ETV Bharat / sitara

পরবর্তী ছবি ঘোষণা বিদ্যার - শেরনি

বিদ্যা বালনের পরবর্তী ছবি 'শেরনি'। সম্প্রতি সোশাল মিডিয়ায় সেকথা শেয়ার করেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : Feb 14, 2020, 10:54 AM IST

মুম্বই : পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন বিদ্যা বালন । ছবির নাম 'শেরনি'। ছবিটি পরিচালনা করবেন অমিত মাসুরকর । প্রযোজনায় ভূষণ কুমার ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে পরবর্তী ছবির কথা ঘোষণা করেন তিনি । ছবির ব্যাকগ্রাউন্ড ডোরা কাটা । তার উপর সিনেমার নামের পাশাপাশি লেখা পরিচালক ও প্রযোজকদের নাম । ছবির ক্যাপশনে বিদ্যা লেখেন, "আমার পরবর্তী ছবির কথা ঘোষণা করছি । যার নাম 'শেরনি'। শুটিংয়ের জন্য অপেক্ষা করতে পারছি না ।" তবে ছবির বিষয়বস্তু সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ।

এছাড়া শকুন্তলা দেবীর বায়োপিকেও অভিনয় করছেন তিনি । শকুন্তলা দেবী ছিলেন 'মানব কম্পিউটার'। তাঁকে নিয়ে ছবি তৈরি করছেন অনু মেনন মুখ্য চরিত্রে রয়েছেন বিদ্যা বালন । শকুন্তলা দেবীর নম্বরের উপর যথেষ্ট দক্ষতা ছিল । পাঁচ বছর বয়সে তাঁর প্রতিভা প্রথম ধরা পড়ে । ওই বয়সেই 18 বছরের ছাত্রছাত্রীদের অঙ্কের সমাধান করে দিতেন । যদিও তিনি কখনও কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি । নম্বরের উপর প্রতিভার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের 1982-র সংস্করণে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি । বিদ্যা ছাড়াও এই ছবিতে রয়েছেন সানিয়া মালহোত্রা ও যীশু সেনগুপ্ত ।

চলতি বছরের 8 মে মাসে মুক্তি পাবে 'শকুন্তলা দেবী'।

মুম্বই : পরবর্তী ছবির কথা ঘোষণা করলেন বিদ্যা বালন । ছবির নাম 'শেরনি'। ছবিটি পরিচালনা করবেন অমিত মাসুরকর । প্রযোজনায় ভূষণ কুমার ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে পরবর্তী ছবির কথা ঘোষণা করেন তিনি । ছবির ব্যাকগ্রাউন্ড ডোরা কাটা । তার উপর সিনেমার নামের পাশাপাশি লেখা পরিচালক ও প্রযোজকদের নাম । ছবির ক্যাপশনে বিদ্যা লেখেন, "আমার পরবর্তী ছবির কথা ঘোষণা করছি । যার নাম 'শেরনি'। শুটিংয়ের জন্য অপেক্ষা করতে পারছি না ।" তবে ছবির বিষয়বস্তু সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ।

এছাড়া শকুন্তলা দেবীর বায়োপিকেও অভিনয় করছেন তিনি । শকুন্তলা দেবী ছিলেন 'মানব কম্পিউটার'। তাঁকে নিয়ে ছবি তৈরি করছেন অনু মেনন মুখ্য চরিত্রে রয়েছেন বিদ্যা বালন । শকুন্তলা দেবীর নম্বরের উপর যথেষ্ট দক্ষতা ছিল । পাঁচ বছর বয়সে তাঁর প্রতিভা প্রথম ধরা পড়ে । ওই বয়সেই 18 বছরের ছাত্রছাত্রীদের অঙ্কের সমাধান করে দিতেন । যদিও তিনি কখনও কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি । নম্বরের উপর প্রতিভার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের 1982-র সংস্করণে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি । বিদ্যা ছাড়াও এই ছবিতে রয়েছেন সানিয়া মালহোত্রা ও যীশু সেনগুপ্ত ।

চলতি বছরের 8 মে মাসে মুক্তি পাবে 'শকুন্তলা দেবী'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.