মুম্বই, 20 মার্চ : ভিকি কৌশলকে বিয়ে করে নাকি জ্যাকপট জিতেছেন ক্যাটরিনা কাইফ ৷ শনিবার রাতের একটি ঘটনায় এমনই মন্তব্য শোনা গেল নেটাগরিকদের গলায় ৷ চুটিয়ে হোলি সেলিব্রেশনের পর শনিবার রাতে দুই পরিবারকে নিয়ে ওরলির এক রেস্তোরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন ভিক্যাট ৷ স্বাভাবিকভাবেই সদ্য বিবাহিত এই সেলেব জুটির থেকে নজর এড়ায়নি পাপারাৎজিদের ৷ পরিবারের সঙ্গে ভিক্যাটের ডিনার আউটিংয়ের ছবি নিমেষে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায় (Vicky Kaushal-Katrina Kaif Family Dinner) ৷
ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল এবং ভাই তথা অভিনেতা সানি কৌশল তো ছিলেনই ৷ শনিবার ভিক্যাটের ডিনার প্ল্যানে ছিলেন অভিনেত্রীর মা সুজান টারকোটে ৷ ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবিতে ডেনিম শার্ট এবং স্কার্টে দেখা যাচ্ছে ক্যাটকে ৷ অন্যদিকে ধূসর রংয়ের ট্রাউজার এবং কালো শার্টে ছিলেন ভিকি ৷ পরিবারের সঙ্গে তারকা জুটির ডিনার প্ল্যানের ছবিতে অনুরাগীরা মন্তব্য করবেন না তা আবার হয় নাকি ৷
কেউ লেখেন, 'বিয়ের পর থেকে একের পর এক কাপল গোল উপহার দিয়ে যাচ্ছেন ভিক্যাট ৷ এটা তার নবতম সংযোজন ৷' তো কেউ আবার উরি তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ৷ একজন তো আবার লিখেছেন, 'যেভাবে দুই পরিবারকে আগলাচ্ছেন ভিকি, তাতে মনে হচ্ছে ক্যাটরিনা জ্যাকপট জিতেছেন ৷' উল্লেখ্য, হোলির দিন পরিবারের সঙ্গে রংয়ের উৎসব পালনের ছবি দিয়ে নেটাগরিকদের দিল জিতেছিলেন ভিকি-ক্যাটরিনা ৷
আরও পড়ুন : আর প্রযোজনা নয়, 'প্রথম প্রেম'-এর কাছে ফিরলেন অনুষ্কা
আপাতত সেলেব জুটি কাজ নিয়ে ভীষণই ব্য়স্ত ৷ শীঘ্রই লক্ষ্মণ উতেকার পরিচালিত একটি ছবিতে সারা আলি খানের বিপরীতে দেখা যাবে ভিকিকে ৷ এছাড়া মেঘনা গুলজারের 'স্যাম বাহাদুর' ছবিটি নিয়ে উত্তেজিত অভিনেতার অনুরাগীরা ৷ কিয়ারা আদবানি, ভূমি পেদনেকারের সঙ্গে শশাঙ্ক খৈতানের 'গোবিন্দা নাম মেরা' ছবিতেও দেখা যাবে ভিকিকে ৷ অন্যদিকে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির পাশাপাশি তামিল তারকা বিজয় সেতুপতির সঙ্গে মেরি ক্রিসমাস ছবিতে দেখা যাবে ক্যাটকে ৷ যার শুটিং পুনরায় শুরু হয়েছে ইতিমধ্যেই ৷