ETV Bharat / sitara

নিজেই নিজের প্রশংসায় মত্ত বরুণ - বরুণ ধাওয়ান

নিজেই নিজের প্রশংসা করলেন বরুণ ধাওয়ান । তবে খুব একটা ভুল কিছু করেননি তিনি । সাম্প্রতিক পোস্টে বরুণকে লাগছে বেশ ।

varun dhawan all good
varun dhawan all good
author img

By

Published : Oct 8, 2020, 9:31 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় এখন নেগেটিভিটির ছড়াছড়ি । অনেক তারকাই সোশাল মিডিয়া ছাড়ছেন নেগেটিভিটির হাত থেকে বাঁচতে । তবে বরুণ ধাওয়ান কিন্তু, আশা হারাননি । তিনি আজও সুন্দরে বিশ্বাস করেন ।

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন বরুণ । ডেনিম পোশাকে ক্যাজ়ুয়ালের মধ্যেও বেশ গ্ল্যামারাস লাগছে তাঁকে । হালকা দাড়িতে একটা বেপরোয়া ভাব । হুড খোলা গাড়িতে বসে ছবি তুলেছেন বরুণ । পিছনে দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত সমুদ্র ।

ছবিটি শেয়ার করে বরুণ লিখেছেন, "সবকিছু ভালো, এই দৃশ্য, এই গাড়ি আর আমি ।" অভিনেতা কিন্তু, ছবিটি শেয়ার করে কমেন্ট সেকশনকে বন্ধ করে দেননি । ভালো-খারাপ সমস্ত মন্তব্যের জন্যই প্রস্তুত বরুণ ।

তবে ছবিতে ভালোর পাল্লাই ভারি । অনুরাগীদের বেশ ভালো লেগেছে বরুণের এই পোস্ট । আপনারাও দেখে নিন...

আপাতত 'কুলি নম্বর ওয়ান'-এর শুটিং নিয়ে ব্যস্ত বরুণ । বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় এই প্রথম তিনি অভিনয় করছেন । স্ক্রিনশেয়ার করছেন সারা আলি খানের সঙ্গে ।

মুম্বই : সোশাল মিডিয়ায় এখন নেগেটিভিটির ছড়াছড়ি । অনেক তারকাই সোশাল মিডিয়া ছাড়ছেন নেগেটিভিটির হাত থেকে বাঁচতে । তবে বরুণ ধাওয়ান কিন্তু, আশা হারাননি । তিনি আজও সুন্দরে বিশ্বাস করেন ।

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন বরুণ । ডেনিম পোশাকে ক্যাজ়ুয়ালের মধ্যেও বেশ গ্ল্যামারাস লাগছে তাঁকে । হালকা দাড়িতে একটা বেপরোয়া ভাব । হুড খোলা গাড়িতে বসে ছবি তুলেছেন বরুণ । পিছনে দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত সমুদ্র ।

ছবিটি শেয়ার করে বরুণ লিখেছেন, "সবকিছু ভালো, এই দৃশ্য, এই গাড়ি আর আমি ।" অভিনেতা কিন্তু, ছবিটি শেয়ার করে কমেন্ট সেকশনকে বন্ধ করে দেননি । ভালো-খারাপ সমস্ত মন্তব্যের জন্যই প্রস্তুত বরুণ ।

তবে ছবিতে ভালোর পাল্লাই ভারি । অনুরাগীদের বেশ ভালো লেগেছে বরুণের এই পোস্ট । আপনারাও দেখে নিন...

আপাতত 'কুলি নম্বর ওয়ান'-এর শুটিং নিয়ে ব্যস্ত বরুণ । বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় এই প্রথম তিনি অভিনয় করছেন । স্ক্রিনশেয়ার করছেন সারা আলি খানের সঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.