মুম্বই : মুক্তি পেল 'শকুন্তলা দেবী'-র ট্রেলার । মুখ্যচরিত্রে রয়েছেন বিদ্যা বালন । সেখানে একজন তুখোর গণিতজ্ঞের চরিত্রে দেখা গেল তাঁকে ।
শকুন্তলা দেবীর নম্বরের উপর যথেষ্ট দক্ষতা ছিল । পাঁচ বছর বয়সে তাঁর প্রতিভা প্রথম ধরা পড়ে । ওই বয়সেই 18 বছরের ছাত্রছাত্রীদের অঙ্কের সমাধান করে দিতেন । যদিও তিনি কখনও কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি । নম্বরের উপর প্রতিভার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের 1982-র সংস্করণে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি । 'মানব কম্পিউটার' হিসেবে পরিচিত ছিলেন ।
ছবিতে শকুন্তলাদেবীর মেয়ে অনুপমা ব্যানার্জির চরিত্রে অভিনয় করবেন সানিয়া মলহোত্রা । এছাড়াও থাকবেন অমিত সাধ । 2020 সালের 8 মে মুক্তি পাবে ছবিটি । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে হল কবে খুলবে তা এখন অনিশ্চিত । সেই কারণেই ছবিটি ডিজিটালে রিলিজ় করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা । 31 জুলাই অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে ছবিটি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
গতকালই ট্রেলার মুক্তির দিনের কথা ঘোষণা করেছিলেন বিদ্যা । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । সেখানে বলেন, "আমি শকুন্তলা । আমার বেস্ট ফ্রেন্ড অঙ্কের সঙ্গে তোমরা পরিচয় করতে চাও ?" আজই যে ট্রেলার মুক্তি পাচ্ছে সেকথা সেখানেই ঘোষণা করেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে শকুন্তলাদেবীর চরিত্র বিদ্যা স্ক্রিনে কতটা ফুটিয়ে তুলতে পারলেন তা জানার জন্য ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে ।