পেয়েছি। সেইসব দিনগুলোতে আমি কাঁদতে কাঁদতে ঘুমোতে যেতাম। তবে পরের দিন সকালে আমি হাসিমুখে উঠতাম, ভাবতাম এবার ভালো কিছু হবে। এভাবেই 'পরিণীতা' আসে আমার জীবনে।"
তবে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরও স্ট্রাগল বন্ধ হয়নি বিদ্যার। তাঁর শরীর নিয়ে প্রতিমুহূর্তে ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। উত্তর দিতে হয় সমালোচনার। কিন্তু, সবাই একবাক্যে এটা স্বীকার করেন যে, অভিনেত্রী হিসেবে কোনও জবাব নেই বিদ্যার।
সম্প্রতি বিদ্য়া তামিল ছবি 'নারকোন্ডা পারভাই'-তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। বক্স অফিস কাঁপাচ্ছে সেই ছবি। অনিরুদ্ধ রায়চৌধুরির 'পিঙ্ক'-এর রিমেক এই ছবিটি। ছবিটি প্রযোজনা করেছেন বনি কাপুর। শ্রীদেবীর ইচ্ছা ছিল ছবিটির তামিল রিমেক হোক। শুধুমাত্র শ্রীদেবীর প্রতি ভালোবাসা থেকেই ক্যামিও চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন বিদ্যা, জানালেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।