লন্ডন : গত বছরও একবার মুমতাজের মৃত্যুর খবর ছড়ায় । আর তারপর এই বছরেও । কেন প্রতিবছর এমন খবর ছড়াচ্ছে ? কেউ কি ইচ্ছে করে এই খবর ছড়াচ্ছেন বারবার ? প্রশ্ন তুললেন মুমতাজ । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে লন্ডন থেকেই বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী ।
তিনি বললেন, "আমি এখনও বেঁচে আছি । কেউ যে আমায় সরাসরি প্রশ্নটা করল তার জন্য ধন্যবাদ । আমি জানি না কেউ কেন ইচ্ছে করে প্রতিবার এটা করছেন । এটা কি মজার বিষয় ?"
গতবছর মুমতাজের পরিবার খুব ঘাবড়ে গেছিলেন তাঁর মৃত্যুর ভুয়ো খবরে । কারণ তাঁরা অনেকটা দূরে ছিলেন । তবে এইবার ব্যাপারটা আলাদা । লকডাউনের কারণে মুমতাজ়ের সঙ্গেই আছেন তাঁর মেয়ে,জামাই, নাতি নাতনিরা । তাই খবরটা তাঁদের ততটা প্রভাবিত করতে পারেনি । তবে একটা ডিস্টার্বেন্স তো হয়েছে অবশ্যই ।
মুমতাজ় বললেন, "আমি যখন মারা যাব, আমার ফ্যামিলি অফিশিয়ালি সবাইকে জানাবে । লুকিয়ে রাখবে না কেউ । কোনও না কোনও একদিন তো মরতেই হবে । তবে প্রতি বছর একবার করে নিজের মৃত্যুর খবর শোনাটা খুব যন্ত্রণাদায়ক ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অভিনেত্রী সুস্থ থাকুন, ভালো থাকুন, কামনা করে ETV ভারত সিতারা ।