ETV Bharat / sitara

শুটিংয়ে আহত ভিকি কৌশল - Udam Singh

ANI সূত্রে খবর, অ্যাকশনের দৃশ্য করতে গিয়ে আহত হয়েছেন ভিকি। গুজরাতে ভানু প্রতাপ সিংয়ের হরর ছবিতে শুটিং করছিলেন।

ভিকি কৌশল
author img

By

Published : Apr 20, 2019, 1:32 PM IST

মুম্বই : নতুন হরর ছবির শুটিং করতে গিয়ে আহত হলেন ভিকি কৌশল। চিকবোনে গুরুতর চোট পেয়েছেন তিনি। ১৩টি সেলাই পড়েছে বলে খবর।

ANI সূত্রে খবর, অ্যাকশনের দৃশ্য করতে গিয়ে আহত হয়েছেন ভিকি। গুজরাতে ভানু প্রতাপ সিংয়ের হরর ছবিতে শুটিং করছিলেন ভিকি। ঘটনার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত থাকায় বেশ কয়েকদিনের জন্য শুটিং পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা। চলতি বছরের শুরুতে ভিকির 'উরি' বক্স অফিসে সাফল্য পেয়েছিল। ভানু প্রতাপের ছবির পাশাপাশি সুজিত সরকারের 'উধম সিং' ও করণ জোহরের 'তখৎ'-এর কাজে ব্যস্ত তিনি। এই ছবিতে রণবীর সিং, আলিয়া ভাট, ভূমি , করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ভিকি।

সম্প্রতি উরির পরিচালক আদিত্য ধরের সঙ্গে একটি ছবি করছেন। সেই ছবিতে ভিকিকে সুপারহিরোর চরিত্রে দেখা যাবে।

মুম্বই : নতুন হরর ছবির শুটিং করতে গিয়ে আহত হলেন ভিকি কৌশল। চিকবোনে গুরুতর চোট পেয়েছেন তিনি। ১৩টি সেলাই পড়েছে বলে খবর।

ANI সূত্রে খবর, অ্যাকশনের দৃশ্য করতে গিয়ে আহত হয়েছেন ভিকি। গুজরাতে ভানু প্রতাপ সিংয়ের হরর ছবিতে শুটিং করছিলেন ভিকি। ঘটনার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত থাকায় বেশ কয়েকদিনের জন্য শুটিং পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা। চলতি বছরের শুরুতে ভিকির 'উরি' বক্স অফিসে সাফল্য পেয়েছিল। ভানু প্রতাপের ছবির পাশাপাশি সুজিত সরকারের 'উধম সিং' ও করণ জোহরের 'তখৎ'-এর কাজে ব্যস্ত তিনি। এই ছবিতে রণবীর সিং, আলিয়া ভাট, ভূমি , করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ভিকি।

সম্প্রতি উরির পরিচালক আদিত্য ধরের সঙ্গে একটি ছবি করছেন। সেই ছবিতে ভিকিকে সুপারহিরোর চরিত্রে দেখা যাবে।

Intro:Body:

শুটিংয়ে আহত ভিকি কৌশল



মুম্বই : নতুন হরর ছবির শুটিং করতে গিয়ে আহত হলেন ভিকি কৌশল। চিকবোনে গুরুতর চোট পেয়েছেন তিনি। ১৩টি সেলাই পড়েছে বলে খবর।



ANI সূত্রে খবর, অ্যাকশনের দৃশ্য করতে গিয়ে আহত হয়েছেন ভিকি। গুজরাতে ভানু প্রতাপ সিংয়ের হরর ছবিতে শুটিং করছিলেন ভিকি। ঘটনার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



আহত থাকায় বেশ কয়েকদিনের জন্য শুটিং পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা। চলতি বছরের শুরুতে ভিকির 'উরি' বক্স অফিসে সাফল্য পেয়েছিল। ভানু প্রতাপের ছবির পাশাপাশি সুজিত সরকারের 'উধম সিং' ও করণ জোহরের 'তখৎ'-এর কাজে ব্যস্ত তিনি। এই ছবিতে রণবীর সিং, আলিয়া ভাট, ভূমি , করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ভিকি।



সম্প্রতি উরির পরিচালক আদিত্য ধরের সঙ্গে একটি ছবি করছেন। সেই ছবিতে ভিকিকে সুপারহিরোর চরিত্রে দেখা যাবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.