ETV Bharat / sitara

ভিকির সানডে লুক - ভিকি কৌশলের খবর

রবিবার দিনটায় একেবারে নতুন লুকে ফ্যানেদের ট্রিট দিলেন ভিকি কৌশল । ফিরে গেলেন তাঁর ক্লিন শেভ করা দিনগুলোয় ।

vicky kaushal clean shaven
vicky kaushal clean shaven
author img

By

Published : Oct 18, 2020, 11:15 AM IST

মুম্বই : ভিকি কৌশলকে আমরা দাড়ি সমেত দেখতেই অভ্যস্ত হয়ে পড়েছি । বেশ কয়েক বছর ধরে, বিশেষ করে 'উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক'-এর পর ওই দাড়িটাই অনেকের হার্টথ্রবের কারণ হয়ে উঠেছে । তবে ফের একবার নিজের পুরোনো লুকে ফিরলেন ভিকি ।

রবিবার সকালে নিজের একটি ক্লিন শেভেন ছবি শেয়ার করলেন ভিকি । সাদা শার্ট আর ব্যাকব্রাশ করা চুলে তাঁকে বেশ ফ্রেশ লাগছে ।

ক্যাপশনে ভিকি বেশ মজার ছলে একটি লাইন লিখেছেন । যার মর্মার্থ এটাই দাঁড়ায় যে, সাদা শার্ট পরে সেল্ফ টাইমার চালিয়ে সকালে উঠে সেলফিটি তুলেছেন অভিনেতা ।

দেখে নিন...

ভিকির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' । তাঁর ঝুলিতে রয়েছে আরও একঝাঁক ছবি । 'সর্দার উধাম সিং' বা 'তখ্ত'-এর মতো বেশ কিছু ইন্টারেস্টিং প্রজেক্টে দেখা যাবে ভিকিকে ।

মুম্বই : ভিকি কৌশলকে আমরা দাড়ি সমেত দেখতেই অভ্যস্ত হয়ে পড়েছি । বেশ কয়েক বছর ধরে, বিশেষ করে 'উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক'-এর পর ওই দাড়িটাই অনেকের হার্টথ্রবের কারণ হয়ে উঠেছে । তবে ফের একবার নিজের পুরোনো লুকে ফিরলেন ভিকি ।

রবিবার সকালে নিজের একটি ক্লিন শেভেন ছবি শেয়ার করলেন ভিকি । সাদা শার্ট আর ব্যাকব্রাশ করা চুলে তাঁকে বেশ ফ্রেশ লাগছে ।

ক্যাপশনে ভিকি বেশ মজার ছলে একটি লাইন লিখেছেন । যার মর্মার্থ এটাই দাঁড়ায় যে, সাদা শার্ট পরে সেল্ফ টাইমার চালিয়ে সকালে উঠে সেলফিটি তুলেছেন অভিনেতা ।

দেখে নিন...

ভিকির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' । তাঁর ঝুলিতে রয়েছে আরও একঝাঁক ছবি । 'সর্দার উধাম সিং' বা 'তখ্ত'-এর মতো বেশ কিছু ইন্টারেস্টিং প্রজেক্টে দেখা যাবে ভিকিকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.