ETV Bharat / sitara

'কুলি নম্বর 1'-এর নতুন পোস্টারে কোরোনা টুইস্ট - varun in Coolie No 1

প্রকাশ্যে এল 'কুলি নম্বর 1'-এর নতুন পোস্টার । সেখানে টুপি ও মাস্ক পরে দেখা গিয়েছে বরুণ ধাওয়ানকে । পোস্টারটি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি ।

োে্
োে্
author img

By

Published : Jun 11, 2020, 4:34 PM IST

মুম্বই : প্রকাশ্যে এল 'কুলি নম্বর 1'-এর নতুন পোস্টার । সেখানে টুপি ও মাস্ক পরে দেখা গিয়েছে বরুণ ধাওয়ানকে । তাহলে কি কোরোনা ভাইরাসের কথা তুলে ধরা হবে এই এই ছবিতে ? নতুন পোস্টার প্রকাশ্যে আসার পরই উঠতে শুরু করেছে এই প্রশ্ন ।

এই নতুন পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করেন বরুণ । তার ক্যাপশনে লেখেন, "আমরা হাসাতে আসব...কথা দিলাম"।

এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । অনেকে ধরেই নিয়েছেন যে এই ছবিতে কোরোনা ভাইরাস বা সামাজিক দূরত্ব সম্পর্কিত কোনও বিষয় তুলে ধরা হবে । তবে সেটা কতটা সত্যি তা নিয়ে অবশ্য একটি বাক্যও খরচ করেননি বরুণ ।

একজন লেখেন, "মনে হচ্ছে গোটা ছবিটাই মাস্ক পরে করা হবে ।" আবার কেউ লেখেন, "সারা এবং আপনাকে দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছি ।"

কোরোনা পরিস্থিতির মধ্যে বলিউডের একাধিক ছবি মুক্তি পাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে । কিন্তু, 'কুলি নম্বর 1' কোথায় মুক্তি পাবে তা নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । আর তা জানার অপেক্ষায় রয়েছেন ফ্যানরা ।

এই ছবি আসলে 1995 সালে গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত ছবি 'কুলি নম্বর 1'-এর রিমেক । সিকুয়েলে বরুণের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে ।

মুম্বই : প্রকাশ্যে এল 'কুলি নম্বর 1'-এর নতুন পোস্টার । সেখানে টুপি ও মাস্ক পরে দেখা গিয়েছে বরুণ ধাওয়ানকে । তাহলে কি কোরোনা ভাইরাসের কথা তুলে ধরা হবে এই এই ছবিতে ? নতুন পোস্টার প্রকাশ্যে আসার পরই উঠতে শুরু করেছে এই প্রশ্ন ।

এই নতুন পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করেন বরুণ । তার ক্যাপশনে লেখেন, "আমরা হাসাতে আসব...কথা দিলাম"।

এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । অনেকে ধরেই নিয়েছেন যে এই ছবিতে কোরোনা ভাইরাস বা সামাজিক দূরত্ব সম্পর্কিত কোনও বিষয় তুলে ধরা হবে । তবে সেটা কতটা সত্যি তা নিয়ে অবশ্য একটি বাক্যও খরচ করেননি বরুণ ।

একজন লেখেন, "মনে হচ্ছে গোটা ছবিটাই মাস্ক পরে করা হবে ।" আবার কেউ লেখেন, "সারা এবং আপনাকে দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছি ।"

কোরোনা পরিস্থিতির মধ্যে বলিউডের একাধিক ছবি মুক্তি পাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে । কিন্তু, 'কুলি নম্বর 1' কোথায় মুক্তি পাবে তা নিয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । আর তা জানার অপেক্ষায় রয়েছেন ফ্যানরা ।

এই ছবি আসলে 1995 সালে গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত ছবি 'কুলি নম্বর 1'-এর রিমেক । সিকুয়েলে বরুণের বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.