ETV Bharat / sitara

FIR দায়ের অভিনেতা বিক্রম গোখলের বিরুদ্ধে - Vikram Gokhale and 2 others booked for cheating

প্রতারণার অভিযোগ তুলে বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে সহ আইনজীবী দম্পতির বিরুদ্ধে FIR দায়ের । যদিও অভিযোগ অস্বীকার অভিনেতার ।

zxc
zxc
author img

By

Published : Mar 19, 2020, 11:15 PM IST

মুম্বই : অভিনেতা বিক্রম গোখালে সহ এক আইনজীবী দম্পতির বিরুদ্ধে FIR দায়ের পুনের মুলশি তালুকার পাউদ থানায় । দুই অভিযুক্তের নাম জয়ন্ত মহালগি ও সুজাতা মহালগি ।

প্রতারণার অভিযোগ তুলে আইনজীবী দম্পতি সহ বিক্রমের বিরুদ্ধে FIR দায়ের করেন জয়ন্ত প্রভাকর বহিরাত । পুনের মুলশি তালুকার একটি জমি রয়েছে সুজাতা ফার্মসের । ওই জমির উপর গিরিভন নামে একটি প্রোজেক্ট তৈরি হচ্ছে । সেই প্রোজেক্টের বিজ্ঞাপনে দেখা যায় বিক্রমকে । অভিযোগ, বিজ্ঞাপনে প্রোজেক্টকে সরকারি অনুমতিপ্রাপ্ত বলে দাবি করা হয়েছিল । যদিও তা সত্যি কথা নয় ।

ক্রেতাদের আরও অভিযোগ, তাঁদের যে জমি দেওয়া হয়েছে তার সঙ্গে জমির কাগজপত্রের কোনও মিল নেই । ফলত যেই জমির উপর তাঁরা বাড়ি বানিয়েছে যা অন্য কারও জমির উপর তৈরি হয়েছে । যদিও বলা হয়েছিল প্রোজেক্টের মধ্যে থাকা পুরো জমির মাপ সরকারি আধিকারিকদের দিয়ে করানো হয়েছে ।

এ প্রসঙ্গে বিক্রম বলেন, "যাঁরা অভিযোগ দায়ের করেছেন তাঁদের আমি জানি না । 258 জন ক্রেতার মধ্যে 14 জন অভিযোগ দায়ের করেছেন আইনজীবী দম্পতির বিরুদ্ধে । আমি শুধুই ওই প্রোজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম । যার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে । 2019 সালের ফেব্রুয়ারি থেকে আর ওই কম্পানিতে যাইনি । ইস্তফাও পাঠিয়ে দিয়েছি । আমার বিরুদ্ধে অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন ।"

অভিযোগ প্রসঙ্গে সিনিয়র ইন্সপেক্টর অশোক ধুমাল বলেন, "অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।"

মুম্বই : অভিনেতা বিক্রম গোখালে সহ এক আইনজীবী দম্পতির বিরুদ্ধে FIR দায়ের পুনের মুলশি তালুকার পাউদ থানায় । দুই অভিযুক্তের নাম জয়ন্ত মহালগি ও সুজাতা মহালগি ।

প্রতারণার অভিযোগ তুলে আইনজীবী দম্পতি সহ বিক্রমের বিরুদ্ধে FIR দায়ের করেন জয়ন্ত প্রভাকর বহিরাত । পুনের মুলশি তালুকার একটি জমি রয়েছে সুজাতা ফার্মসের । ওই জমির উপর গিরিভন নামে একটি প্রোজেক্ট তৈরি হচ্ছে । সেই প্রোজেক্টের বিজ্ঞাপনে দেখা যায় বিক্রমকে । অভিযোগ, বিজ্ঞাপনে প্রোজেক্টকে সরকারি অনুমতিপ্রাপ্ত বলে দাবি করা হয়েছিল । যদিও তা সত্যি কথা নয় ।

ক্রেতাদের আরও অভিযোগ, তাঁদের যে জমি দেওয়া হয়েছে তার সঙ্গে জমির কাগজপত্রের কোনও মিল নেই । ফলত যেই জমির উপর তাঁরা বাড়ি বানিয়েছে যা অন্য কারও জমির উপর তৈরি হয়েছে । যদিও বলা হয়েছিল প্রোজেক্টের মধ্যে থাকা পুরো জমির মাপ সরকারি আধিকারিকদের দিয়ে করানো হয়েছে ।

এ প্রসঙ্গে বিক্রম বলেন, "যাঁরা অভিযোগ দায়ের করেছেন তাঁদের আমি জানি না । 258 জন ক্রেতার মধ্যে 14 জন অভিযোগ দায়ের করেছেন আইনজীবী দম্পতির বিরুদ্ধে । আমি শুধুই ওই প্রোজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম । যার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে । 2019 সালের ফেব্রুয়ারি থেকে আর ওই কম্পানিতে যাইনি । ইস্তফাও পাঠিয়ে দিয়েছি । আমার বিরুদ্ধে অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন ।"

অভিযোগ প্রসঙ্গে সিনিয়র ইন্সপেক্টর অশোক ধুমাল বলেন, "অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.