ETV Bharat / sitara

একগাল হাসি নিয়ে চোখ খুললেন বরুণ - varun dhawan happy

আজ সকালটা বরুণ ধাওয়ানের জন্য খুব আনন্দের । 'কুলি নম্বর ওয়ান'-এর ট্রেলার দেখার পর মানুষের উচ্ছ্বাস মন খুশি করে দিয়েছে বরুণের ।

varun dhawan in coolie number one
varun dhawan in coolie number one
author img

By

Published : Nov 29, 2020, 1:01 PM IST

মুম্বই : মুক্তি পেয়েছে 'কুলি নম্বর ওয়ান'-এর ট্রেলার । ইউটিউবে দু'নম্বরে ট্রেন্ড করছে ট্রেলারটি । আদ্যোপান্ত কমেডিতে মোড়া এই ট্রেলার দেখে উচ্ছ্বসিত দর্শক । তাই বরুণেরও মেজাজ খুশ ।

ফিল্মের সেটে তোলা কয়েকটি ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, "কুলি নম্বর ওয়ান-এর প্রতিটা দৃশ্য শুট করার সময় পরিচালক আমায় একটাই নির্দেশ দিয়েছিলেন..বিশ্বাস । আশ্চর্যজনকভাবে আমি যখনই কোনও একটা দৃশ্যকে নিয়ে ভেবেছি, আমি যেন সেই কল্পনার দুনিয়ায় ঢুকে গেছি ।"

সব সবটাই স্বার্থক হয়, যখন দর্শকের ভালো লাগে । বরুণ লিখেছেন, "আজ সকালে একগাল হাসি নিয়ে ঘুম থেকে উঠলাম । গতকাল ট্রেলার দেখে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তাতে মন ভালো হয়ে গেছে আমার ।"

তবে ইউটিউবের তরফ থেকে লাইক আর ডিসলাইকের সংখ্যাকে প্রকাশ করা হয়নি । 'সড়ক 2' ছবির ট্রেলারে সর্বাধিক ডিসলাইক পড়ার পর থেকে অনেক ছবির নির্মাতারাই আজকাল এই সংখ্যাকে লুকিয়ে রাখছেন ।

বলিউডের একাধিক সেলেব্রিটি 'কুলি নম্বর ওয়ান'-এর ট্রেলারকে প্রোমোট করেছেন নিজেদের সোশাল মিডিয়ায় ।

মুম্বই : মুক্তি পেয়েছে 'কুলি নম্বর ওয়ান'-এর ট্রেলার । ইউটিউবে দু'নম্বরে ট্রেন্ড করছে ট্রেলারটি । আদ্যোপান্ত কমেডিতে মোড়া এই ট্রেলার দেখে উচ্ছ্বসিত দর্শক । তাই বরুণেরও মেজাজ খুশ ।

ফিল্মের সেটে তোলা কয়েকটি ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, "কুলি নম্বর ওয়ান-এর প্রতিটা দৃশ্য শুট করার সময় পরিচালক আমায় একটাই নির্দেশ দিয়েছিলেন..বিশ্বাস । আশ্চর্যজনকভাবে আমি যখনই কোনও একটা দৃশ্যকে নিয়ে ভেবেছি, আমি যেন সেই কল্পনার দুনিয়ায় ঢুকে গেছি ।"

সব সবটাই স্বার্থক হয়, যখন দর্শকের ভালো লাগে । বরুণ লিখেছেন, "আজ সকালে একগাল হাসি নিয়ে ঘুম থেকে উঠলাম । গতকাল ট্রেলার দেখে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তাতে মন ভালো হয়ে গেছে আমার ।"

তবে ইউটিউবের তরফ থেকে লাইক আর ডিসলাইকের সংখ্যাকে প্রকাশ করা হয়নি । 'সড়ক 2' ছবির ট্রেলারে সর্বাধিক ডিসলাইক পড়ার পর থেকে অনেক ছবির নির্মাতারাই আজকাল এই সংখ্যাকে লুকিয়ে রাখছেন ।

বলিউডের একাধিক সেলেব্রিটি 'কুলি নম্বর ওয়ান'-এর ট্রেলারকে প্রোমোট করেছেন নিজেদের সোশাল মিডিয়ায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.